
একটুখানি ভালোবাসা আমিও চাই!
সুখ তরীতে ভেসে ছেঁড়া দ্বীপে যাবার সাধ আমারো হয়!
কিন্তু আমি এও জানি এসব আমার জন্য নয়!
জন্ম থেকে দেখছি নিয়তি আমায় নির্বাসনে পাঠিয়েই
বেশি খুশি হয়…!
আমিও রক্তে মাংসে মানুষ, তাই রাগে- অনুরাগে,
সাধে – আহ্লাদে আপ্লূত হই!
ভালোবাসার চাদর মুড়ে একটু উষ্ণতা চাই!
তবে এ আমার শেষ সত্যি নয়,
ভালোবাসা ছাড়াও আমি দিব্যি বাঁচতে পারি
সহস্র শতাব্দী, আমার কিসের হারানোর ভয়?
আমার শীত কাটে অবহেলার চাদর গায়ে জড়িয়ে!
গীষ্ম কাটে গনগনে রোদে তীর্যক দাবদাহে পুড়িয়ে!
বর্ষায় আমার ঘরের চালের ফাঁকে বৃষ্টি ছুঁইয়ে পড়ে!
আমায় কি আর ভয় পেলে চলে কালবৈশাখী ঝড়ে?
ফুল আর নারীর নাকি খুব অন্তমিল!
মাঝে মাঝে ভাবি তবে আমার অন্তমিল কোন ফুল?
পদ্ম নই, রজনীগন্ধা নই, বেলী নই, গোলাপ ও নই!
আমি বোধহয় নীল অপরাজিতা!
আমায় কি আর ফুলদানিতে শোভা পায়?
আমার জীবন নিয়ে কোনো আপসোস ও নেই!
অদ্ভুত হলেও সত্যি!
আমার না পাওয়ার যন্ত্রণা, কষ্টগুলো আমায় শক্তি যোগায়, আত্মবিশ্বাস এনে দেয়!
উল্টো স্রোতে টিকে থাকার মন্ত্র শেখায়!
আমি নীল অপরাজিতা!
নীল বেদনাতেই আমায় মানায়!!
১৭/০৫/২০২০ইং
২৬টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাহ, দারুণ লিখেছেন। ক্ষোভ আক্ষেপ ভালবাসা অনেককিছুই প্রকাশ পেয়েছে। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
আন্তরিকধন্যবাদএবংকৃতজ্ঞতাজানবেনপ্রিয়সুহৃদ
সাবিনা ইয়াসমিন
বাহ! দারুন কবিতা।
নিজের অন্তমিল খুঁজেপেতে নীল অপরাজিতাকে আপন করে নেওয়া! শেষটায় নীল অপরাজিতাকেই ধারণ করা নিজের মাঝে। খুব সুন্দর লিখেছেন।
স্বাগতম আপনাকে সোনেলা পরিবারে,
আরও লিখুন।
শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
ভীষণ অনুপ্রাণিত হলাম আপ।
আপনাকে অনেক ধন্যবাদএবং শুভেচ্ছ।
ছাইরাছ হেলাল
আপনার নাম দেখে তো ভয় পাচ্ছি !
স্বাগত আপনি এখানে।
আপনি তো অনেক ভাল কবিতা লেখেন !!
লিখুন লিখুন, নিয়মিত।
খাদিজাতুল কুবরা
ভীষণ অনুপ্রাণিত হলাম।
আপনাকে অনেক ধন্যবাদএবং শুভেচ্ছ।
নাম দেখে ভয় পেয়েছেন, আমি দুঃখিত বাবা মা’র রাখা নাম।
আমার কোনো হাত ছিলো ন।
এবং নিজের নামটিকে আমি খুব ভালোবাস।
জিসান শা ইকরাম
স্বাগতম আপনাকে সোনেলার উঠোনে।
খুব সুন্দর একটি কবিতা নিয়ে এলেন প্রথমেই।
নিয়মিত লিখুন, অন্যদের লেখাও পড়ুন।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদএবংকৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়া।
আমি পড়তে ভালোবাসি। আশা করছি ইনশাআল্লাহ সোনেলাতে সুন্দর সময় কাটাতে পারবো।
সুপর্ণা ফাল্গুনী
স্বাগতম আপনাকে সোনেলার আঙ্গিনায়। সুন্দর লিখেছেন। এগিয়ে যান সাথেই আছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
খাদিজাতুল কুবরা
উৎসাহিত করার জন্যে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন আপ।
আরজু মুক্তা
স্বাগতম আপু।
বেদনার নীল না হয়ে, আকাশের মতো বিশালতার নীল হয়ে যান।
ভালো লাগলো
খাদিজাতুল কুবরা
একরাশ ভালোবাসা রইলো আপ।
নিশ্চয়ই আপনার পরামর্শ আমার মনে থাকবে।
আপনার বন্ধুত্ব পেয়ে আমি আপ্লূ।
আরজু মুক্তা
ধন্যবাদ
ফয়জুল মহী
অত্যন্ত চমৎকার লেখনী । মনোমুগ্ধকর প্রকাশ ,
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় সুহৃ।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় সুহৃদ।
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য কাব্যকথন।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবে।
সুরাইয়া নার্গিস
খাদিজাতুল কুবরা খুব সুন্দর একটা নাম অবশ্যই অর্থবহ।
শুভ কামনা নামটা আরো উজ্জল ভাবে স্বায়ীত্ব লাভ করুক সুন্দর কোন সম্মানীয় স্থানে।
স্বাগতম প্রিয় পরিবারে, চমৎকার লিখেছেন উপরে সবার মন্তব্য পড়ে বুঝতে পারলাম।
সত্যি বলছি আপু আপনার লেখা পড়ে মুগ্ধ হলাম, এখানে আমিও নতুন সবার ভালোবাসায় ধন্য।
দোয়া রইল সোনেলার সাথে আপনার এই পথচলা আরো সমৃদ্ধ হোক।
খাদিজাতুল কুবরা
আপনার উৎসাহ ব্যাঞ্জক মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম বন্ধু।
ভালো থাকুন শুভকামনা নিরন্তর ।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি আপু
অনেক শুভেচ্ছা রইল————-
খাদিজাতুল কুবরা
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো প্রিয় সুহৃদ ।
তৌহিদ
সোনেলায় স্বাগতম। প্রথমেই চমৎকার একটি কবিতা নিয়ে এলেন দেখে ভালো লাগলো। নিজের জীবন নিয়ে খুব কম মানুষই সুখী হতে দেখা যায় সেক্ষেত্রে আপনি ভাগ্যবতী। অন্তত আপনার লেখায় তাই জানলাম।
ভালো থাকুন সবসময়।
খাদিজাতুল কুবরা
আমার লেখা এবং আমার সম্পর্কে সুন্দর ধারণা পোষণের জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
জানবেন ।
ভালো থাকবেন ।
হালিম নজরুল
আমিও রক্তে মাংসে মানুষ, তাই রাগে অনুরাগে,
সাধে আহ্লাদে আপ্লূত হই!
———দারুণ কথা।
খাদিজাতুল কুবরা
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
ভালো থাকবেন শুভকামনা নিরন্তর।