তোমায় ভেবে

সিকদার সাদ রহমান ৪ জুলাই ২০২০, শনিবার, ০৭:৩৭:২১অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

মরছে খুঁজে  হন্যে হয়ে পুরো শহর

তোমায় ভেবে মুর্দা মনের হয়নি কবর

বৃষ্টি বেলায় তোমার আঁচল ছোয়া যে মন

ভীষণ আমার কষ্ট লাগে, কেনো এমন?

 

রাত্রি বেলা নিদ মেলাতে তোমায় দেখি

দোপাট্টা খান উড়ায় আমায়, হচ্ছে টা কি?

তরুন আমার একলা লাগা সময় গুলো

তোমায় ভেবেই হচ্ছে প্রহর এলোমেলো।

 

দূর্বা গুলো এমন কেনো তাকিয়ে থাকে,

পরশ তোমার লাগবে বলে আমায় ডাকে।

কৃষ্ণচূড়ার লাল রং টাও মেকি লাগে

তোমার কথাই ভাবতে শুধু ভালো লাগে!

 

খুঁজছে তোমায় মোহন সুরে হাজার তরুণ

এই ভেবে আমার যে হাল, বড়ই করুণ!

আমার একলা মনে তোমায় নিয়ে দোকলা থাকি

ভর দুপুরে আস্তে করে তোমায় ডাকি।

৭১৬জন ৬৫৩জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ