
সামনে কোরবানী
গরীবের হক
চামড়া-গোস্ত নিয়ে
হবে তেলেসমাতী।
এবছর কোরবানী
দেবো না-রে ভাই
দিচ্ছে সবাই
করোনার দোহাই।
হাট বসবে সীমিত
গরু রবে পর্যাপ্ত
মাদ্রাসা সব অপেক্ষায়
খোরাক মিটাবে চামড়ায়।
গেলো বার
মিললো না
চামড়ার দাম
ঠকলো যারা
তারা কারা?
ভাববার সময়
হয়না কারো
বড় লোক বলে
সিন্দুক ভরো।
মরবে গরীব
মরবে মিসকীন
ভেসে যাক সব
লিল্লাহ বোর্ডিং
চামড়ার টাকায়
পড়ে মাদ্রাসায়
মুখস্ত রাখে
পবিত্র কোরআন
দ্বীনি শিক্ষায়।
গরীবের হক
মারিস নারে ভাই
দিসনে আর
করোনার দোহাই।
বড় লোকের ভয়
আল্লাহরে নয়
তাদের ভয়
যদি করোনা হয়।
গরীবের হক
মেটাতে হবে
পশু কোরবানীর
ওয়াজিব আদায়ে।
ভাল থাকুক
এতিম সন্তানে
চলুক মাদ্রাসা
দান-খয়রাতে।
কোরবানী নয়
অবুঝ পশুকে
দাও কোরবানী
নিজের মনুষত্বকে।
২৪টি মন্তব্য
তৌহিদ
অতীব চমৎকার লিখেছেন ভাইয়া। আসলে অনেকের নিয়তেই গণ্ডগোল থাকে। বড়লোকেরা কোরবানি করেন দেখানোর জন্য আর গরীবেরা করা টানাটানি।
করোনার জন্য অবশ্যই সতর্ক হতে হবে সবারই। চামড়ার টাকা এতিমখানা বা মাদ্রাসায় দেয়াই উত্তম।
আপনার লেখা ছড়া পড়ে নতুনরুপে জানলাম আপনাকে। আপনার গুনের শেষ নেই।
ভালো থাকুন ভাইয়া।
শামীম চৌধুরী
ধন্যবাদ।
ইঞ্জা
মরবে গরীব
মরবে মিসকীন
ভেসে যাক সব
লিল্লাহ বোর্ডিং
চমৎকার লিখলেন ভাই, সত্যি মুগ্ধ হলাম।
শামীম চৌধুরী
ধন্যবাদ।
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয় ভাইয়া।কবিতা হল সমাজের দর্পণ সমাজ পরিবর্তনের হাতিয়ায়।এমন সব প্রতিবাদী ছন্দময় বহু কবিতা গান হয়ে শাসকদের শোষনের ভীত নড়িয়ে দিয়েছে । সমাজের প্রতি দায় আর কিছু নাই পারি কবিতায় প্রতিবাদতো জানাতে পারি। এই যেমন ধরুণ,,,,
বড় লোকের ভয়
আল্লাহরে নয়
তাদের ভয়
যদি করোনা হয়
এখানে কিন্তু অনেক কিছু বুঝার আছে। মৃত্যু সন্নিকটে জেনেও যে আমরা অমানুষ হয়ে আছি তা কিন্তু সমাজে স্পষ্ট দৃশ্যমান।
শামীম চৌধুরী
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
বড় লোকের ভয়
আল্লাহরে নয়
তাদের ভয়
যদি করোনা হয়। দারুন। ভাইয়া লেখাটি সত্যিই আন্দোলিত করলো। কোরবানি দাও মনুষ্যত্বকে। প্রতিটি লাইন একদম পূর্ণাঙ্গ হলো আপনার ভাবনার সৌন্দর্যে। শুভ কামনা রইলো
শামীম চৌধুরী
ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
“কোরবানী নয়
অবুঝ পশুকে
দাও কোরবানী
নিজের মনুষত্বকে।”
এই করোনা কালে কোরবানী মাহাত্ব থেকে সবাই শিক্ষা
নিলে ভাল। সবার পশুত্বটার কোরবানী হোক এই কামনায়।
খুব ভাল লাগলো। শুভ কামনা।
শামীম চৌধুরী
ধন্যবাদ।
ফয়জুল মহী
জয় হোক মানবতার। সুন্দর উপস্থাপন ।নিয়ম মেনে চলুন
শামীম চৌধুরী
ধন্যবাদ।
নিতাই বাবু
কুরবানি নিয়ে পুরো মাখামাখি করে ফেললেন, দাদা। তো ক’জন বুঝে-সুজে কুরবানি দেয়? যেখানে বলে, “মনের পশুটাকে জীবিত রেখে বনের পশুটাকে কুরবানি করো না!” তা আমরা ক’জনে বুঝি?
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
শামীম চৌধুরী
ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সমাজের করুণ চিত্র ফুটে উঠেছে লেখায় — মরবে গরীব
মরবে মিসকীন
ভেসে যাক সব
লিল্লাহ বোর্ডিং।
ভালো থাকবেন। ধন্যবাদ।
শামীম চৌধুরী
ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ।
আরজু মুক্তা
একদম। আল্লাহর ভয় নাই। শুধু মানুষ দেখানি।
শামীম চৌধুরী
একদম সঠিক।
ছাইরাছ হেলাল
এতদিন পরে এলেও কঠিন বাস্তবতার ছড়া পড়িয়ে মন করিয়ে দিলেন
ভুলে যান নি।
আপনাকে দেখে ভাল লাগল।
শামীম চৌধুরী
আপনি কেমন আছেন হেলাল ভাই? আসলে বড় ভাই করোনায় মারা যাওয়ায় আমাদের পুরা পরিবারই এলোমেলো হয়ে যায়। মানসিক ভাবে আমরা সবাই ভেঙ্গে পড়ি। যার জন্য শত ইচ্ছা থাকলেও আপনাদের সাথে আড্ডায় আসিতে পারিনি। আপনার মতন একজন বড় মাপের কবির কাছে যখন শুনি ভাল লাগে তখন শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। পড়ার জন্য ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
কুরবানী টাই মাংস খাওয়া
বুঝি না কুরবানীটা-
মনুষ্যৎ নাই রে মানুষ
তবুও তারা বেহুস————–চমৎকার কবি দা
শামীম চৌধুরী
ধন্যবাদ।