
ইচ্ছে করে বিশাল আর সুনীল আকাশে পাখির মতো উড়তে। আর উড়তে।
ইচ্ছে করে আকাশের বিশালতার স্পর্শ গায়ে মেখে উদার আর বিশাল হৃদয়ের অধিকারী হতে।
ইচ্ছে করে আকাশের বিশালতার মতো মানুষের সংকীর্ণ মানসিকতাকে দূর আর নির্মূল করে দিতে।
ইচ্ছে করে সুনীল আকাশের মুগ্ধতার ছোয়ায় মানুষের মনকে পূতপবিত্র করে দিতে।
ইচ্ছে করে আকাশের বিশালতার মতো মানুষের ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া বিবাদ বিস্মবাদ দূর করে দিতে।
ইচ্ছে করে বিশাল আকাশের কাছে ক্ষুদ্র মানুষের মনের মিথ্যে দম্ভ অহংকারকে দূরীভূত করে দিতে।
ইচ্ছে করে আকাশের বিশালতার মতো শুধু নিজেকে নিয়েই নয় মানবজাতির জন্য অবদান রাখতে উদবুদ্ধ করতে।
ইচ্ছে করে আকাশের বিশালতার মতো মানুষকে মানবজাতির কল্যাণে মংগলে হৃদয়কে বৃহৎ আর মহত করে দিতে।
ইচ্ছে করে বিশাল আকাশের মতো কতিপয় মানুষের নোংরা অশ্লীল মানসিকতার পরিবর্তন ঘটাতে।
ইচ্ছে করে আকাশের মতো বিশালতায় অপ-সংস্কৃতির বিলোপ ঘটিয়ে মানুষকে ধর্ষক খুনীর পরিবর্তে পবিত্র মানুষ করে তুলতে।
ইচ্ছে করে আকাশের বিশালতার মতো মজুদদারী মুনাফাখোরী বন্ধ করে মানুষকে বাচাতে এগিয়ে আসার মমত্ববোধ জাগ্রত করতে।
ইচ্ছে করে আকাশের বিশালতার মতো মানুষের আর্তমানবতার সেবায় উজ্জীবিত করতে।
ইচ্ছে করে আকাশের বিশালতার মতো ভেজাল ঔষধ বাণিজ্য বন্ধ করে আর্ত-মানবতার দিকে মানুষকে টানতে।।
ইচ্ছে করে আকাশের বিশালতার মতো মানুষ নামীয় দানবদের মানবিক এবং নৈতিকমূল্যবোধের মানুষে পরিবর্তন ঘটাতে ।
ইচ্ছে আর প্রবল প্রত্যাশা মানুষ আকাশের বিশালতা মনে প্রাণে ধারণ করবে।
হৃদয় দিয়ে আকাশের বিশালতা অনুভব করে প্রকৃত মানবিক সহৃদয় মানুষে পরিণত হবে।
১৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপনার এতো সুন্দর সুন্দর ইচ্ছা পূরণ হোক আর আমরাও তার থেকে কিছু পাই। ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমার ইচ্ছেগুলো মনে হয় সার্বজনীন তা আপনার মন্তব্যে মনে হল। ধন্যবা।
সুরাইয়া পারভীন
দারুণ দারুণ সব ইচ্ছেরা পূর্ণতা পাক। চমৎকার লিখেছেন দাদাভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সুন্দর মন্তব্য আমাকে আপ্লুত করেছে। শুভ কামনা রইলো। ভালো থাকবেন।
ফয়জুল মহী
মুগ্ধ, ভালো লাগলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমি এজন্য ধন্য। ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
আকাশের দিকে তাকালে নিজের ক্ষুদ্রতা বোঝা যায়। কিছু মানুষের অন্তর ঐ আকাশের মতো বিশালতা বহন করে। তাইতো পৃথিবীটা এখনো টিকে আছে।
চাওয়া গুলো খুব সুন্দর, ইচ্ছেগুলো সাধ্য মতো পূর্ণতা পাক।
শুভ কামনা অবিরত 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সুন্দর চিন্তা আর বিশ্লেষণ আমাকে আনন্দিত করেছে। উতসাহিত করেছে। শুভ কামন। ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
ইচ্ছেরা ধরা দিক পূর্ণতা নিয়ে,
আমরাও তেমন করেই দেখতে চাই।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমার সঙ্গে আপনাদের চাওয়া মিলে যাওয়ায় নিজেকে ধন্য মনে করি। ভালো থাকবেন, শুভেচ্ছা রইলো।
হালিম নজরুল
মানবতার জয় হোক।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হ্যাঁ আপনার সাথে সুর মিলিয়ে বলি – মানবতার জয় হোক। ধন্যবাদ ভাই।
মনির হোসেন মমি
এমন সব ইচ্ছেগুলোই মানবতার কথা বলে।চমৎকার শব্দ ব্যাবহার।লিখুন আরো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
উতসাহ দেয়ার জন্য অশেষ ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
উতসাহ দেয়ার জন্য অশেষ ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
ভালো লাগলো।
ইচ্ছেরা ডানা মেলুক
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
জেনে মুগ্ধ হয়েছি। ধন্যবাদ।