***(ছাইরাছ হেলাল ভাইয়ের কল্যাণে “ছড়া বিভাগ” পাওয়ায় ছড়াটি উনার সম্মানে উৎসর্গঃ করলাম)***
একটা মানুষ খুব বাহাদুর
রাজ্য চালান বিশখানা
দুনিয়াজুড়ে খুব ক্ষমতা
বছর ঊনত্রিশ টানা।
জগৎখ্যাত বিজ্ঞানী সে!
বানায় রকেট- বিষবোমা
চান্দে’ পাঠান মানবশিশু
তারার দেশে ডিশ-কোমা।
তার ইশারায় হাকিম নড়ে
হুকুম নড়ে সাতবেলা
এদেশ দখল ওদেশ দখল
অনিষ্টে তার হাত মেলা।
সে যাই বলুক ঠিক ঠিক ঠিক
অন্য সবার সকল ভুল
তার তুড়িতে প্রকম্পিত
বিশ্ব এবং মানবকুল ।
অহংকারে পা পড়ে না
তার ক্ষমতায় কাঁপে সব
তিনিই মহান অধিপতি
চৌদিকে এক কলরব।
কিন্তু হঠাৎ উঠল কি সুর
কাঁপল রাজার সকল গা
অদৃশ্য এক লাটবাহাদুর
মারল যখন ধকল – ঘা।
এক করোনায় ঘায়েল রাজা
রাজ্যসহ কুপোকাত
সকল কিছুই বিকল হল
ব্যর্থ হল দিন ও রাত।
অবেশেষে বুঝল রাজা
তিনিই মহান বাদশা নয়
তার উপরেও রাজা আছে
মানুষ যারে আল্লাহ কয়।
————–0 0————
২৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ঠিক সবার উপরে ঐ একজন বসে আছেন। উনি ধরলে আর রক্ষা নেই। করোনায় সবাই কাত হয়ে গেছে। হা হা হা শেষ পর্যন্ত রাজার ও ছাড় হলোনা। হেলাল ভাইকে উৎসর্গ করায় খুব ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন
হালিম নজরুল
ধন্যবাদ। প্রায় প্রতিদিনই প্রথম হবার জন্য আরেকটা ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
🙂🙂 আপনাকেও ধন্যবাদ
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখা, পড়ে অনেক ভালো লাগছে ভাইয়া।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা রইলাম।
শামীম চৌধুরী
বাহ কবি বাহ। দারুন মজা পেলাম ছড়াটি পড়ে। শুভ কামনা রইলো।
হালিম নজরুল
আলহামদুলিল্লাহ। ভাল থাকুন সবসময়।
ফয়জুল মহী
সুলিখিত ,সুবচন ।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
ছাইরাছ হেলাল
আপনি তো দেখছি সব্যসাচী।
আমরাদের সোনেলার গর্ব।
এ ছড়া নিয়ে কিছু বলার নেই(বলতে পারছি না, সাহস-বিদ্যার অভাবে) তবে বলেছে খাসা, এক খানা।
বিধাতা আছেন/ছিলেন/থাকবেন।
নিজেকে ভ্যাগ্যবান ভাবতে চাই, তবে আমি কিন্তু কিছু করি নাই, তবে আবেদন রেখেছিলাম, জায়গামত।
দেখবেন! উৎসর্গ যেন ফিরে না যায়!
হালিম নজরুল
ছড়া বিভাগ ছিল না, এটা তো শুধু আপনাকেই বলেছি! অন্য যাদের হাত রয়েছে তাদেরকেও ধন্যবাদ। আপনার প্রতি কৃতজ্ঞতা।
সাবিনা ইয়াসমিন
রাজার উপরেও রাজা আছেন
জ্ঞানের উর্ধ্বে জ্ঞানী
নিখিল বিশ্ব সৃষ্টি তারই
তাকেই মহান জানি।
মহারাজকে ধন্যবাদ দিতেই হয়, নইলে এমন ছড়ার জনক পেতাম কই!!
অসাধারণ লিখেছেন নজরুল ভাই,
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
আমি নগন্য মানুষ, মহান আল্লাহর ইচ্ছা ও আপনাদের দোয়ায় বেঁচে আছি। পাশে থাকার জন্য ধন্যবাদ।
তৌহিদ
চমৎকার ছড়া পড়লাম ভাই। আপনার লেখার হাত অনবদ্য। হেলাল ভাই ছড়া বিভাগটি সংযুক্তকরণে মুখ্য ভূমিকা পালন করেছেন। ধন্যবাদ তাঁর প্রাপ্য।
শুভকামনা সবসময়।
হালিম নজরুল
ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালোবাসি।
সুপায়ন বড়ুয়া
“এক করোনায় ঘায়েল রাজা
রাজ্যসহ কুপোকাত
সকল কিছুই বিকল হল
ব্যর্থ হল দিন ও রাত।”
সব ব্যর্থতার দায়ভার
বিশ্বসেরা রাজাটার।
সফল হলে পাবে রাজা
সৃষ্টিকর্তার পুরস্কার।
ভাল লাগলো শুভ কামনা।
হালিম নজরুল
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।
প্রদীপ চক্রবর্তী
বাহ্! বাহ্!
অনবদ্য লেখনী দাদা।
হালিম নজরুল
ভালবাসা রইল দাদা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমতকার লিখেছেন। ধন্যবাদ।
হালিম নজরুল
প্রেরণার জন্য ধন্যবাদ ভাই।
মুক্তা মৃণালিনী
দারুণ চমৎকার হয়েছে। শুভকামনা আপনার জন্য।
হালিম নজরুল
পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।
সুরাইয়া পারভীন
অলরাউন্ডার ভাইয়া আমাদের
দুর্দান্ত লিখেছেন ভাইয়া
হালিম নজরুল
ওরে বাবা! কি কমপ্লিমেন্ট! আমি যেন সবার সম্মান রক্ষা করতে পারি।
আরজু মুক্তা
আল্লাহ মহাজ্ঞানী এবং সব জানেন