সুখের ছোট্ট কুঠুরি

তৌহিদুল ইসলাম ১২ জুন ২০২০, শুক্রবার, ০৮:১১:১৮অপরাহ্ন ছড়া ৩০ মন্তব্য

ছোট ঘর ছোট আশা,
ছোট প্রাণে ভালবাসা
ছোট চাওয়া ছোট পাওয়া,
সুখদুঃখের দাবিদাওয়া।

ছোট পিড়িতে ক্ষণিক আসর
পঙ্কিলতার নেই যে পশর।
ছোট হৃদয়ের গভীরতায়
নিজের তল খুঁজে পাও কি সেথায়?

ছোট কথা ছোট ব্যথা,
ছোট ছোট ব্যাকুলতা।
ছোট ছোট কত স্মৃতি,
আনন্দসীমার ইতিউতি।

ছোট ছোট বুলিতে দিগন্ত প্রণয়
কাছেপিঠে টানে সে মহৎ হৃদয়।
ছোট ভাবো তবু ছোটতো নয়
তুমি বড়ো বলে তাই কি সব সয়?

————

ছবি- ব্লগার শবনম।

৭৫৩জন ৫৯৮জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ