রাজার রাজা

হালিম নজরুল ১৩ জুন ২০২০, শনিবার, ০১:১৮:২৬অপরাহ্ন ছড়া ২৬ মন্তব্য

 

***(ছাইরাছ হেলাল ভাইয়ের কল্যাণে “ছড়া বিভাগ” পাওয়ায় ছড়াটি উনার সম্মানে উৎসর্গঃ করলাম)***

একটা মানুষ খুব বাহাদুর
রাজ্য চালান বিশখানা
দুনিয়াজুড়ে খুব ক্ষমতা
বছর ঊনত্রিশ টানা।

জগৎখ্যাত বিজ্ঞানী সে!
বানায় রকেট- বিষবোমা
চান্দে’ পাঠান মানবশিশু
তারার দেশে ডিশ-কোমা।

তার ইশারায় হাকিম নড়ে
হুকুম নড়ে সাতবেলা
এদেশ দখল ওদেশ দখল
অনিষ্টে তার হাত মেলা।

সে যাই বলুক ঠিক ঠিক ঠিক
অন্য সবার সকল ভুল
তার তুড়িতে প্রকম্পিত
বিশ্ব এবং মানবকুল ।

অহংকারে পা পড়ে না
তার ক্ষমতায় কাঁপে সব
তিনিই মহান অধিপতি
চৌদিকে এক কলরব।

কিন্তু হঠাৎ উঠল কি সুর
কাঁপল রাজার সকল গা
অদৃশ্য এক লাটবাহাদুর
মারল যখন ধকল – ঘা।

এক করোনায় ঘায়েল রাজা
রাজ্যসহ কুপোকাত
সকল কিছুই বিকল হল
ব্যর্থ হল দিন ও রাত।

অবেশেষে বুঝল রাজা
তিনিই মহান বাদশা নয়
তার উপরেও রাজা আছে
মানুষ যারে আল্লাহ কয়।

————–0 0————

৬৭৪জন ৫৪৮জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ