
১:
বলেছিলে, একটা কিছু লিখো আমার জন্য!
একটা আকাশ চেয়েছিলাম বলে -দন্ডিত অপরাধী হয়েছি সেই কবেই!
এখন আমি আকাশ দেখি খালি চোখে।
পাখি হতে চেয়েছিলাম বলে, খসে পরা পালক গুণি তেপান্তরের ধারে।
বৃষ্টি চাইলাম বলে, চোখে ধরিয়ে দিলো বারোমাসি শ্রাবণ।
কি লিখবো আমি আর?
চড়ুই দেখি রোজ, ঘর বানিয়ে দিলাম বলে, আমায় ছেড়ে পালিয়ে গেলো!
২:
আমিও কইতে জানি এমন অনেক কথা
তবু না বলেই ফিরে চলে যাই:
আমিও বুঝতে পারি পোড়া মাটির জ্বলন;
চোখ ফিরিয়ে গল্প পড়ি।
যেখানে জ্বলে বোবা জোনাকির শেষ আলোটুকুর টিমটিমে নীলচে আলো!
আমি তার আলোয় পথ চিনে চলতে জানি!
আমিও বোবা হয়ে চোখখুলে ঘুমাতে শিখেছি
যে ঘুমে স্বপ্নদের মরতে দেখি।
৩০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
এই এক জীবনে কত কিছু শিখে যাই, কেউ-কেউ না কেউ শিখিয়ে দেয় কোন কিছু না চাইতেই। বিনিময় দিতে দিতে একদিন নিঃস্ব হয়ে যাই, তবুও শেষ হয়না শেখার। প্রাপ্তির নুড়ি গুলো দেখতে দেখতে একদিন ভুলে যাই আমিও গুনতে জানতাম!
কতকিছু বলতে ইচ্ছে করছে ময়না, কিন্তু তোমার মতো করে এখনো বলতেই শিখলাম না 🙁
কিন্তু তুমি জানো আমি বোবা নই, শুধু প্রকাশের বাক্য গুলো অধরায় থেকে যায় 🙂
ভালো থেকো, নিরন্তর ভালোবাসায় ❤❤
বন্যা লিপি
কেউ বলে জীবনটা অনেক বড়- আবার কেউ বলে জীবন তো ক্ষনিকের!
কারো কারো জীবন ইলাষ্টিকের মতো লম্বা হতে থাকে টানাপোড়েনে! সে জীবন যার যেমনই হোক, কতকিছু শিখতেই হয় জীবনের সফল গল্প লিখতে।
একদিন আমিও গুণতে জানতাম…..
আমি জানি তুমি কথা কওয়া ময়না আমার😊 যাই বলো তাই তো ঢের প্রাপ্তি।
ফুরাবে না আমৃত্যু ভালবাসা❤❤💕💕
ফয়জুল মহী
অনুপম, অতুলনীয় লেখা।
বন্যা লিপি
অনেক ধন্যবাদ মহী ভাই
ভালো থাকবেন।
সিকদার সাদ রহমান
গুচ্ছাকার অনুভুতি পাঠ পূর্বক অবগত হইলাম কবি হৃদয়ে অনেক ভালো বাসার সঞ্চার ঘটিয়া তাহা পুনঃপুনঃ জমাট বাঁধিয়া রহিয়াছে। উক্ত হীম শীতল ভালবাসার দরুন কবি হৃদয়ের শ্বাস প্রশ্বাস জিনিত সমস্যার সাথে বুকে ঈষৎ চিন চিন ব্যথা অনুভব করিতেছেন। আমরা সকলে কবির আশু মানসিক স্বাস্থ্য বিকাশ এবং কবিতার বাম্পার ফলনের কামনা করছি।
বন্যা লিপি
জনাব সাদেকুর রহমান কবিবর: যথাবিহিত সন্মানপূর্বক আপনার অবগতির জন্য জ্ঞাত করাইতে ইচ্ছা পোষণ করিতেছি যে, এইখানে আপনে কবি বলিয়া কটাক্ষ হেতু বাক্য ব্যাবহার না করিলেও পারিতেন।
লিখা লিখিয়া ছাড়িয়া দিবার পর, পাঠক মন যাহা বুঝিবে, সেই বোঝাবুঝির দায়দায়িত্ব লেখক বহন করিতে অপারগতা প্রকাশ করিলো। আপনার সুচিন্তত মন্তব্যের জন্য অধিক কৃতজ্ঞতা জানাইতেছি।
আপনার লেখার বাম্পার ফলন দেখিবার প্রত্যাশায় শুভ কামনা জ্ঞাপন করিতেছি।
সদা ভালো থাকিবেন😊😊
সিকদার সাদ রহমান
হা হা হা হা
সিকদার সাদ রহমান
অসাধারণ মন্তব্য কবি! 🤣
বন্যা লিপি
দারুন প্রকাশ কবিবর😂😂😂
সুপর্ণা ফাল্গুনী
জীবন ক্ষণস্থায়ী যখন কোন কিছু না বুঝেই চলে যেতে হয় তখন বোবা কান্নাই সার। আমরা যা চাই তা ঠিকই পাই কিন্তু সেটা কখনো ভালো কখনো খারাপ, কখনো অল্প বা বেশী । সরাসরি কখনোই কিছু পাওয়া হয়না। এটাই হয়তো বিধাতার লীলা। খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো
বন্যা লিপি
প্রাপ্তি অ-প্রাপ্তির খেরো হিসেব ছোটদি ভাই। ভালো থাকবেন।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
কাব্যপাঠে বেশ অনুপ্রাণিত কবি দিদি
বন্যা লিপি
ইহা একটি প্রেরনাদায়ক মন্তব্য।ধন্যবাদ।শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
কাব্যপাঠে কবির কত ভাবনা।
স্বপ্ন দেখে বাঁচতে হবে শিখতে হবে আরও বহু।
কিন্তু নিয়ম করে তা পেরে ওঠা আমাদের সম্ভব হয় না কখনো কখনো!
নদীর বুকে কান পেতে রাখলে যেমন নারীর কষ্টের কান্না শুনতে পাওয়া যায় তেমনি আকাশের দিকে চোখ রাখলে শুনা যায় শত সহস্র দিকভ্রান্তে উড়ে যাওয়া বিবাগী পাখির উদাসীনতা।
.
ভালো থাকুন দিদি।
বন্যা লিপি
ছোট বা বড় যাই হোক এ জীবন শেখার পাঠশালা। প্রাপ্তি অ-প্রাপ্তির যোগফল হয় না কখনো।
ধন্যবাদ দাদাভাই।
শুভাশিস রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
খুব ভালো লেগেছে। দারুণ প্রকাশ — বৃষ্টি চাইলাম বলে, চোখে ধরিয়ে দিলো বারোমাসি শ্রাবণ।
কি লিখবো আমি আর?
চড়ুই দেখি রোজ, ঘর বানিয়ে দিলাম বলে, আমায় ছেড়ে পালিয়ে গেলো!
— শুভেচ্ছা রইলো কবি।
বন্যা লিপি
এক জীবনের প্রতি সিঁড়িতে কতরকম দৃশ্য থাকে! চিত্রায়নে আর কত ধরে?
ভালো থাকবেন সবসময়।
ধন্যবাদ।
ইঞ্জা
গুচ্ছানুভূতি অসাধারণ লাগলো আপু।
বন্যা লিপি
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ভাইজান।
ভালো থাকবেন সবসময়।
ইঞ্জা
দোয়া রাখবেন আপু। 😊
সঞ্জয় মালাকার
দিদি গুচ্ছানুভূতি অপূর্ব লাগলো,
ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
ভালো থাকবেন দাদা সবসময়।
শুভ কামনা নিরন্তর।
ফয়জুল মহী
মনোরম লেখা ।
বন্যা লিপি
অশেষ ধন্যবাদ মহী ভাই। আপনি দুবার মন্তব্য করেছেন। আসলে কি আপনি ভুলে গেছিলেন? আপনি আসলে লেখা পড়েছেন কি?
তৌহিদ
মনের সব ইচ্ছে সবসময় পূরণ হয়না। নারীর স্বাধীনভাবে চলাফেরা করাটা এ সমাজ এখনো মেনে নিতে পারেনি। চাইলে সব পাওয়াও যায়না। যেমন দেখুননা- কোথাও বৃষ্টি হচ্ছে আর এখানে প্রচণ্ড গরম।
কিছু সময় চোখ কান খোলা রেখেও ঘুমোতে হয়। অদৃশ্য শেকলে বন্দী জীবন। তবে হাঁটাচলাটা শিখে নিয়েছেন জেনে ভালো লাগলো।
গুচ্ছ কবিতা দারুণ হয়েছে আপু। ভালো থাকুন।
বন্যা লিপি
সর্বজনে কিছু না কিছু প্রাপ্তি অ-প্রাপ্তির হিসাব থেকেই যায়। বিয়োগেরও একরকম যোগফল দাঁড়িয়েই যায়। ফলাফলটাই চরম প্রাপ্তি করে নিতে জানলে ঘুমিয়েও চোখ খোলা রাখাই যায়।স্বপ্ন কেবলই একমাত্র সুন্দর বাক্য বৈ কিছু নয়।
ভালো থাকবেন ভাই। শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
“আমিও বোবা হয়ে চোখখুলে ঘুমাতে শিখেছি
যে ঘুমে স্বপ্নদের মরতে দেখি।”
সুন্দর একটি আবেগময় মিষ্টি কবিতা পড়লাম
ভাল লাগলো। শুভ কামনা।
বন্যা লিপি
এই আমি*টা সার্বজনীন ভাবতেই ভালো লাগবে। ভেবে দেখবেন।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
“আমিও বোবা হয়ে ঘুমোতে শিখেছি
যে ঘুমে স্বপ্নদের মরতে দেখেছি। ”
কি লিখলেন আপু!
একজীবনেে পরিস্থিতি সময় আমাদেরকে কতোকিছু শেখায়।
দারুণ লিখেছেন।
ভালো থাকুন শুভকামনা রইল।
বন্যা লিপি
আমিও কিন্তু সেটাই বলতে চাইলাম” এক জীবনে আমরা কতকিছু শিখে যাই!”
সাময়িক বা সমসাময়িক পরিস্থিতীর কলেবরে ভাবুন তো একটু! সব ক্লিয়ার।
শুভ কামনা আপু🌹