তুমিময় !

মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ২৭ জুন ২০২০, শনিবার, ০৬:২১:২০অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

তুমি আমার প্রেমময় ভালবাসা।
তাতেই পাই বেঁচে থাকার আশা-ভরসা।

তুমি আমার প্রাণ ভ্রোমরা হৃদয়-মন।
তাই থাকো তুমি অনুভবে আমার সারাক্ষণ।

তুমি আমার প্রিয় সখা প্রাণ সজনী।

তোমারই ভাবনায় কেটে যায় দিবস ও রজনী।

তুমি আমার সুখ দুঃখ পাখির কলতান।

তাই দুঃখ ভুলে গাই সুখী জীবনের জয়গান।

 

তুমি আমার নয়নের আলো নয়নের তারা।

তাই অবাবস্যার অন্ধকারেও হই না পথহারা।

তুমি আমার আনন্দ উচ্ছ্বাস আর বিশ্বাস।
বেঁচে আছি সেই ভরসায় নিয়ে প্রতিটি নিঃস্বাস।

 

তুমি আমার ভালবাসার লাল গোলাপ।
জীবন যুদ্ধের কাঁটার আঘাতের অনন্য প্রলেপ।

তুমি আমার সুখের ক্ষণ আশার কিরণ।
সেই আনন্দে কেটে যায় আমার সারা দিনমান।

তুমি আমার আঁধার নও সুন্দর ভোরের অনন্য আলো।
সেই আলোর ঝলকানিতে কেটে যায় জীবনের অন্ধকার কালো।

তুমি আমার জীবন মরণ  সুখ আনন্দ বেদনা।
বুঝতে পেরেছি তুমিই আমার শেষ ভরসা সুখেরই ঠিকানা।

 

তুমি আমার প্রাণেশ্বরী ফুলেশ্বরী হৃদয়ের রাণী।

ভালবাসায় ভরপুর প্রেমময় অমর প্রেম-কাহিনী।

৫৫৬জন ৪১৫জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ