
প্রিয়তমা তোমাকে এখনও চাই আগের মত। তুমি হও নি বলেই হয়নি আমার পরিবার, এখনো আমি পাতিনি সংসার ।
তুমি আমার হলেই হবে আমার সংসার। তারপর কপালে গামছা বেঁধে শক্ত কব্জিতে চেপে ধরবো সংসারের মুঠি।
তুমি আমি দুজনে মিলে গড়ে তুলব অমরাবতী। গড়াবো আমাদের অদূর ভবিষ্যৎ। সংসার পরিবারের মায়ায় আটকা পড়বো আমি ।
আর যদি তা না হয়, তাহলে কপালে লালসালু বেঁধে, সাধন সেধে চলে যাব লোক লোকান্তর,বাস করবো তেপান্তর।
যেখানে দুনিয়ার কোন রঙ্গ তামাশা নেই,নারীর অনুষঙ্গ নেই।নেই ভব সংসারে কোন মায়া,পার্থিব জীবন কেবলি ছায়া।
অতঃপর জীর্ণ বেশে পাগল সেজে পথে পথে ঘুরে বেড়ান। সংসারের মায়া ছেড়ে জীবনকে বানানো এক জীবন্ত শ্মশান।
এক জীবনে আমার কেবলমাত্র দুইটি চাওয়া। হয় সংসার পাতন, নয়তো সাধকের সাধন। আমার আর কোন চাহিদা নেই।
১৮টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাহ চমতকার। শুভ কামনা রইল।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়।
বন্যা লিপি
হয় সাধক নয় সাংসারিক! এ ভীষণ বড় টাইপ হুমকি।
নিরব সাগর
হুমকি নয় প্রিয়জন, একান্ত চাওয়া।
সুপর্ণা ফাল্গুনী
বাপরে কি প্রেমিক! আমরা সবাই চাই আপনার প্রিয় মানুষের সাথে ই সংসার হোক। সাধক চাইনা । আপনি ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
নিরব সাগর
আমিও সেটাই চাইছি।ধন্যবাদ প্রিয়
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর , অপরিসীম ভালো লাগলো।
নিরব সাগর
ঋণী করে ফেলছেন দিন দিন।শুভেচ্ছা নিবেন,শুভ কামনা নিরন্তর
পার্থ সারথি পোদ্দার
সাধনায় জীবন বড় কষ্টের।এর চেয়ে সংসারই ভালো।এটাই পূর্ণ হোক,তাই কামনা করি।
নিরব সাগর
সবাই তো প্রিয়জনকেই পাশে পেতে চায় ।না পেলে কিছু করার থাকে না ।
খাদিজাতুল কুবরা
দারুণ নিবেদন আছে কবিতায় ।
খুব ভালো লাগলো।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়, অনুপ্রাণিত হলাম।
সাবিনা ইয়াসমিন
বাহ, সুন্দর করে লিখেছেন। প্রিয়তমা বা অনির্দিষ্ট পথের পথিক। অপশন দুইটা, কিন্তু নিতে হবে যেকোনো একটাই।
শুভ কামনা 🌹🌹
নিরব সাগর
আমিও একটা পথ আপন করতে চাই প্রিয়।
শুভ কামনা রইলো প্রিয়।
হালিম নজরুল
লেখাটি খুব ভাল লেগেছে। তবে ছবিটি নয়। কেননা ধুমপানের ছবি আমি সাপোর্ট করি না।
নিরব সাগর
আমি দুঃখিত প্রিয় অগ্রজ। ছবিটা এখানে একটু ভাবনা প্রকাশের প্রতীক হিসেবে ব্যবহার করেছি মাত্র। কাউকে কষ্ট দেবার কারণ হবে জানলে দিতাম না।
জিসান শা ইকরাম
যে কোনো একটিকেই গ্রহন করতে হবে,
তবে আশা ভঙ্গ হয় অধিকাংশ ক্ষেত্রে।
ভালো কবিতা।
শুভ কামনা।
নিরব সাগর
আশা বেঁধে রাখছি প্রিয়।