
” চাওয়া পাওয়া “(৪)
মাধবীলতার মত দোল খায় বুকেরগহীনে
মনের চাওয়া পাওয়া গুলো,
গোলাপের মত বিকশিত হয় কখনোবা ইচ্ছেগুলো।
তোমাকে ছুঁয়ে দেখার আকাঙক্ষা জাগ্রত হলে,
টলমল যৌবন স্ফীত হয় জল ভরা মেঘের মত।
হিমেল শিশিরেও তোমায় নিয়ে ভাবতে,
ভাসতে থাকি ভাসতে থাকি সুখকর মহাকাশে।
এক চিলতে সোনালী রোদের বিচ্ছুরণ ঘটায় স্বপ্লীল বাসরে,
কুহেলিকার সুখের আবেশে তখন নেমে আসে,
আমার বুকের আঙিনায় ধীরে ধীরে।
মলিন ধূসরে মৃত্তিকা হয় চৌচির বুকের পুষ্পকুঞ্জ,
শরৎ, হেমন্ত, বসন্ত কিংবা ফাগুন,
অবিরাম নিমিষেই চলে যায় নির্বাসনে,
তবুও তোমায় ছুঁয়ে দেখার স্পৃহা জাগে অতৃপ্ত অন্তরে।
জীবনের বাকিটা সময় চাওয়া আর পাওয়ার শেষ নেই,
কখনও স্বর্গ নিয়ে সুখ খুঁজে মুক্ত বিহংগের মত,
আকাশ থেকে মুখোমুখি আকাশে,
শিশির ভেজা প্রত্যুষে ভাবনার পৃথিবী ফিরে যায় অবশেষে।
এলোমেলো নিদারুণ ভাবনার সমীরণে অতিবাহিত হতে চায়,
বিষাদের মন নির্বাসনেও সুখের প্রশান্তি খুঁজে বেড়ায়।
১৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
মলিন ধূসরে মৃত্তিকা হয় চৌচির বুকের পুষ্পকুঞ্জ,
শরৎ, হেমন্ত, বসন্ত কিংবা ফাগুন,
অবিরাম নিমিষেই চলে যায় নির্বাসনে,
তবুও তোমায় ছুঁয়ে দেখার স্পৃহা জাগে অতৃপ্ত অন্তরে।
———–সুন্দর এক অনুভূতির প্রকাশ কবি আপু
উর্বশী
আলমগীর সরকার লিটন,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, অনেক ভাল থাকুন, শুভ কামনা।
ছাইরাছ হেলাল
সুখ আমাদের খুঁজতেই হয় বিষাদের নির্বাসনেও।
উর্বশী
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
একমত পোষণ করছি। খুব ভাল থাকুন, শুভ কামনা।
ফয়জুল মহী
অনবদ্য ও অপরূপ ভাবনা।
অনাবিল ভালো লাগলো ।
উর্বশী
ফয়জুল মহী,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুভ ভাল থেকো, অফুরান শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অপূর্ব — আকাশ থেকে মুখোমুখি আকাশে,
শিশির ভেজা প্রত্যুষে ভাবনার পৃথিবী ফিরে যায় অবশেষে।
এলোমেলো নিদারুণ ভাবনার সমীরণে অতিবাহিত হতে চায়,
বিষাদের মন নির্বাসনেও সুখের প্রশান্তি খুঁজে বেড়ায়।
উর্বশী
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী,
বিনম্র শ্রদ্ধা।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । এই লাইন গুলো আমারও ভাল লাগে। দীর্ঘ জীবি হন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
চাওয়ার কি শেষ আছে! এটা চাই ওটা চাই । একটা মিলেতো আরেকটা মিলেনা। নির্বাসনেও সুখ খুঁজতে হয় বেঁচে থাকার তাগিদে ই। খুব ভালো লিখেছেন আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুপ্রেরণা দেয়ার জন্য ভালোবাসা। দীর্ঘ জীবি হন।
সুরাইয়া নার্গিস
বাহ্! চমৎকার লিখছেন আপু।
উর্বশী
সুরাইয়া নার্গিস আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । দীর্ঘ জীবি হন।শুভ কামনা।
সব সময় পাশেই পাবো আশা করি।
নিতাই বাবু
কবির লেখা কবিতার শেষ লাইনেই মতো আমিও জন্ম থেকে এপর্যন্ত সুখ-শান্তির দুয়ারে দুয়ারে লাইন ধরে বসে থাকি। কোথাও একচিমটি সুখ অথবা শান্তি অদ্যাবধি খুঁজে পাইনি। কেউ হাওলাত হিসেবেও একছিটে সুখ শান্তি আমাকে আজ পর্যন্ত ধার দেয়নি। তবুও কষ্টেসৃষ্টে খেয়ে-না-খেয়ে, পেয়ে-না-পেয়ে, পরে-না-পরে বেঁচে আছি এই সুন্দর ত্রিভুবনে।
উর্বশী
নিতাই বাবু দাদা,
বিনম্র শ্রদ্ধা।
আপনি একজন সংগ্রামী যোদ্ধা। আপনি তো মাইল ফলক সৃষ্টি করে যাচ্ছেন প্রতিটি ধাপে ধাপে।আপনাকে দেখে সংগ্রামী করা অন্য মানুষেরা শিক্ষা পাবে। সবার প্রতীক হিসাবে দৃঢ়হৃদয় স্থাপন করেছেন এবং করবেন।
আগামীর পথচলা প্রশস্ত হোক শুভ কামনা করছি।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
নিতাই বাবু
আপনার এই পোস্টে আমার ছোট মন্তব্যের সাথে আরও কিছু শব্দ মিশিয়ে একটা ঔষধ তৈরি করে ফেসবুকে শেয়ার করেছিলাম, দিদি। ঔষধের নাম, “তবু্ও বেঁচে আছি”। তা এখানে ক্লিক করে দেখুন! আপনার জন্য শুভকামনা থাকলো।
উর্বশী
নিতাই বাবু দাদা,
আমি দেখেছি এবং পড়েছি। ভাল লিখেছেন। অনেক শুভ কামনা।