
কেউ বলেছিল আসবে;
বলেছিল জান অপেক্ষা করো,
দেখো তোমার অপেক্ষার শেষ প্রহর-
শেষ হবার আগেই ফিরে আসবো তোমার কাছে।
সেই থেকে শুরু হলো আমার অপেক্ষার পালা,
সেই থেকে আমি এখনো অপেক্ষারত,
অপেক্ষা করতে করতে এখন আমি ক্লান্ত শ্রান্ত অবসন্ন!
কেউ বলেছিল ফোন করবে;
সময় বেঁধে দিয়েছিল,
বলেছিল ঠিক ঐ সময়ই ফোন করবো
ফোনের কাছেই থেকো কিন্তু…
সেই থেকে একটা ফোন কলের অপেক্ষায়-
অপেক্ষার উত্তেজনা নিয়ে শত সহস্র সেকেন্ড মিনিট ঘন্টা
উন্মত্ত অধীর ব্যাকুল আগ্ৰহ নিয়ে বসে আছি ফোনের সামনে!
সেই থেকে স্থির তাকিয়ে আছি ফোনের স্ক্রিনে,
একটা মুহূর্তের জন্যও চোখ সরাইনি,
একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে এখন আমি অন্ধ!
২৩টি মন্তব্য
মনির হোসেন মমি
কবিতাটি কি ছবিতে যে আপনি ওখানে দাড়িয়ে দাড়িয়েই লিখলেন।আপনার প্রতিটি লেখাই মনে হয় অবস্থানরত ভিন্ন ভিন্ন স্থানের।চমৎকার লিখেছেন।অপেক্ষা কেটে আসুক ভোরের আলো।
সুরাইয়া পারভীন
হ্যাঁ ভাইয়া
আমি যেখানে যাই সেখানেই কিছু না কিছু লেখার চেষ্টা করি। কখনো দু চার লাইন কখনো বা পুরো লেখাটায় লিখে ফেলি।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
লেখা মনে হয় ওখানেই লিখেছিল মমি ভাইয়া। অপেক্ষার প্রহর শেষ হোক, শুভ দিন আসুক মিলনে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো অহর্নিশি
মনির হোসেন মমি
হুম,আপুর প্রতিটি লেখার সাথে ছবি যোগে দারুণ মিল।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ ভাইয়া
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ দিদি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আন্তরিক ধন্যবাদ জানবেন
সুপায়ন বড়ুয়া
আপু আমার লিখতে থাকে
নদীর ধারে চৌকির পাশে
শুধু দাঁড়িয়ে।
অপেক্ষাতে দিন কেটে যায়
দেয় না ফিরিয়ে।
খুব ভাল লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
অনেক অনেক ধন্যবাদ জানবেন
ফয়জুল মহী
অবসান হোক অপেক্ষা । নির্মল স্বচ্ছ ভালোবাসার জন্য । সুন্দর উপস্থাপন
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
ভালো থাকুন সবসময়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
এমন করুণ অপেক্ষা কারো জীবনে না আসুক যাতে — একটা মুহূর্তের জন্যও চোখ সরাইনি,
একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে এখন আমি অন্ধ!
ভালো থাকবেন। শুভ কামনা অফুরান।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনিও সুস্থ এবং ভালো থাকবেন। শুভ কামনা অফুরান।
নিতাই বাবু
এই পৃথিবীতে সবচেয়ে বড় বিরক্তিকর অসহ্য যন্ত্রণার নাম হলো, “অপেক্ষা”। অপেক্ষার অপেক্ষায় সবাই থাকতে পারে না। যেখানে অনেকেই ধৈর্যহারা হয়ে পড়ে। সেখানে হয়তো আপনিই ঠিকে আছেন। ধন্যবাদ অজস্র। সাথে শুভকামনাও থাকলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
অপেক্ষা মধুরও।
ভালো লাগল লিখাটি
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
কিন্তু আমরা তো শুনেছি অপেক্ষার ফল মিষ্ট হয় !!
এখন তো দেখছি করল্লার মত, দেখতে ও খেতে।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
করলা আমার ভীষণ প্রিয়
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আলমগীর সরকার লিটন
অপেক্ষা হলো একধরনের ধৈর্যবাধ ভেঙ্গে হয়ে গেলে বরবাদ
তবুও অপেক্ষা চমৎকার কবি আপু——————
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সবসময়
তৌহিদ
কথা দিয়ে কেউ কথা রাখেনা আজকাল!!
ভালো থাকুন আপু।
সুরাইয়া পারভীন
অবশ্য কথা দেওয়ায় হয়
না রাখার জন্য
অসংখ্য ধন্যবাদ জানবেন ভাইয়া