রুদ্ধ কুঠুরি কপাট

আতা স্বপন ৭ জুন ২০২০, রবিবার, ১১:০৬:৪৪অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

সুবর্ণা শ্যামা
লাবণ্য নিরুপমা।

স্বজল ভ্রমর
বিষন্ন দোসর।

পুষ্প রেণু
কোমল তনু।

সলিল বিজন
অশ্রু সৃজন।

উজালা পুষ্প মিতা
বনশ্রী বনলতা।

অনুপমা ধ্রুবতারা
চঞ্চলা ঝর্ণাধারা।

পবন মিতালি
উড়ালি বিড়ালি।

টলমল দরিয়া
দোদুল দুনিয়া।

নিকুঞ্জে─ আনমনে
গোঁধলী লগনে।

অভিসার নাশিনি
হেরম নন্দিনি।

স্বর্ণালী মুখ পানে
নুরানী রৌশনে।

উৎলায় অমিয় সুধা
অধর অম্বরে ক্ষুধা।

ফুলদল কাননে
কামনা দহনে।

ঘনঘটা দিবসজামি
সিক্ত মরুভুমি।

লাজুক রক্তিম ললাট
রুদ্ধ কুঠুরি কপাট।

৯১৪জন ৮২২জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ