
আমায় রাগালেই যদি, ভাঙালেনা কেন?
একটু ভেবে দেখো, এ তো রাগ নয় অভিমান,
রাগটাতো কেবল বাহ্যিক আবরণ।
ভেতরে ভেতরে বাজি শত বীণার বীণে,
উপচে পড়ি তোমার অনুভূতির শিথানে।
তুমি ও কি জেগে উঠা চরে আশার উল বুননি?
মিথ্যে বলোনা, আমি তোমায় পড়তে জানি।
আমার হিয়ার ব্যাকুল দিয়া তুমি জ্বালোনি?
আমিতো জ্বলতে শিখিনি এ বিদ্যে তোমার,
চড়া সুদে পেয়েছি ধার।
আমি ছিলাম পুরোদস্তুর আনাড়ি,
শান্তির জল ছিটিয়ে নিভাও বহ্নির বাড়াবাড়ি!
আমায় রাগালেই যদি কেন ভাঙাওনি?
আমি যে তোমার অবুঝ প্রিয়া অভিমানী।
তুমি ও কম যাওনা সেও বেশ জানি।
০২/০৭/২০২০ইং
২৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
রাগ আর অভিমানের দারুন সম্মিলন।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্যে।
শুভেচ্ছা রইলো ভালো থাকুন ।
প্রদীপ চক্রবর্তী
দারুণ অভিমানী কবিতা।
ভালোবাসায় অভিমান থাকা ভালো।অহংকারী হওয়া ভালো নয়।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
অহংকার তো নেই ভাই।
সবটাই ভালোবাসা।
আপনাকে ও অনেক শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
রাগ , অভিমানের অর্থ বুঝলাম। খুব ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন
খাদিজাতুল কুবরা
দিদি আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
আপনি ও খুব ভালো থাকুন শুভকামনা রইল।
ফয়জুল মহী
অত্যন্ত চমৎকার লেখনী । মুগ্ধ হলাম ।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় সুহৃদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অভিমানীর দারুণ অভিমান — আমায় রাগালেই যদি কেন ভাঙাওনি?
আমি যে তোমার অবুঝ প্রিয়া অভিমানী।
তুমি ও কম যাওনা সেও বেশ জানি।
— শুভ কামনা রইলো ।
খাদিজাতুল কুবরা
গঠণমূলক মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম জনাব।
আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকুন শুভকামনা রইল
খাদিজাতুল কুবরা
সবসময় অনুপ্রাণিত করার জন্যে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভালো থাকুন শুভকামনা রইলো প্রিয় সুহৃদ ।
সাবিনা ইয়াসমিন
যে রাগ আর অভিমানের পার্থক্য বোঝে না তার সাথে ভালোবাসার বন্ধন দৃঢ় হয় না। আক্ষেপ আর উপেক্ষাতেই নিঃশেষ হয়ে যায় অনুরাগের সব কথন।
কবিতা খুব ভালো লাগলো 🙂
ভালো থাকুন সারাক্ষণ,
শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
খুব সত্যি কথাগুলো লিখেছেন আপু।
এটাই বাস্তবতা।
আন্তরিক ধন্যবাদ আপু।
শুভেচ্ছা রইল।
সুপায়ন বড়ুয়া
“আমায় রাগালেই যদি কেন ভাঙাওনি?
আমি যে তোমার অবুঝ প্রিয়া অভিমানী।
তুমি ও কম যাওনা সেও বেশ জানি। “
খুব সুন্দর তো মনোযোগ দিয়ে পড়ছিলাম।
রাগ অভিমানের এই নিত্য খেলা
কতদিন চলে তা যায় না বলা।
ভাল লাগলো। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
দাদা আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
আপনার জন্য ও আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা রইলো।
আলমগীর সরকার লিটন
সত্যই চমৎকার ভাবনা বুননা কবিতা কবি দা
খাদিজাতুল কুবরা
আমি কিন্তু দা নই দিদি।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
জিসান শা ইকরাম
অতিরিক্ত যুক্তিহীন অভিমান কিন্তু ভালো না আবার। সেটা তখন এক ধরনের নির্যাতন হয়ে যায়।
রাগ আর অভিমান নিয়ে কবিতা ভালো হয়েছে।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন।
সম্পর্কের রসায়নেে মাত্রাটাই সুখীী দাম্পত্যের পূর্বশর্ত।
আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমার ও খুব ভালো লাগলো।
অফুরন্ত শুভেচ্ছা রইলো।
আরজু মুক্তা
কই যে গেলেন উনি
আসুন তাড়াতাড়ি
ভাঙ্গুন অভিমান।
বিলান ভালোবাসার সারি
খাদিজাতুল কুবরা
আপু ঘরেই আছে তাই তাড়া নেই।
ঘরের বৌ যাবে কৈ?
সে ভয় ও নেই,
তাই আর কি বুঝেও বোঝে না।
ভালো থাকুন আপু।
তৌহিদ
মান অভিমান না হলে প্রেম ভালোবাসা ঠিক জমেনা কিন্তু। একজন অভিমান করলে অন্যকে এগিয়ে আসতে হয়।
সুন্দর লেখা পড়লাম আপু। ভালো থাকুন।
খাদিজাতুল কুবরা
চমৎকার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
আপনি ও ভালো থাকুন শুভকামনা রইলো।