শোনো?আমার প্রেম হয়েছে,
আমি প্রেমে পড়েছি।
তুমি বলেছিলে,আমার পিছু ছাড়,স্বাধীনতা দাও,মুক্তি দাও,
তোমার মত চলবে,দম বন্ধ হতে আসে আমাতে।
বুঝতে বাকি রইল না,
আমি তোমার সামাজিক প্রয়োজন মাএ।
কাউকে আমিও খুঁজছিলাম,অবশেষে পেলাম,,,,,,
এখন দিব্যি আছি,নির্ঘুম রাত নেই আর!
সকাল হতেই চায়না,
যতক্ষণ ইচ্ছে ওকে জড়িয়ে ঘুমাই।
কফি পাউরুটিই অমৃত,তোমার তো অসহ্য ছিল।
অতঃপর ফ্রেশ শাওয়ার,হিন্দি গান ফুল ভলিউমে,
নাচানাচি,নিজেকে তরুনীই লাগে ওর সাথে।
তোমার জন্য তো অনেক রাঁধতাম,,
খেতে শুধু,,বলতে না কেমন হয়েছে।
ও অল্পই খায় –
শুকনা মরিচ,ডিমভাজা,বেগুন ভাজাতেই
খুশিতে টগবগ করে,অসংখ্য ধন্যবাদ জানায়।
রোদেলা দুপুর গায়ে মাখি ওর সাথে
বিকেলে ছোট্ট নদীর মাছের খেলা,
হাঁসের প্যাকপ্যাকানী,কচুরীপানার বাতাসে দুলুনি,
পাখিদের কিচিরমিচির শুনেই ফিরি।
ও বলে অত টাকা,বাড়ি?সুনাম,টক্কর দিয়ে কিইবা হবে?
যাকনা এভাবে !!!!!!!! অতিথিই তো আমরা।
চল চাঁদ দেখে আসি,,,,,
চাঁদের লুকোচুরি,মেঘের সাথেউঁকি দেয় মুচকি হেসে।
অতঃপর দীর্ঘ সময় কাটে,আবেশে ঘুমপায়,,,
ঘুমিয়ে পড়ি কাঁকড়ার মত,ওর বুকে মুখ লুকিয়ে।
অসহ্য পৃথিবীটা ভাললাগছে আবার,,
হ্যাঁ,যেখানে মৃত্যু কামনা ছিল,
আজ বাঁচতে ইচ্ছে করছে অনেকবছর ।
তুমি ছাড়া!!!!!
কারন?আমি প্রেমে পড়েছি আমার,আমার মনের,আমার আমিত্বের,আমার সওার।
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আস্ত একটি আত্ম প্রেমের কবিতা পড়ে ভাল লাগল।
লিখুন লিখুন।
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করছি। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।
সুপর্ণা ফাল্গুনী
দারুন লেগেছে। কারো অবজ্ঞা নিয়ে থাকার চেয়ে তাকে ছেড়ে দেয়াই ভালো। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
রোকসানা খন্দকার রুকু।
আপু আপনাদের মত লিখার চেষ্টা চলছে। ধন্যবাদ।
নিতাই বাবু
কথায় আছে, “মিলাইলে মিলাও মেলা, না মিলাইলে একলাই ভালা।” মনের মানুষ যদি মনের কথা না বুঝে, তাহলে তো মস্তবড় মুশকিলই বটে।
সুন্দর একটা ভাবনার কবিতা পড়ে মনটা ফ্রেশ হয়ে গেল।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয়।
রোকসানা খন্দকার রুকু।
দারুন বলেছেন।মিলাইলে……একলা।।।আমারও তাই মনে হয়। ভালো থাকবেন ভাইয়া।।।।
সুপায়ন বড়ুয়া
দু:খ কষ্টের রোমান্টিক অনুভুতিটা
ভালই লাগলো।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন । ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন। শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
আহারে,, এমন আত্মপ্রেমে পড়তে পারলে প্রেমিকের সাথে একশোবার ব্রেকআপ হলেও আফসোস থাকবে না 😊😊
খুব ভালো লাগলো কবিতায় বলে যাওয়া কথা গুলো।
আরও লিখুন রুকু, ভালো থাকুন।
শুভ কামনা অবিরত 🌹🌹
রোকসানা খন্দকার রুকু।
আসলেই তাই আপু। আমি তো আপনার মত পারিনা। কিন্ত পাশে থাকতে হলে তো হ জ ব র ল করতেই হবে। ভালো থাকবেন।
খাদিজাতুল কুবরা
আমিত্বের ছেয়ে বড়ো নয় প্রেম।
দারুণ আত্ম প্রেম কাব্য।
খুব ভালো লাগলো।
শুভেচ্ছা রইল।
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ আপু॥ ভালো থাকবেন। শুভ কামনা।
পর্তুলিকা
প্রাক্তন প্রেমিক প্রেমিকার থেকে নতুনটাই উত্তম।
রোকসানা খন্দকার রুকু।
সত্যি তাই॥ ভালো থাকবেন আপু।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতির প্রকাশ কবি আপু
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
সুরাইয়া নার্গিস
চমৎকার কবিতা, পড়ে মুগ্ধ হলাম আপু।
ভালো থাকুন,
শুভ কামনা রইল।
রোকসানা খন্দকার রুকু।
মুগ্ধতার জন্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
সুরাইয়া নার্গিস
স্বাগতম আপু
মোঃ মজিবর রহমান
কবিতা পড়ে খুব মুগ্ধ কিন্তু মন্তব্যে এগুতে পারছিনা, কেন জানিনা।
তবে এই গুল জিবনে পেলে হিরা, মনি মুক্তা কিছুই লাগেনা।
ব্যাথারর পর রোম্মান্টিকে মৃত জিবনে প্রান সঞ্চল ঘটল।
সোনেলায় মুগ্ধ ছড়ান এই কামনায় চেয়ে রইলাম।
রোকসানা খন্দকার রুকু।
আমরা সবাই একা। তাই নিজেকে খুব বেশি ভালো বাসা প্রয়োজন। ভালো থাকবেন ভাইয়া।
মোঃ মজিবর রহমান
ইনশাল্লাহ, আল্লাহ সবাইকে ভাল রাখুন।
তৌহিদ
আত্মপ্রেমে মশগুল প্রেমিকার কাব্য পড়ে মনে হলো, আমরা অনেকেই নিজেকে ভালোবাসিনা। অথচ এটাই হওয়া উচিত আগে।
দারুণ লিখেছেন আপু।
রোকসানা খন্দকার রুকু।
হ্যাঁ ভাইয়া তাই।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বেশ চমৎকার লেখা — অসহ্য পৃথিবীটা ভাললাগছে আবার,,
হ্যাঁ,যেখানে মৃত্যু কামনা ছিল,
আজ বাঁচতে ইচ্ছে করছে অনেকবছর ।
তুমি ছাড়া!!!!!
কারন?আমি প্রেমে পড়েছি আমার,আমার মনের,আমার আমিত্বের,আমার সওার।
ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু।
অনেক দেরিতে ধন্যবাদ দেবার জন্য ক্ষমাপ্রার্থী। ভালো থাকবেন।