
আমাদের দেশে যারা ফার্মেসিতে ড্রাগস বা মেডিসিন বিক্রি করেন তারাই ফার্মাসিস্ট। মেডিসিন বিক্রি করতে হলে এদেশে এখন বাধ্যতামূলক ফার্মাসিস্ট কোর্স করতে হয়। অথচ মফস্বল এলাকায় তিনিও ডাক্তার হিসেবে পরিচিত।
ইউনিভার্সিটি থেকে ফার্মেসি বা ফার্মাকোলজি পাশ করা একজনকে যদি কেউ ফার্মেসির সেই ফার্মাসিস্ট বলে মনে করেন সেটি আসলে আমাদের অজ্ঞতা। শব্দগতদিক থেকে একই মনে হলেও গুনে ও মানে দুটো আলাদা বিষয়। আমরা অনেকেই এসব জানি শুধুমাত্র হাস্যরসের জন্যই বলি।
অফটপিকে বলি, কোন কোন খাবারে ভিটামিন সি পাওয়া যাবে ইউটিউবে দেখা এরকম একটি ভিডিওতে ভিউয়ারদের করা পাঁচটি মন্তব্য দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছে আমার। সেগুলো হুবহু তুলে দিলাম-
১. ছার, আপনার বিডিওগুল কুব ভাল লাগে। আপনে দীরগজীপি হন।
২. আসসালাম মু আলাকুম বাই। কোরনা হোলে কইল্লা খাওন যাই কি?
৩. মাশাল্লা! ভিডোতে আফনার নুরানি মুখ মোবারক শুদু দেখফার মনে চায়।
৪. Sar, ami saudi take ali bolsi. ami kub ososto ekon kub jor. malta ki ros kore khabo naki cibia kabo? uttor dila badito takibo.
৫. ডাক্তার সাবের ভিডিও বেসি বেসি সায়ার করপেন।
এবং অবশেষে ঘাটাঘাটি করে জানলাম তার অনেক ভিডিও গাছগাছড়ার ঔষধ নিয়েও বানানো। যিনি ভিডিওটি বানিয়েছেন তিনি কোন ডাক্তার কিংবা নিউট্রিশনিষ্ট নন। খাদ্য-পুষ্টি বিষয়ক কোন ডিপ্লোমা হোল্ডারও নন। তিনি অতি সাধারণ একজন ফেসবুকার যিনি নিজেই এসব ভিডিও বানিয়েছেন। এসব ভিডিও দেখে তাকে ডাক্তার ভাবেন অনেকেই।
অথচ এদেশে একজন এমবিবিএস ডিগ্রিধারীও ডাক্তার একজন কোয়াকও ডাক্তার। নিজের জীবন কার হাতে তুলে দিয়ে চিকিৎসা করাবেন সে দায়ভার একান্তই আপনার।
জানেন কি “পিশাচ এবং পিচাশ” দুটো শব্দের অর্থও কিন্তু একই? শব্দদু’টি যে যেভাবে ব্যক্ত করছেন অপরজন সেটি শুনেই তাকে, তার জ্ঞানকে মুল্যায়ন করছেন। তবে দু’টোই আমাদের জন্য ভয়ংকরী!
আজ হাইব্রীড শিং মাছ আমাকে দেশী বলে গছিয়ে দিয়েছে মাছ ওয়ালা। চিনতে না পারলে যা হয় আর কি! শেষে নিজেকেই সান্ত্বনা দিলাম এটি বলে- দেশী আর হাইব্রিড তাতে কি! নামেতো শিং মাছ। দুটোর শিংই মারাত্মক কিন্তু! একবার ফুটালে রক্ষা নাই।
৩৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া মন্তব্য গুলো পড়লে খুব হাসি পায়। বানান দেখলে বমি পায় ভাইগ্য ভালা তাই হেগো হাতের লেখা দেখনোর সুযোগ নাই তানা হলে যা লিখে তাও বুঝতে পারতাম না যে কি লিখছে!!!🤣🤣🤣 দেশী আর হাইব্রিড এর স্বাদ , পুষ্টি গুণ যে আলাদা এইডা বুঝননি? ইনজেকশন আর ওষুধ দিতে পারলেই হেতেনে সবার প্রিয় ডাক্তার হয়ে যায়।
বন্যা লিপি
দিদি, আপনে কি সোনেলায় দিনরাইত ২৪ ঘন্টার ৪৮ ঘন্টার পাহারাদার? আগে ফাস্টু হইতে চাইলাম, তার আগেই আপনে ফাল পাইরা লাফ দিয়া ডিঙ্গাইয়া টপকাইয়া সোমনে আইসা হাজির😜😜
কিছু কিন্তু আবার মাইন্ড কাইয়েন না। মজা করি মস্করা 😊 ঝিমুনি ভাব কাটাই এই আর কি!!!😃😃😃😃
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣🤣 আপনি মজা লন , আমি ও মজা পাই। আমি ও ঝিমুনি কাটাতে সোনেলাতে ঢুঁ মারি। তয় ফার্স্ট বা পুরষ্কার এর জন্য লয়
বন্যা লিপি
পুরস্কারের ব্যাবস্তা তাকলে আমিও কাইত অইয়া পইরা তাকতাম একানে…..মজা আমি একেলা লবো ক্যানু😅 লগে সঙ্গে মানু লাগে, নাইলে মজা জোমে না😜😜😜
তৌহিদ
সুপর্ণা দিদি সোনেলার একজন অন্তপ্রাণ ব্লগার। সবার লেখায় তার মন্তব্য উৎসাহ যোগায় নিশ্চিত। আমার লেখায়ও তাই। ধন্যবাদ দিদি।
তৌহিদ
হ সবাই মজা লন। আমি হা হা দেই। ☺
তৌহিদ
@বন্যা আপু!
হা হা দেয়ার জন্য পুরস্কার! ও সোনেলা তুমি কুতায়!!
তৌহিদ
বিষয় হচ্ছে অল্প বিদ্যা ভয়ংকরী। আমরা না জেনে বুঝেই এমন সব কথা বলি যা জনমনে বিরুপ প্রতিক্রিয়া ছড়ায়।
ধন্যবাদ দিদিভাই, ভালো থাকুন।
বন্যা লিপি
শেষের লাইনটার জন্য….হাহাহাহাহা।
পুরা পোস্ট পড়ে ভীষণ মনে পরে গেলো আমার বাপের বাড়ি আর শশুড়বাড়িতে এরকম কত ডাক্তারের সাথে যে আমার পরিচয় ঘটেছে।
মজার ব্যাপার হচ্ছে ইউটিউবের এইসব আবাল মার্কা মন্তব্য আমিও পড়ে পড়ে বিনোদন নেই ভাই😆😆😆😆
পিশাচ আর পিচাশের কাহিনী দারুন ভালো লাগলো।
তৌহিদ
আপনার হা হা দেখে নিজেরই হা হা পাচ্ছে। 😃😃
এখন সবাই ইউটিউবার, ফেসবুকার। কোয়াকে ভরে গেছে চারপাশ! ভাবছি আমিও একখানা চ্যানেল খুলবো আর নিত্যনতুন ভিডিও আপলোডাবো। প্রথম লাউয়ের আচার নিয়ে আসতেও পারি ☺
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও লাউয়ের আচার । তাড়াতাড়ি আপলোডান। আমরা খাই তারপর পুরষ্কার একখান দেওন যাইবো
তৌহিদ
ইউটিউবে চ্যানেল খুললেই এটা দেব একটা ভাবছি। যদিও আমার রান্না বিষয়ক ডিপ্লোমা কোর্স করা নেই।
ফয়জুল মহী
সব কথা অতি সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।
তৌহিদ
পড়ার জন্য ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
পোস্টে মজা দিলেন দাদা।
স্বাস্থ্যমন্ত্রীর কথা শুনে আমিও ফার্মাসিস্ট হয়ে পড়েছিলাম। কিন্তু বিশেষজ্ঞ হতে পারি নাই।
ফলাফল হাইব্রিড!
বিনোদন পাইলাম দাদা।
বন্যা লিপি
হা হা হা….. তুমি হাইব্রিড? কও কি দাদাভাই😆😆😆
প্রদীপ চক্রবর্তী
হা হা হা দিদি 😃
হিসাব যে তিন আনা বারো পয়সা।
তৌহিদ
হাইব্রিড না হলে জামাই হিসেবে পিওর ছেলেদের আজকাল কেউ মুল্যায়ন করেনা কিন্তু!
তৌহিদ
তিনি আসলে ফার্মাসিস্টদের জন্য ফার্মা কোম্পানি বুঝিয়েছেন দাদা। অনেকেই ভুল বুঝেছে সেটাকে। স্লিপ অফ টাং আর কি!
ভালো থাকুন দাদা।
সুপায়ন বড়ুয়া
মনের ক্ষোভটা ঝাড়লেন মনে হচ্ছে
সোশাল মিডিয়ার কল্যানে কে ডাক্তার
কে মোক্তার কে ব্যারিষ্টার বোঝা বড় দায়।
সবাই জ্ঞান দিচ্ছে এখন।
মানুষ যে পড়েছে বিপদে এখন সেটা বুঝা যায়।
ভাল লাগলো। শুভ কামনা।
তৌহিদ
ভাইরে সোস্যাল মিডিয়ার সবাই নিজ ক্ষেত্রে বিখ্যাত! ছেলে কি করে? জনপ্রিয় ফেসবুকার। মেয়ে কি করে? জনপ্রিয় টিকটকার!
বাকীদের দাম নাই দাদা। ☺☺
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, হাসি পাচ্ছে। বাংলা কমেন্ট গুলো পড়তে পারলেও বাংলিশটা পড়ে প্রথমে যে কি বুঝলাম তা বলতে পারছি না 🙂
পিশাচ আর পিচাশ এর অভিধান গত ব্যাপারটা অনেকেই ঠিকমতো জানি না, কিন্তু ভয়ংকর কিছু একটা হবে জেনেই এগুলো থেকে দূরে থাকি।
দারুণ পোস্ট!
আরও লিখুন, শুভ কামনা 🌹🌹
তৌহিদ
বাংলিশ এ লেখা আছে- স্যার, আমি সৌদি থেকে আলি বলছি। আমি খুব অসুস্থ, এখন খুব জ্বর। মালটা কি রস করে খাব নাকি চিবিয়ে খাব? উত্তর দিলে বাধিত থাকবো।
এখন আর একটু হাসুন আপু ☺
আসলে ভাষাগত পার্থক্যের জন্য অনেক শব্দ ভিন্ন উচ্চারণ হলেও অর্থ কিন্তু একই হয়। ভালো থাকুন আপু। শুভকামনা সবসময়।
জিসান শা ইকরাম
চরম বিনোদন মুলক পোস্টের মধ্যের মন্তব্য পড়ে হাসতেই আছি।
ইউটিউবে এসব মন্তব্য পড়ে হাসতে বাধ্য সবাই।
বিনোদন মন্ত্রী সাহেব ভালোই দেন আমাদের, কামনা করি উনি যেন এমন বিনোদন সব সময় দিতে পারেন।
এমনিতেই আমরা বিনোদনের অভাবে ভুগতেছি। আমাদের বিনোদন দেয়ার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হপে 🙂
ইউটিউব চ্যানেল করেন, খারাপ হবে না।
পোষ্ট অনেক ভালো হয়েছে ভাই।
শুভ কামনা।
তৌহিদ
ভাইজান সেসব ভিডিওর দর্শক আসলে কারা ভাবলেও হাসি পায়। আমি বিনোদন পেতেই সেসব দেখি।
মন্ত্রী সাহেব আসলে ফার্মেসি বলতে ফার্মা কোম্পানি বুঝিয়েছেন। স্লিপ অফ টাং। আর একারনেই কথাটি হাস্যরসে পরিণত হয়েছে। তবে সাধারণ জনগন একটু বিনোদন পাচ্ছে এটাও কম নয় ☺
সবাই যে হারে চ্যানেল খুলছে তাই বললাম আর কি! যদিও আমার রান্নার উপর ডিপ্লোমা সার্টিফিকেট নেই। আমি সোনেলাতেই নিজের অবসর সময় ব্যয় করতে চাই ভাইজান।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা সবসময়।
ছাইরাছ হেলাল
আপনি তো খুপ খ্রাপ লুক,
শিং থাকলেই শিঙ্গি মাছ এই কথা কুথায় পাইলেন!
পারমেছিতে চাক্রি চাই!
তৌহিদ
হা হা হা, সাদা এপ্রোন পইরা মাইনষে ডাক্তার হয়া গেলো আর শিং ওয়ালা ট্যাংরারে মাগুর কইলেই দোষ!
অদ্ভোদ!! ☺
আরজু মুক্তা
চিনলে জরি, না চিনলে খড়ি। এইটা লেখা ছিলো না?
হা হা
তৌহিদ
হা হা হা, এর চেয়েও রসাত্মক অনেক মন্তব্য ছিলো আপু। ☺
হালিম নজরুল
আমি মাঝেমধ্যে আপনার পথে হাঁটি, তাই অনেকে অপছন্দ করে।
তৌহিদ
নিজের জায়গার থাকুন ভাই। কে কি বললো তাতে কি!
ইঞ্জা
সত্যি তাই, আমাদের অজ্ঞতা আমাদেরকে এখনো যেই মূর্খ সেই মূর্খই রেখে দিয়েছে, মাস্টারস পাস মন্ত্রী নিজেই জানেন না ফার্মাকোলজি পড়া গ্রেজুয়েট মাস্টার্সরা কি জিনিস, জানার অজ্ঞতার কারণেই উনি সব হযবরল করে ফেলেছেন, কথায় আছে না, অল্প শিক্ষা ভয়ংকরী, এই অবস্থা হয়েচগে আমাদের উনাকে নিয়ে, মাস্টার্স পড়ুয়া এসেছে স্বাস্থ্যমন্ত্রণালয় চালাতে, এ মূর্খতা মেনে নেওয়ার নয় ভাই।
তৌহিদ
হা হা হা, কথা সত্য দাদা। তবে করোনাচাপে সবাই একটু ভুলভাল করছে। যদিও অবস্থা খুব সুবিধের নয়। কবে যে করোনা থেকে রেহাই পাব!
ভালো থাকুন ভাই। শুভকামনা সবসময়।
ইঞ্জা
ভাই দেশ এইবার বড় বিপদেই পড়েছে।