
এলাকার মসজিদের ইমাম সাহেব একজন বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছেন। এটা শুনে কেউ কেউ আড়ালে তিরস্কার করছেন থুতু ফেলছেন। ইমামের বয়সের মুরব্বিরা তো বিশ্বাস-ই করতে চাচ্ছেন না। আবার কেউ কেউ বলছেন এখন এসব হয় হচ্ছে। পত্রিকা খুললে এর চেয়ে জঘন্য খবর পাওয়া যায়।
ইমাম সাহেব মুখ উঁচু করে তাকাতেই পারছেন না শুধু তার চোখ দুটো দেখে মনে হচ্ছে পৃথিবীর সব জলের উৎস। যদিও প্রত্যক্ষ কোন সাক্ষী নেই কিন্তু কাউন্সিলর এবং তার সাঙ্গপাঙ্গরা ব্যাপারটা পুলিশকে বুঝিয়ে বলছেন। পুলিশ কোমড়ে দড়ি বেঁধে তাকে থানায় নিয়ে গেলেন।
বাক প্রতিবন্ধী মেয়েটার ইজ্জতের মূল্য হিসেবে বাজারের দক্ষিণে ইমাম সাহেবের দামি জায়গাটা কাউন্সিলর দখলে নেওয়ার পর। ইমাম সাহেব জামিন পেলেন। আজ কাউন্সিলরের বড়ো পুকুরে মাছ ধরা হচ্ছে , রাতে খাওয়া-দাওয়ার আয়োজন আছে কাউন্সিলর বড়ো বড়ো জেলেদের ঢেকেছেন।
জলে নামার আগে জেলেদের বলছেন, গত বর্ষায় পুকুরে অনেক বোয়াল ঢুকেছে একটাও বোয়াল মাছ যেন পুকুরে না থাকে। সাথেই দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলেন কাউন্সিলরের দশ বছরের শিশুপুত্র আরমান। আরমান তখন বাবাকে প্রশ্ন করলেন “কেন সব বোয়াল মাছ মেরে ফেলবে আব্বু ? বোয়াল মাছ তো আম্মুর খুব প্রিয়”!
কাউন্সিলর তখন বললেন, “বাবা আরমান বোয়াল মাছ সব ছোট মাছদের খেয়ে ফেলে তাই যে পুকুরে বোয়াল মাছ থাকে, সে পুকুরে মাছ চাষ ভালো হয় না ” আরমান তখন বললেন , আচ্ছা বাবা বোয়াল কি শুধু মাছেদের মধ্যে থাকে মানুষ বোয়াল থাকে না বাবা ? ‘
দালান জাহান
২২.০৭.২০
২৫টি মন্তব্য
ফয়জুল মহী
সুনিপুণ রচনাশৈলী
ভীষণ ভালো লাগলো।
দালান জাহান
ধন্যবাদ ভাই ভালো থাকুন
সুপর্ণা ফাল্গুনী
দারুন শিক্ষনীয় গল্প। খুব ভালো লাগলো। এভাবে যদি সমাজ , সংসার থেকে রাঘব বোয়ালদের একত্রিত করে বের করা যেত তাহলে দেশটা আজ বাসযোগ্য, সুন্দর হতো সবার জন্য। শুভ কামনা রইলো
দালান জাহান
ঠিক তাই। আপনি যথাযথ বলেছেন
রোকসানা খন্দকার রুকু।
একদম সত্যি
দালান জাহান
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সবসময়
দালান জাহান
কৃতজ্ঞতা প্রিয়জন
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চরম পরম এবং অপ্রিয় সত্য কথা খুব সুন্দর করে বলেছেন ভাই। শুভ কামনা রইলো।
দালান জাহান
ধন্যবাদ ভাই ভালো থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
এক বোয়াল আরেক বোয়ালের নৈরাজ্য সহ্য করে না। এটাই স্বাভাবিক। পুকুরের বোয়াল বিলুপ্ত হয়ে গেলেও মানব বোয়ালের হাত থেকে নিষ্কৃতি নেই।
চমৎকার অণুগল্প 🙂
শুভ কামনা 🌹🌹
দালান জাহান
ধন্যবাদ কবি শুভরাত্রি
আলমগীর সরকার লিটন
সবে এরকম থেকেই যাবে ———কবি দা
অনেক শুভেচ্ছা রইল
দালান জাহান
ধন্যবাদ দাদা ভালো থাকুন সবসময়
নিতাই বাবু
যাঁর নাম ‘রাঘববোয়াল’। কিন্তু রাজ্যের দব রাঘববোয়ালদের সরকার কিছুতে ধরতে পারছে না, এটাই দুঃখ!
গল্পের দ্বিতীয় চরিত্রের শিশু অভিনেতা আরমানকে ধন্যবাদ-সহ গল্পকারকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
দালান জাহান
শ্রদ্ধা প্রিয়জন আমার
আরজু মুক্তা
এরা হচ্ছে রাঘব বোয়াল।
সব খানেই সমস্যা করে
দালান জাহান
ধন্যবাদ কবি ভালো থাকুন
মোঃ রাশিদুল ইসলাম
সুন্দর প্রকাশ
দালান জাহান
ধন্যবাদ
তৌহিদ
গল্পের শেষের প্যারাটা নাড়া দিয়ে গেলো ভাই। অসাধারণ লিখেছেন। রাঘববোয়াল যেখানে সেখানে অন্যান্য মাছ যে চুনোপুঁটি হয়ে বোয়ালের শিকার হয় তা বলাই বাহুল্য।
ভালো থাকুন।
দালান জাহান
যথার্থ বলেছেন ভাই। অনেক অনেক ধন্যবাদ।
ইঞ্জা
অনুগল্প হলেও এর ব্যপ্তি অনেক বেশি ভাই, সমসাময়িক বিষয় নিয়ে লেখাটি সত্যি অসাধারণ হয়েছে।
দালান জাহান
ইঞ্জা ভাই শ্রদ্ধা
ইঞ্জা
শুভকামনা ভাই
দালান জাহান
কৃতজ্ঞতা দাদা