কেবলমাত্র দুইটি চাওয়া

নিরব সাগর ২৬ জুন ২০২০, শুক্রবার, ০৯:২৩:৪৭পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

প্রিয়তমা তোমাকে এখনও চাই আগের মত। তুমি হও নি বলেই হয়নি আমার পরিবার, এখনো আমি পাতিনি সংসার ।

তুমি আমার হলেই হবে আমার সংসার। তারপর কপালে গামছা বেঁধে শক্ত কব্জিতে চেপে ধরবো সংসারের মুঠি।

 তুমি আমি দুজনে মিলে গড়ে তুলব অমরাবতী। গড়াবো আমাদের অদূর ভবিষ্যৎ। সংসার পরিবারের মায়ায় আটকা পড়বো আমি ।

আর যদি তা না হয়, তাহলে কপালে লালসালু বেঁধে, সাধন সেধে চলে যাব লোক লোকান্তর,বাস করবো তেপান্তর।

যেখানে দুনিয়ার কোন রঙ্গ তামাশা নেই,নারীর  অনুষঙ্গ নেই।নেই ভব সংসারে কোন মায়া,পার্থিব জীবন কেবলি ছায়া।

অতঃপর জীর্ণ বেশে পাগল সেজে পথে পথে  ঘুরে বেড়ান। সংসারের মায়া ছেড়ে জীবনকে বানানো এক জীবন্ত শ্মশান।

 এক জীবনে আমার কেবলমাত্র দুইটি চাওয়া। হয় সংসার পাতন, নয়তো সাধকের সাধন। আমার আর কোন চাহিদা নেই।

৬৫৭জন ৫৩৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ