
বেশ কিছুদিন অনুপস্থিতির পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে। বাবার অসুস্থতার কারণে এই করোনাক্রান্ত দিনেও সাড়ে তিনশো কিলোমিটার দূরের বাড়িতে যেতে হয়েছিল। বাবার শরীরের অবস্থা ভাল নয়, তাই মনটাও ভাল না থাকাটাই স্বাভাবিক। তবুও মধ্যবিত্ত বাধ্যতার কারণে কর্মস্থলে ফিরতে হল অন্যদের মতোই।
সাহিত্য- সংস্কৃতির মানুষ হিসাবে প্রকৃতির প্রতি দুর্বলতা আমার সেই ছোটবেলা থেকেই। কিন্তু আজ অতটা ভাল লাগছিল না। আমাদেরকে বহনকারী ট্রেনটি দুরন্ত গতিতে ছুটতে ছুটতে হঠাৎ যখন গতি কমিয়ে দিল, তখন মনটা একটু কৌতুহলী হয়ে উঠল। ততক্ষণে ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে যমুনা সেতু পশ্চিমপ্রান্ত স্টেশনে। হঠাৎই চিন্তা হল কোনদিন তো যমুনা বা তার তীরে গড়ে ওঠা জনপদ ও স্টেশনকে সেভাবে লক্ষ্য করা হয়নি। আজ না হয় একটু দেখে নিই।
বিশাল নদীর অপার উদারতা আর প্রকৃতির মায়াবী দৃশ্যপট মুহূর্তেই মনকে কিছুটা পাল্টে দিল। সম্পূর্ণ বিনা খরচে উপভোগ করলাম অসীম সৌন্দর্য। আনাড়ি ক্যামেরাম্যান হওয়া সত্বেও নিজের মোবাইল ক্যামেরাতে ঝটপট বন্দী করে নিলাম কিছু ছবি। পরক্ষণেই মনে হল একমাত্র প্রকৃতিই পারে মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে! ধন্যবাদ প্রিয় প্রকৃতি। ধন্যবাদ প্রিয় বাংলাদেশ।
১৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনার ক্যামেরা চোখ আমাদের ও আপনার ভ্রমণসঙ্গী হওয়ার সুযোগ করে দিল।
আপনার বাবার সত্বর রোগ মুক্তি কামনা করছি, প্রাণে মনে।
হালিম নজরুল
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাই।
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বর যেন আপনার বাবাকে সুস্থ করে দেয় এই প্রার্থনা রইলো। এখন থেকে আপনার কাছ থেকেও ভ্রমন কাহিনী পাবো আশা করি । ভালো থাকুন সুস্থ থাকুন। ঈশ্বর সহায় হোন আপনার পুরো পরিবারের
হালিম নজরুল
ভ্রমণকাহিনী একটা লিখেছিলাম। কেমন হইছে জানিনা।
সুপর্ণা ফাল্গুনী
হুম ওটাও পড়েছিলাম। দারুন হয়েছিল। বোবার অভিনয়🤣🤣🤣
সুপায়ন বড়ুয়া
প্রার্থনা করি আপনার বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়।
আপনার ছবি গুলো দেখে আমার ও মনে পড়ে গেল
যমুনা পাড়ের কাহিনী।
ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।
প্রদীপ চক্রবর্তী
ঈশ্বর যেন আপনার বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন এ প্রার্থনা করি।
শুভকামনা দাদা।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা দাদা।
পার্থ সারথি পোদ্দার
আপনার বাবার দ্রুত আরোগ্য কামনা করি।
অধিকন্তু,আপনার ভ্রমণ অভিজ্ঞতা আর যমুনা তীরের জনপথ,স্টেশনের দৃশ্য ও বর্ননা আমার ভীষণ ভাল লেগেছে।
ভালো থাকবেন।
হালিম নজরুল
সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল দাদা।
ফয়জুল মহী
সুন্দর, চমৎকার l
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
দালান জাহান
এর চারপাশটা সুন্দর ভাই। ব্রীজের নিচে যাওয়া যায় একটু উত্তরে একটা রাস্তা আছে। মনোরম পরিবেশ জীবনে অনেক বার ওখানে গিয়েছি। সুন্দর জায়গা। আর আপনিও সুন্দর বর্ণনা দিলেন।
হালিম নজরুল
ট্রেনের মধ্যে বসে আসলে সব সৌন্দর্য উপভোগ বা সব ছবি আয়ত্ত করা সম্ভব নয়, তবুও যতটুকু পারা গেল নিলাম। পরে একসময় যাব সম্পূর্ণটা উপভোগ করতে। ধন্যবাদ ভাই।
আরজু মুক্তা
আপনার বাবার সুস্থতা কামনা করি
সাবিনা ইয়াসমিন
আপনার বাবার সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।
গল্প-কথায় সুন্দর একটা ছবিব্লগ দিলেন। পথের ছবি গুলো খুব সুন্দর হয়েছে।
ভালো থাকুন নজরুল ভাই,
শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
ভাগ্য ভালো আমাদের যে ট্রেনটি দাঁড়িয়েছিল। তা না হলে দেখতাম কিভাবে এতকিছু?
আপনার বায়া দ্রুত সুস্থ হয়ে উঠুন এই দোয়া করছি।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
চমৎকার সব ফটোগ্রাফি
হ্যাঁ একমাত্র প্রকৃতিই পারে মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে
বাবার দ্রুত সুস্থতা কামনা করছি