মনোজাগতিক নানাবিধ সংমিশ্রণতার এক অদ্ভুত অনুষঙ্গ।কোন সীমারেখা দ্বারা আটকে রাখার উপায় নেই।এই আকাশে তো এই পাতালে,এই স্বর্গে আবার এই মর্তে ।
ধারণা করা যায় ভাবনার সাথে সময় এবং মানুষের বয়সের সম্পর্ক থাকতে পারে। কোন নির্দিষ্ট সময় বা বয়সে এসে এর সহবাস শুরু হয়-যেন শঙ্খচূড়ের সহবাস ।
আমারা সাধারণত প্রায়োগিক অর্থে ভাবনার ভিন্ন ব্যবহার করিনা। চিন্তা এবং ভাবনাকে একই অর্থে ব্যবহার করি। সচরাচর ‘চিন্তা -ভাবনা’ এভাবে একত্রে বলতে বা লিখতে পছন্দ করি। আদতেই কি শব্দ দুটি এক ?
চিন্তা -ভাবনা বা ভাবনা-চিন্তা বিষয়টি একটি বিমূর্ত রূপ। তবে একে অপরের পরিপূরক।
মানুষের দৈনন্দিন কর্ম ও উদ্বেগের পারস্পরিক মিথস্ক্রিয়া ।
যদি এভাবে ভাবা যায় ভাবনা -positive আর চিন্তা -negative. (হয়তো ঠিক হবে না,বৈপরীত্য ও হতে পারে )ভাবনা স্বতঃস্ফূর্ত, ব্যক্তির মাঝে আপনা আপনি আসে।অপরদিকে চিন্তা আরোপিত, জাগতিক যে আন্তঃব্যক্তিক (interpersonal) চাপ তার ফলস্বরূপ চিন্তার আবির্ভাব ।আবার যদি relate করতে চাই অতি ভাবনা শেষ পর্যন্ত চিন্তায় রূপ নিতে পারে।
তবে শেষ কথা চিন্তায় ,ডানা মেলা যায় না … চিন্তায়, নীল দিগন্তকে অনুভব করা যায় না…
১২টি মন্তব্য
ফয়জুল মহী
মননশীল প্রকাশ । শুভেচ্ছা ও শুভ কামনা।
সাজেদুল হক
ধন্যবাদ। ভালো লাগলো শুনে ।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ভাবনা নিয়ে এতো সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ দারুন লাগলো। ভালো লেগেছে ভাইয়া। শুভ কামনা রইলো
সাজেদুল হক
এই অনুপ্রেরণায়ই কিছু লিখে যাই।
অনেক ধন্যবাদ। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভূতি ————-
সাজেদুল হক
ধন্যবাদ।
ভালো থাকবেন। শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চিন্তা আর ভাবনার পারস্পরিক সম্পর্ক আর বৈপরীত্য নিয়ে সুন্দর চিন্তার প্রকাশ।
ভালো থাকবেন। ধন্যবাদ।
সাজেদুল হক
কৃতজ্ঞতা।
ভালো লাগছে আপনাদের সাহচর্য।
ভালো থাকবেন।
আরজু মুক্তা
দারুণ বললেন।
কবিতায় আছে না, “চিন্তার রেখা দেখা দিলো তার ভালে”
অতএব ভাবনাই ভালো। সাত রঙা আকাশে পাখা মেলে বেড়ানো যায়।
সাজেদুল হক
ঠিকই বলেছেন।ভাবনাতেই মেলে পাখা ইচ্ছেমতো উড়া যায়,ঘুরা যায়।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনার ভাবনা বিশ্লেষণ পড়ে ভাল লাগল।
হৃদয়ের দেবদারু সুখ কিন্তু আমাদের চাওয়ায় থাকেই।
সাজেদুল হক
জ্বী।চিন্তার রেখা দূরে ঠেলে
ভাবনাই থাক।
শুভ কামনা।