
মনে হয় কোন নতুন শহরে ~
অন্য কোন অভিসারে ~
আমি এক যাযাবর ~
চেনা পথ, কেনা প্রহর ~
তবুও যেন নিসঙ্গ নগরে ~
নিশ্বাস রাখি বরাবর ।
ব্যস্ততা নাই, কারো চাপ নেই ~
এগিয়ে যাওয়ার ধাপ নেই ~
কোন ঠাঁসা কাতরে ~
ফাঁকা ফাঁকা রাজ পথ ~
চাঁকা ছাড়া মহরত ~
সভ্যতার আদি আসরে ।।
মনে যত আছে টান ~
দূরত্ব রাখি দেহ খান ~
নগরের প্রান্তরে ~
চেনা গলি, চেনা পথ ~
দৃষ্টি যেন উদ্ভট ~
আতংকেতে শান্তরে ।।
বহুদিন পরে এলাম এই শহরে ~
স্মৃতি ঘেরা মনে, সংশয়ের বহরে ।।
~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০২/০৬/২০২০
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
হুম এখন চেনা শহরটাই অচেনা লাগছে। খুব ভালো লাগলো কবিতা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
অসাধারণ লেখা ।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
~চেনা পথ, কেনা প্রহর ~
তবুও যেন নিঃসঙ্গ নগরে..
প্রিয়হীন নগর, অস্থিতির কোলাহল
সবই আজ নিস্তব্ধ,
শান্ত হুহু প্রান্তরে প্রয়োজন শুধু সেই প্রিয়জনে..
কবিতা পড়ে খুব ভালো লাগলো কামরুল ভাই,
অন্যদের লেখাতেও যাবেন, এখানে সবাই লেখে সবার জন্যে।
শুভ কামনা অবিরত 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
তৌহিদ
মানুষ সামাজিকভাবে বসবাস করলেও বরাবরই নিঃসঙ্গ কিন্তু। ভালো থাকুন ভাই।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
রুমন আশরাফ
চেনা পথ, চেনা গলি, চেনা শহরকে এখন কেমন যেন অচেনা লাগে।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
অনেক শুভ কামনা ভাই
পার্থ সারথি পোদ্দার
চেনা শহর আজ কেন এত অচেনা চিরচেনা মানুষ থাকা স্বত্তেও!আসলেই তাই দেখতে পাই পথ ধরে হাটতে নামলে।সুন্দর হয়েছে।
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক শুভ কামনা ভাই