
এ আমার আজন্ম লালিত অপেক্ষা,
এ আমার আজন্ম প্রত্যাশিত অপেক্ষা,
এ আমার শত সহস্র বছরের অপেক্ষা।
সারা বছর সারা যুগ নাইবা মনে রাখুক,
বিশেষ দিনগুলোতে অন্তত মনে রাখুক,
ঘড়ি ধরে ঠিক ঠিক বারোটায় উইশ করুক,
প্রথম শুভেচ্ছা জানিয়ে বিশেষ দিন গুলো-
আরো আরো বিশেষ করে তুলুক।
বিশেষ দিনে প্রিয়জনের প্রথম শুভেচ্ছা বার্তা এসে-
আনন্দ অশ্রুতে দু’চোখ ভরিয়ে তুলুক।
ব্যথিত হৃদয়কে উচ্ছল প্রাণবন্ত করে তুলুক।
কিন্তু হায়!
শত সহস্র বছর ধরে করা-
আজন্ম লালিত অপেক্ষার প্রহর ভেঙ্গে,
প্রত্যাশা পূরণ করতে প্রিয়জনের-
প্রথম শুভেচ্ছা বার্তা আসেনি।
তাই তো আর কারো সাথেই হয় না শুভেচ্ছা বিনিময়।
সময়ের সাথে সাথে বদলে যায় সবকিছু,
বদলে যায় প্রিয়জন, বদলে যায় প্রিয় মুহূর্ত
শুধু বদলে যায় না আমার অপেক্ষার পালা।
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
বিশেষ দিনগুলোতে প্রথম শুভেচ্ছা বার্তা বিশেষ একজনের কাছ থেকে পাওয়ার আনন্দই আলাদা। আমরা অপেক্ষাও করি তার শুভেচ্ছা বার্তাটি প্রথম আসুক।
কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা প্রাপ্ত হই না।
ভালো লেগেছে পোস্ট ছোট আপু।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
শামীম চৌধুরী
ঠিকই বলেছেন আপু। প্রিয়জনদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা না পাওয়ার মতন কষ্ট আর কিছুতেই নেই। খুব বেদনাদায়ক। তবে তারা বুজে না কেন?
দারুন কবিতাটি।
ইদ মোবারক
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
অপেক্ষারা আমাদের অপেক্ষায় রাখে,
স্বপ্ন দেখিয়ে রাখে, অপ্রাপ্তিতেও রাখে,
তবুও আমরা অপেক্ষার অপেক্ষায়-ই থাকি।
সুরাইয়া পারভীন
দারুণ বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
এই কামনা, আকাঙ্ক্ষা সবারই কাম্য থাকে। বিশেষ বিশেষ দিনগুলোতে প্রথম শুভেচ্ছা বার্তা টি বিশেষ কারো কাছ থেকেই পেতে মন টা উন্মুখ হয়ে থাকে। সেই শুভেচ্ছা না পেলে আর কারোটাই ভালো লাগে না। অপেক্ষাটাই তখন সঙ্গী হয় আজন্মের। খুব ভালো লাগলো। ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
বন্যা লিপি
সময়ের সাথে সাথে বদলে যায় সবকিছু,
বদলে যায় প্রিয়জন, বদলে যায় প্রিয় মুহূর্ত
শুধু বদলে যায় না আমার অপেক্ষার পালা।”
অপেক্ষার অপেক্ষা দিনগোনা শেষ করুক কিছু স্বপ্ন বুনবে বলে……কখন যেন ধীরে ধীরে ছায়া হয়ে উঠছো ভাষা আর শব্দের কায়ায়।ভীষণ ভালো থাকো সুরু।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜💜
সুপায়ন বড়ুয়া
“সময়ের সাথে সাথে বদলে যায় সবকিছু,
বদলে যায় প্রিয়জন, বদলে যায় প্রিয় মুহূর্ত
শুধু বদলে যায় না আমার অপেক্ষার পালা।”
কঠিন বাস্তবতাটাকে তুলে এনেছেন আপু
এখন দু;সময়, আসুক ফিরে সময়।
অপেক্ষার পালা হোক অবসান।
খুব ভালো লাগলো আপু।
ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
চমৎকার প্রকাশ দিদি।
ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
ঈদ মোবারক। ঈদের আনন্দে মুছে যাক সকল গ্লানি, সবার মাঝে ঈদ নিয়ে আসুক অনাবিল আনন্দ আর খুশির আমেজ।
ভালো থাকুন সবসময়।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
প্রত্যাশা পূরণ হোক।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়