অসম শূন্যতা

শায়লা খান ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ০৯:১১:২৩অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

ঘুরেফিরে সেই একই জায়গায় দাঁড়িয়ে
একই প্রশ্ন উঁকি দেয় বারবার
কে আমি কোথায় আমার বাস….?
স্মৃতির আড়ালে ডুবে আছে আজ সব
আমি প্রতিদিন দেখি আমার সর্বনাশ
আজও হাতরে বেড়াই ডুবসাঁতারের দিনগুলো।

জীবনের প্রতিটি মোড়ে একটু থমকে দাঁড়াই
আর ভাবি এই চলার শেষ গন্তব্য কোথায়?
পায়ের তলায় চৌচির মরুপ্রান্তর
আকাশের পানে তাকিয়ে বৃষ্টির অপেক্ষায়
সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটে চলা
পারাপারের অপেক্ষায় যেমন এই আমি।

কখনো শূন্যে ভাসি শূন্যেই বাঁধি ঘর
থাকিনা আমি আমার মাঝে
শূন্যতার দহন জ্বালা কেবলই পুড়ায়,
চাওয়া-পাওয়ার ফর্দটা খুব বড় ছিলোনা
আজও তা ভাজ করাই পড়ে আছে
কালে কালে সময় গড়িয়েছে অনেক
দেনা পাওনার হিসেবগুলো কখনো মিলেনি।

তারিখ — ৪.৬.২০২০

৯৪১জন ৮১০জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ