চিঠি আসে না

দালান জাহান ১১ জুলাই ২০২০, শনিবার, ১০:১২:৪৮পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

 

দু’টো সন্তান আর  একটি স্বামীর 

চৌকাঠ পেরিয়ে 

আসে না তোমার চিঠি আসে না

অথচ আমি অপেক্ষায় থাকি 

আজ কাল পরশু বছরের শেষ দিনটিও

তোমার জন্য কান্না করে সুখের শিশু

হাসে না তারা কভু হাসে না। 

 

কি একটা ছিলো কি একটা নেই 

তন্নতন্ন করে খুঁজি হৃদয় সিন্ধুক 

আলমারি উঠোন সারা ঘর

তটস্থ চোখে গৃহিণী বলে হারিয়েছে কী বলো

আমি কী তোমার এতোটাই পর ? 

কিন্তু আমি কী করে বলব

একুশ বছর ধুঁইনি যে শার্ট

লেগে আছে সেই গন্ধ যা তোমার ও চেনা। 

 

এ-ই যে এখন বিষন্ন বেলা 

বোকা মাছেরা করে যায় খেলা

আকাশেতে নোনা মেঘ আর ভাসে না

বহুদিন বহুবছর যায় চলে যায় 

দু’টো সন্তান আর একটি স্বামীর 

চৌকাঠ পেরিয়ে 

আসে না তোমার চিঠি আসে না

 

দালান জাহান 

১২.৬.২০

 

১২৩৩জন ৮১৩জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ