মধ্যরাতের নন্দিনী

শায়লা খান ১৯ জুলাই ২০২০, রবিবার, ১০:০৮:২৩পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

থমথমে নিস্তব্ধ রাতের শহর অনেকটাই ফাঁকা
মাঝে,মাঝে প্রহরীর বাঁশীর আওয়াজ
লাইটপোস্ট গুলো দাঁড়িয়ে আছে এক পায়,
সম্বিত ফিরে পেলাম নানান রকম হাসির শব্দে
ঢলে পড়ছে তারা একে অপরের গায়ে
অপেক্ষারত মধ্যরাতের নন্দিনী’রা……।

দৈন্যতার কাছে পরাজিত আর কতকাল
কখনো নন্দিনী, কখনো অনাহুত সজ্জা সঙ্গিনী
তারা কেবলই ভাগ্যের হাতে বন্দিনী,
সহসাই কেড়ে নেওয়া হয় তাদের বাকস্বাধীনতা
কপালে লেপ্টে দেওয়া হয় কলঙ্কের কালিমা
তবুও যেনো ক্ষান্ত হয়না অসভ্য এ-সমাজ।

জীবনের তাগিদে চলে দেহ বেচা-কেনা
কারো রাত কাটে হোটেলের বিছানায়
কেউবা রাস্তার ধারে খোলা আকাশের নীচে,
পেটে তাদের ক্ষুধার আগুন জ্বলে অহর্নিশি
কি হবে দেহে লজ্জার বসন জড়িয়ে
নিপিড়ীত সমাজের বুকে লাথি মেরে
আজ তারা হয়েছে মধ্যরাতের নন্দিনী…..।

তারিখ — ১৩.৭.২০২০

৫১০জন ৪৪০জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ