
খুব ভোরে ব্যবসা প্রতিষ্ঠানে আসাটা আমার প্রতিদিনের অভ্যাস। আজ ও তার ব্যতিক্রম হয়নি। অফিসে বসে সবে মাত্র পত্রিকাটায় আয়েশ করে চোখ বুলাচ্ছিলাম । এমন সময় মোবাইল ফোনটা বেজে উঠে, চেয়ে দেখি গিন্নীর ফোন। বাড়ি থেকে সবে মাত্র এলাম এখনি আবার ফোন কেন? নিশ্চয়ই বাজারের ফর্দি! চোখে বিরক্তি নিয়ে হাসি মুখে বললাম হ্যালো ………
ওপাশের কন্ঠ শুনে বিস্ময়ের ধাক্কায় আমি বিমুঢ় হয়ে গেলাম। গিন্নী বলল তোমার বাবা একসিডেন্ট করেছে, তাড়াতাড়ি বাড়ি আসো। রওয়ানা হওয়ার আগেই আবারো ফোনটা বেজে উঠে, এবার বলল তোমার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
দ্রুত হাসপাতালে গেলাম, কিন্তু তখনো বাবাকে নিয়ে ওরা হাসপাতালে পৌছেনি, একটু অপেক্ষার পরই দুজন লোক একটা রিক্সায় করে বাবাকে নিয়ে এলো। কিন্তু একি হাল বাবার ! তার কান থেকে রক্ত ঝড়ছিল, আর চোখ দুটি ছিল খোলা। সেই খোলা চোখে আবার কিছুটা ধুলির আস্তর। বাবা যেন আমাকে বলছে ” আমাকে বাঁচাও বাবা”।
তাড়াতাড়ি বাবাকে কোলে করে হাসপাতালের বিছানায় শুইয়ে দিলাম, বুকে আলতো চাপ দিলাম, এবার বাবা বড় করে হা একটা শ্বাস নিলেন, সেই সাথে কি আমাকে আরো কিছু বলতে চেয়েছিলেন বা বলেছিলেন যা আমি শুনতে পাইনি!
ডাক্তার এলো পরিক্ষা-নিরিক্ষার পর ঘোষণা করল বাবা আর বেঁচে নেই, বাবার বুকে ঝাপিয়ে পড়লাম, অনেক আকুতি করলাম বাবা একটি বার চোখ খোল। তুমি কি বলতে চেয়েছিলে বুঝতে পারোনি বলে অভিমান করেছ বাবা? তোমার শেষ আকুতি আমি রক্ষা করতে পারিনি বাবা, ক্ষমা করো তোমার এই অধম সন্তানকে।
——————————————————————————————————————————————————
বাবার কবরের পাশে লাগানো পাতা বাহারের গাছগুলো এক যুগ পর ডাল পালা ছড়িয়ে সুন্দর হয়ে উঠেছে, করবের উপরের ঘাস গুলোতে গোলাপী রঙের ফুল ফুটেছে, আর এসব দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ শুধুই বেড়ে চলছে, জানিনা কবে এর শেষ হবে…………
১৫টি মন্তব্য
ফয়জুল মহী
অসাধারণ একটি লেখা । লেখা ভালো লেগেছে।
ছাইরাছ হেলাল
বাবার স্মৃতি পিছু ডাকে।
আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুক এই কামনাই শুধু জানাই।
হালিম নজরুল
আবেগাপ্লুত হলাম ভাই।
জিসান শা ইকরাম
বাবার স্মৃতি সব সময়ই সাথে থাকে।
আল্লাহ আপনার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন- আমীন।
লেখাটি অন্তর স্পর্স করে গেলো কামাল ভাই।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া এমন একটি পোস্ট দিলেন বুকটা ধড়ফড় করে উঠলো। এমন মৃত্যু সারাজীবন কাঁদায়, তার শেষ ইচ্ছা বা কথাটি জানার আক্ষেপে। আপনার বাবা যেখানেই থাকুক ভালো থাকুক। ঈশ্বর সহায় হোক আপনার ও আপনার পুরো পরিবারের।
আরজু মুক্তা
ভালো থাকুন ওপারে।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
এ পৃথিবীতে বাবারা শুধু দিয়েই যায়। আসুন বাবা-মা’র জন্য দোয়া করি রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানী ছগিরা।
মাহবুবুল আলম
অনেকের পক্ষেই বাবাদের শেষ কথা শোনা হয় না।
সত্যি সন্তানের জন্য তা হৃদয়বিদার।
জীবিত থাকতেও বাবাদের অনেক কথা শুনি না,
কিন্ত মৃত্যুর পরে শত আক্ষেপেও যা পূর্ণ হয় না।
তবে স্ত্রীর ডায়লগে “তোমার বাবা ” শুনতে ভাল লাগেনি কামাল ভাই! শুভ কামনা।
ইঞ্জা
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগীর….
পিতার অকাল মৃত্যু আমি সয়েছি ভাই, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, দোয়া করছি যেন বাবা জান্নাতবাসি হোন, আমীন।
সুপায়ন বড়ুয়া
বাবাকে হারিয়ে স্মৃতি খুঁজে বেড়ানো বড়ই বেদনার।
ছেলে বড় বাবার কথা শুনি না
তাই মরার আগে শুনতে চাইলেও শোনা হয় না।
এই কষ্টটুকু বহে বেড়াতেই হয়।
ভাল থাকবেন।
কামাল উদ্দিন
সবাইকে ধন্যবাদ
শামীম চৌধুরী
আপনার বাবার জন্য রইলো দোয়া। ভাল থাকবেন কামাল ভাই।
নিতাই বাবু
আপনার বাবার বিদেহি আত্মা যেন মহান সৃষ্টিকর্তা স্বর্গবাসী করে। আমারও মা-বাবা, বড়ভাই বলতে নেই, দাদা। তাই মাঝে মাঝে খুব ভোরবেলা উঠে মা-বাবার শ্মশানে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দেই। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, মহান সৃষ্টিকর্তার যেন আমার মা-বাবাকে স্বর্গবাসী করে।
ইসিয়াক
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা।
আপনার বাবার জন্য রইলো দোয়া।
উর্বশী
স্মৃতির ডাইরির পাতাগুলো কখনোই মুছে যায়না। আর বাবা নামধারী সেতো আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা।তার অনুপস্থিতি স্মৃতির গভীরে হারিয়ে যাওয়া।
আল্লাহ পাক বাবাকে যেন জান্নাত বাসি করেন— আমীন।