
ফেসবুকীয় এই ভার্চুয়াল জগতে কবে কখন কীভাবে তাঁর সাথে যুক্ত হয়েছি ঠিক মনে নেই? একে অপরের লিস্টে থাকলেও ইনবক্সে যোগাযোগ হয়নি আমাদের। তিনি আমার কাছে আর আমি তাঁর কাছে অপরিচিতাই ছিলাম। যেটুকু চিনা জানা তা পোস্টে কমেন্টের মাধ্যমেই। অপরিচিত অচেনা অজানা উনি প্রথম একটা সাদা গোলাপ পাঠিয়ে দেন আমার ইনবক্সে। তারিখ ছিল ২/৭/২০১৯ সময় ১০:৫৪ পি এম। আমি শুধু একটা লাভ রিএক্ট দিয়েছিলাম। তারপর ৭/১২/২০১৯ তারিখে ৮:১২ এ এম একটা লাভ গিফট ইমোজি ফরোয়ার্ড করেন। তারপর একদিন আমি তাঁকে ভালোবেসে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠালাম। যথারীতি তিনিও লাভ রিএক্ট দিলেন।
একদিন উনি আবার নক করলেন।
আছো? তুমি সোনেলা ব্লগে লেখা শুরু করো প্লীজ।
-জ্বী আপু
মৃণালিনী মুক্তা, মনি কাশফিতাকে আইডি করে দিয়েছি ওরা লিখছে।
-আচ্ছা লিখবো আপু।
তোমার খুব ভালো লাগবে
-কীভাবে লিখবো
কি নাম দিয়ে আইডি বানাতে চাও বলো?
তারপর উনি জিসান ভাইয়ার সাথে পরিচয় করে দিলেন। আইডি হলো। লেখালেখি শুরু হলো। মানুষটার প্রতি অদ্ভুত ভালোলাগা শুরু হলো। তাঁকে খুব আপন মনে হতে থাকলো। দিনকে দিন মনে হতে থাকলো উনি আমার কত আপন, যেনো কত যুগ আগে থেকেই চিনি তাঁকে। ঐ হয় না কিছু অদেখা অজানা কিছু সম্পর্ক হয়ে উঠে আত্মার সম্পর্ক। তাঁর সাথে আমার সম্পর্কটাও তেমনই আমার মনে হয়। আপু যখন ব্লগে আমাকে আপনি করে সম্বোধন করেন আমার কেনো জানি খারাপ লাগতো। মনে হতো আমি বোধহয় কাছের কেউ নই। পরে জানতে পারলাম ব্লগে সবাইকে নাকি আপনিই বলতে হয়। যাক এ নিয়ে আর অভিমান পুষে রাখিনি।
সেদিন যখন জানলাম ব্লগের মিলন মেলা হবে। আমি দারুণ খুশি হয়েছিলাম আপুকে দেখতে পাবো। প্রিয় মানুষটির সাথে দেখা হবে। দুর্ভাগ্যবশত সেদিন আপু আসেন নি। দেখাও হয়নি। কিন্তু তাঁর সাথে আমার আন্তরিকতা আরো বেড়ে গিয়েছে। আমি তাঁর আন্তরিকতায়, মিষ্টি ব্যবহারে এতোটাই মুগ্ধ যে তাঁকে মিষ্টি আপু বলেই সম্বোধন করতে শুরু করি। আমি আপুর প্রিয় লেখকদের একজন এটা ভাবতেই কি আনন্দ হয় বলে বুঝানো সম্ভব নয়! উনি লেখক হিসেবে আর মানুষ হিসেবে খুব খুব প্রিয় আমার কাছে।
আজ সকালে নেট ওপেন করতেই নোটিফিকেশন এলো আপুর আজ জন্মদিন। ভাবলাম ব্লগে একটা শুভেচ্ছা পোস্ট লিখেই ফেলি। যেই ভাবা সেই কাজ।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর দোয়া রইল আপু। সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন। আর আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনার সম্পর্কে যথার্থ লেখার অযোগ্য আমি। তবুও ইচ্ছে হলো লিখতে। ধৃষ্টতা মার্জনা করবেন আপু। লাভ ইউ সো মাচ ❤❤❤
৫১টি মন্তব্য
জিসান শা ইকরাম
ব্লগার সাবিনা ইয়াসমিনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
আনন্দের মাঝে থাকুক উনি সারাক্ষন।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
এমন পোস্টের জন্য ছোটো আপুকে ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
মাছুম হাবিবী
এক বছর আগে যখন ব্লগে নতুন এসেছিলাম। তখন শুধু একজন ভাইয়্যার সাথেই পরিচয় ছিল আমার।তারপর, যে মানুষটির সাথে কমেন্টে প্রথম পরিচয় হয় তিনি হলেন ‘সাবিনা ইয়াসমিন আপু। উনার সাথে কোনোদিন কথা হয়নি, তারপরও এই মানুষটির প্রতি অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। উনার লেখালেখি অন্যের পোষ্টে মন্তব্য সবকিছু যেন পরিমার্জিত। আর এসব কারণেই এই আপুটিকে এত পছন্দ। আজকে সাবিনা আপুর জন্মদিনে ‘ছোট ভাই হিসাবে একটা কথাই বলবো। আল্লাহ্ যেন আপু অনেক বছর বাঁচিয়ে রাখেন।
শুভ জন্মদিন আপু, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মাছুম ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
আমাদের সবার প্রিয়, ভালোবাসার আপুটির আজ জন্মদিন। জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। আপনাকেও ধন্যবাদ তাকে নিয়ে এতো সুন্দর করে জন্মদিনের শুভেচ্ছা পোষ্ট দেবার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ সুপর্ণাদি,
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ দিদিভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
সাবিনা আপু তোমারি জন্মদিন
সোনেলায় থাকি উতফুল্লময়
পড়ার ভিতর জানিয়ে দিলাম ফুর্তিময়তা।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ধন্যবাদ মজিবর ভাই।
ভালো থাকুন, দোয়া ও শুভ কামনা রইলো 🌹🌹
মোঃ মজিবর রহমান
রাস্তায় বসে সিড়ি উঠানে ট্রেনের
পাইওলাম পোস্টক্ষানি পড়িলাম মাধুরিতে মনের
ভাল থাকিও আপু। শুভেচ্ছা নগন্যের।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
প্রদীপ চক্রবর্তী
শুভ জন্মদিন প্রিয় দিদি।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
আপনাকে নিয়ে লিখেই শেষ করা যাবেনা।
.
ধন্যবাদ জানাই সুরাইয়া আপুকে এত সুন্দর শুভেচ্ছা বার্তা শেয়ার করার জন্য।
সাবিনা ইয়াসমিন
অশেষ ধন্যবাদ প্রদীপ,
ভালো থেকো সারাক্ষণ, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
অসংখ্য ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
নীরা সাদীয়া
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, আনন্দে থাকুন।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ নীরা,
ভালো থেকো সারাক্ষণ, শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
প্রিয় বোন, প্রিয় আপুকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা, আপুকে নিয়ে কি বলবো, মাঝে মাঝে উনি বড় বোনের মতো, মাঝে মাঝে ছোটো বোনের মতোই নির্দেশনা যখন দেন তা আমি শিরোধার্য বলেই ঝাপিয়ে পড়ি সেই কাজে, এমনই আমার বোনটি, আপুর কথা লিখতে বসলে অনেক কথায় আসে, আমাদের খুবই জঠিল সময়ের কান্ডারী ছিলেন আপু এবং আছেনও।
আপুর উত্তরোত্তর সফলতা কামনা করছি।
ইঞ্জা
সুরাইয়া পারভীন আপু, সুন্দর এই শুভেচ্ছা পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন
ইঞ্জা
কৃতজ্ঞতা জানবেন আপু
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাইজান,
যা করতে পেরেছি সব আপনাদেরই অবারিত আন্তরিকতা আর স্নে্হশীল মনোভাবের কারনে।
ভালো থাকুন, দোয়া ও নিরন্তর শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
ভাইয়ের ভালোবাসা, স্নেহ সবসময় থাকবে আপু, দোয়া রইলো।
সুপায়ন বড়ুয়া
জন্মদিনে সাবিনা আপু
অনেক অনেক শুভেচ্ছা,
লেখার মাঝে বেঁচে থাকুন
গুনীজনদের সৎ ইচ্ছা।
লেখক আপুকে ধন্যবাদ। সুযোগ করে দেয়ার জন্য।
সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা,
আপনাদের ভালোবাসা আমার সেরা উপহার হয়ে থাকবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ জন্মদিনে ফুলেল শুভেচছা আপু।
আগামী দিনগুলো শুভ সুন্দর সুখী হোক। পাশাপাশি সুস্থ জীবন আর দীর্ঘায়ু কামনা করছি।
সাবিনা ইয়াসমিন
অল্প কিছুদিন হলো আপনার সাথে পরিচিত হয়েছি। এরই মধ্যে আপনার আন্তরিকতা আর মহানুভবতা দিয়ে আপন করে নিয়েছেন। অশেষ ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।
দোয়া, শুভ কামনা রইলো 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার মাধ্যমে এই ব্লগে আমার আগমন। আর এই প্ল্যাটফর্ম পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। ইতোমধ্যে আমার অনেকগুলো লেখা প্রকাশিত হয়েছে। সবার আন্তরিকতা, সুন্দর মতামত আমাকে কিছু লেখার জন্য প্রতিনিয়ত অনুপ্রাণিত করছে। এটা সম্ভব হয়েছে আপনার আমন্ত্রণের কারণে। আমি আপনার কাছে কৃতজ্ঞ বোন। শুভ কামনা অফুরান।
শবনম মোস্তারী
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা..আপু ❤❤
সারাজীবন অনেক আনন্দে কাটুক।
অনেক অনেক শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ শবনম,
সারাক্ষণ ভালো থেকো অবারিত ভালোবাসায় ❤❤
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভূতির প্রকাশ ————
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ লিটন ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুরাইয়া নার্গিস
শুভ জন্মদিন মিষ্টি আপু।
আপুর সাথে আমার ব্লগে পরিচয় তারপর আমার লেখার কমেন্টস তার মন্তব্য আমাকে মুগ্ধ করে।
ফ্রেন্ডলিস্টে এড করে নিলাম, আপু একদিন ইনবক্স করলেন আমার ভালো লেখার জন্য ধন্যবাদ দিলেন।
কথা বলার সাহস হয়নি তাই আমি ভালোবাসা স্বরুপ লাভ রিয়েক্ট দিলাম।
হয়ত আমাদেরও কথা হবে,হবে লম্বা আড্ডা যদি আপু ফ্রি থাকেন ☺
আবারও জন্মদিন শুভেচ্ছা রইল, দোয়া করি সুখে থাকুন।
জন্মদিন মানে বয়স কমে যাওয়া, আল্লাহ্ আপনার হায়াত বাড়িয়ে দিন।
সাবিনা ইয়াসমিন
ইনশাআল্লাহ কথা হবে, গল্পও হবে। আর আপনি অবশ্যই অনেক ভালো লেখেন।
ভালো থাকুন, শুভ কামনা ❤❤
রোকসানা খন্দকার রুকু।
জন্মদিনের শুভেচ্ছা রইল।অনেক অনেক ভালোবাসা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ, ভালোবাসা নিরন্তর ❤❤
তৌহিদ
সাবিনা আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। তিনি ব্লগের এমন একজন একজন হাসিখুশি ব্লগার যিনি সবাইকেই হাসিখুশি রাখতে চেষ্টা করেন।
আপনি এত সুন্দর করে তাকে নিয়ে লিখলেন দেখে ভালোলাগলো আপু। সহব্লগারদের নিয়ে লেখার এই ধারা অব্যাহত থাকুক সবার মাঝে। এতে আন্তরিকতা বৃদ্ধি পায়।
শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ তৌহিদ ভাই, আপনাদের অনুপ্রেরণা আর আন্তরিকতা আমার ব্লগ জীবনকে সুন্দর সজীবতা এনে দিয়েছে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
সেদিন আপনি বলেছিলেন সোনেলার অভিজ্ঞতা লিখতে পারেন..!
আমার পরিচয় সবাইকে নিয়েই লেখার ইচ্ছা আছে
ধন্যবাদ অশেষ ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন
তৌহিদ
আমার কথা রেখেছেন দেখে খুব খুশি হলাম আপু। আপনাকে নিয়ে গর্ব হয়।
সাবিনা ইয়াসমিন
@সুরাইয়া, প্রথমেই ধন্যবাদ দিচ্ছি এতো সুন্দর করে আমায় শুভেচ্ছা দেয়ার জন্যে। আসলে কি কমেন্ট দিবো ভেবে পাচ্ছি না। সোনেলাকে আমি ভালোবেসেছি নিজের মনের খোরাক যোগাতে। কিন্তু সোনেলা পরিবার থেকে এতোটা ভালোবাসা পাবো, এটা একদম অপ্রত্যাশিত ছিলো। চলতে চলতে সবাইকে আপন করে নিয়েছি, কিন্তু আমিও যে কখন সবার আপন হয়ে গেছি তা আজকে পোস্ট দিয়ে জানিয়ে দিলেন!! কিছু উপহার পাওয়া নিঃসন্দেহে আনন্দের, তবে আনন্দের পরিধি অসীম হয়ে যায় যখন প্রিয়জন থেকে পাওয়া হয়। জন্মদিনে নিজের প্রিয় লেখকের কাছ থেকে শুভেচ্ছা পেলাম, এই উপহার শুধু আনন্দের নয়, গর্বেরও।
অনেক অনেক ধন্যবাদ, ও ভালোবাসা।
ভালো থাকুন, সুস্থ সুন্দর নিরাপদে থাকুন।
দোয়া ও ভালোবাসা রইলো সব সময়ের জন্যে ❤❤
সুরাইয়া পারভীন
ভালোবাসায় কেবল পারে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখতে। আজ যেটুকু লিখতে পেরেছি সে তো আপনাদের ভালোবাসারই দান
কৃতজ্ঞতা অশেষ আপু ❤ ❤
ছাইরাছ হেলাল
আপনাদের ফেসবুক তো দারুন উপকারী! এত এত সুবিধাদি এখানে!
আপনার মত আমরাও তাঁর স্বাস্থ্যময় ঔজ্জ্বল্য কামনা করি।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
তাঁরই জন্য আমি আপনাদেরকে স্বচোক্ষে দেখতে পেয়েছি। আপনাদের সান্নিধ্য পেয়েছি।
ধন্যবাদ অশেষ
আরজু মুক্তা
জন্মদিন শুভ হোক।
পথচলা সুগম হোক
শুভকামনা
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
পর্তুলিকা
সাবিনা ম্যাডামকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। প্রতিদিন তার আনন্দে কাটুক প্রিয়জনদের সাথে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়