
সশব্দের ঝংকারে অপুষ্ট ভাবনার অনুতাপে
নির্বাসিত কবিতা হারিয়ে গেছে যোজন-যোজন দুরত্বে, দুরত্ব মেনে নিয়ে,
কথোপকথনের ধারাপাতে বর্ণহীন-ছন্দহীন নিরবতা সাথী হয়েছে তার,
কবিতা!
সেতো দেয়না ধরা এক চিলতে সমুদ্র বালুকাবেলায়
অত্যুজ্জ্বল চোখ ধাধানো আলোয়,
কবিতার পদচিহ্ন আঁকা আছে সময়ের ভাঁজে-ভাঁজে
ধুলিমাখা শিথিল আল্পনায়,
পাঠকের বেশে নয়,
কবিতা খুঁজে নাও পথিকের অক্লান্ত অম্বেষণে,
প্রভাবিত প্রখর অনলে যেথায় জমে থাকে
কপাল বেয়ে ছুটে চলা ফোটা-ফোটা ভ্রান্ত শিশির,
অথবা, কোনো নিচ্ছিদ্র রজনীতে,
পরশ-আবেশে উথলে পড়া কামনার দহনে যখন জ্বলে ওঠে জল্পনার কল্পিত অবয়ব;
কবিতা, হয়তো বেঁচে আছে কোন সীলগালা খামে,
উন্মোচনের অপেক্ষায় এক আঁজলা নরম হাওয়ায়..
★ অ-কবিতা
৩২টি মন্তব্য
বন্যা লিপি
উন্মোচনের অপেক্ষায় এক আঁজলা নরম হাওয়ায়……অপেক্ষায় থাকা প্রহরের অবসানিত সময় ফিরুক কবিতার বাঙময় অক্ষরের পিঠে ভর করে।
অগনিত সময় হাঁটছে সময়ের পথের ধুলো উড়িয়ে–আজলা ভরে উঠুক আত্মার গহীণ থেকে উচ্চারিত শব্দের জোনাকিতে।
ফিরে এসো পুরোনো বন্দরের
প্রতীক্ষিত নোঙরে!
চাষ হবে যেথা নতুন সব কবিতার কিশলয়।
অ-টুকু বাদ পড়ুক এবার অবিচ্ছেদ্য নির্নয়ে!
সাবিনা ইয়াসমিন
জীবনের নদী ঘুরেফিরে একই বন্দরে নোঙরে বাধে।
ভালোবাসায় থেকো,
ভালবাসায় রেখো ময়না ❤❤
সুরাইয়া পারভীন
যাহ বাবা চাইতে না চাইতেই কবিতা হাজির!!
একজন চাইলো আর কবিতা আরেক জনের
আঙ্গুলের ডগায় এসে বসলো!
কে বলে কবিতা নির্বাসিত?
এই তো কেমন অপেক্ষার সিলগালা খাম খুলে বেড়িয়ে এলো
শব্দে ছন্দে অলংকারে সোনেলা বাসিদের চোখ ধাঁধিয়ে দিল
সাবিনা ইয়াসমিন
সবই আপনাদের বদৌলতে পাওয়া।
এমন সুন্দর মন্তব্যে অনুপ্রেরণা পাই।
ভালো থাকুন প্রিয় লেখক,
শুভ কামনা অবিরত ❤❤
সুরাইয়া পারভীন
ভালোবাসা অবিরাম আপু
লাভ ইউ সো মাচ ❤❤❤
ফয়জুল মহী
অসাধারণ লেখা ।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
সবার দেখি একই অবস্থা – কবিতা নির্বাসিত, কবিতার খরা, কবিতা আলুথালু, ছিঁচকাদুনে কবিতা নিয়ে এমন বিড়ম্বনা হলে তো আমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করি মনের পিপাসা মিটাতে তারা কোন বন্দরে নোঙর ফেলব? আপনি এভাবেই অ-কবিতা লিখে যান আর আমরা কবিতার সুধা পান করি। খুব ভালো হয়েছে অ-কবিতা। শুভ সকাল
সাবিনা ইয়াসমিন
আপনার শব্দ ভান্ডার অনেক সমৃদ্ধ দিদি, আর কবিতার যাবতীয় সুন্দরতা আপনার কবিতায় ফুটে থাকে। আমার অ-কবিতায় ব্যাক্ত করি একান্ত মনের অনুভূতি।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ,
শুভ কামনা নিরন্তর 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
আমাকে এমনভাবে বলবেন না। আমি চেষ্টা করি যেটা লিখবো বা করবো সেটা পারফেক্ট করার জন্য। কতটুকু পারি পাঠক হিসেবে, বন্ধু হিসেবে সেটা আপনারাই ভালো বুঝবেন। বাকীটা আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসা ও আন্তরিকতা।
তৌহিদ
এসব বললে হবেনা। কবিতা আর অ কবিতা সবই আশেপাশে আছে শুধু একটু খুঁজুন দেখবে সব ধরা দেবে আপু।
অনেকদিনপরে আপনার কবিতা পড়ে ভালো লাগলো। শুভকামনা সবসময়।
সাবিনা ইয়াসমিন
আপনার মতো কালপুরুষ হতে পারলে নিশ্চিত সব খুঁজে পেতাম। কিন্তু হায়, কালপুরুষ হওয়া সোজা কথা নয়!!
ধন্যবাদ তৌহিদ ভাই,
শুভ কামনা রইলো 🌹🌹
তৌহিদ
কালপুরুষ আমি! সেতো অলীক স্বপ্নে! আমার নিজের কোন আলোই নেই যে!
ছাইরাছ হেলাল
শব্দ ঝংকারে
পুরুষ্ট ভাবনা নিয়ে
কবিতা এসেছে ফিরে,
আলপনার পথ বেয়ে
পরশ-আবেশে উথলে পড়া ছন্দে;
আপনি তো দেখছি কবিতার আতুর ঘরের দখল নিয়েছেন!
নিরাপদে থাকুন।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, আতুর ঘরে পাঠিয়ে দিলেন! তাইতো হাতুড়ে কবিতা লিখছি 😀😀
হোকগে, ঘর তো ঘরই হয়, কেউ বের হয় মহারাজ হয়ে, কেউ অ-কবি।
ভালো থাকুন মহারাজ,
শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
কবিতাদের আমি খুজে পাই পৃথিবীর সর্বত্র, কিন্তু নির্বাক কবিতারা আমার লেখনিতে আসে না (অ-মন্তব্য)
সাবিনা ইয়াসমিন
দুই লাইনের অ-মন্তব্যে গভীর কাব্যের সন্ধান পেলাম। প্রকৃত কবিরা নিরবেই সব প্রাকৃতিক কাব্য আস্বাদন করে। আমাদের মতো অ-কবিরা লেখালেখি করে তার বারো/তেরো বাজায়।
ধন্যবাদ কামাল ভাই,
শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
পাঠকের বেশে নয়,
কবিতা খুঁজে নাও পথিকের অক্লান্ত অম্বেষণে.
সত্যিই এটাই হচ্ছে পাঠকের প্রাপ্রতিস্থান।
ভালো লাগলো দিদি।
সাবিনা ইয়াসমিন
তোমার সুন্দর মন্তব্যে গুলোতে ধন্যবাদ ছাড়া বেশি কিছু দিতে পারিনা, এটাই আমার অপারগতা।
ভালো থাকো প্রদীপ,
অফুরন্ত শুভ কামনা রইলো 🌹🌹
সুপায়ন বড়ুয়া
“কবিতা, হয়তো বেঁচে আছে কোন সীলগালা খামে,
উন্মোচনের অপেক্ষায় এক আঁজলা নরম হাওয়ায়..“
অ-কবিতার কবিতাগুলো জায়গা খুঁজে পায় আপন মহিমায়।
ভাল লাগলো। শুভ কামনায়।
সাবিনা ইয়াসমিন
সব সময়ের মতো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দাদা। আপনার মন্তব্য নিঃসন্দেহে অনুপ্রেরণাময়।
শুভ কামনা অনেক অনেক 🌹🌹
নাজমুল হুদা
জল্পনার কল্পিত অবয়ব;
কবিতা, হয়তো বেঁচে আছে কোন সীলগালা খামে,
উন্মোচনের অপেক্ষায় এক আঁজলা নরম হাওয়ায়..
সময় একদিন উন্মোচনের জায়গা খুঁজে নিবে। ধন্যবাদ আপু।
সাবিনা ইয়াসমিন
ঠিক বলেছো, সময় সব কিছু ঠিক করে রাখে। উন্মোচনের স্থানও।
শুভ কামনা অবিরত 🌹🌹
ইঞ্জা
পাঠকের বেশে নয়,
কবিতা খুঁজে নাও পথিকের অক্লান্ত অম্বেষণে,
প্রভাবিত প্রখর অনলে যেথায় জমে থাকে
কপাল বেয়ে ছুটে চলা ফোটা-ফোটা ভ্রান্ত শিশির,
মুগ্ধতা অনিমেষ।
সাবিনা ইয়াসমিন
অসংখ্য ধন্যবাদ ভাইজান,
এমন করে বলার জন্যে।
শুভ কামনা অবিরত 🌹🌹
ইঞ্জা
শুভেচ্ছা অফুরান।
জিসান শা ইকরাম
কবিতা ধরা দিয়েছে ভালোভাবেই,
সিলগালা খাব উন্মোচিত হয়েছে।
প্রবাহিত ঝরনার বেগে ধাবিত হয়েছে আপনার কবিতা।
কিভাবে যে লেখেন এমনি সুন্দর কবিতা!
প্রতিদিন লেখুন।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
প্রতিদিন লিখবো!!
অবশ্য এমন উৎসাহদাতা থাকলে লেখার ইচ্ছের কমতি হবে বলে মনে হচ্ছে না 😊😊
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন দোয়া করি।
শুভ কামনা অবিরত 🌹🌹
আরজু মুক্তা
সুখ দুঃখ বিনিময়ে আবার এ একি জায়গায় ফেরা।
ভালো লাগলো
সাবিনা ইয়াসমিন
হ্যা, ফিরতে হয় একই বৃত্তে।
মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য 🌹🌹
দালান জাহান
তৃষ্ণা প্রাগৈতিহাসিক জিনিস
সঞ্জয় মালাকার
কবিতা, হয়তো বেঁচে আছে কোন সীলগালা খামে,
উন্মোচনের অপেক্ষায় এক আঁজলা নরম হাওয়ায়
শব্দে ছন্দে অলংকারে সোনেলা বাসিদের চোখ ধাঁধিয়ে দিল।
ভালো থাকবেন দিদি শুভ কামনা।