মেঘেরা ভেসে ভেসে
ডানা মেলে পাখা।
ছুটোছুটির ব্যস্ততা
দূরে একা একা।
দানবীয় শক্তিতে
সমুদ্র উত্তাল।
নাগরিক জীবনের
অবস্থা বেহাল।
পত্র পল্লব সব
মাথা দুলে দুলে।
অসহায় সমর্পণ
প্রকৃতির কোলে।
আকষ্মিক জোয়ারে
ভাসে বাড়ি ঘর।
স্বাভাবিক জীবন কি
ফিরবে এরপর?
নীড় হারা পাখিদের
ছোটাছুটি ভয়ে।
কোথা যাবে এরপর
শেষ আশ্রয়ে?
মাঠের ফসল যত
নিমেষেই শেষ।
গৃহস্থের চোখে জল
দুঃখ অনিঃশেষ।
অসহায় প্রানীকুল
ভয়ে কেঁপে সারা।
আশ্রয়ের খোঁজে
ক্ষিপ্ত দিশেহারা।
হুড়মুড় বৃষ্টির
মহাতান্ডবে।
সকলের সুখ সাধ
এবার ফুরাবে।
কোন কোন দূর্যোগ
কারো কারো তরে।
সৌভাগ্য বয়ে আনে
ধরনীর উপরে।
দশেরে দিয়ে লাথি
কেউ ধনী হয়।
নিঃস্ব আরও ক্রমশ
হয় অসহায়।
আমফান তুমি
ছাড়ো রুদ্র মুর্তি।
অসহায়ের পক্ষ হতে
রইলো এ আর্তি।
৬৭৮জন
৫৬৯জন
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো ভাইয়া। দুর্যোগ কেটে যাক, মহামারী কেটে যাক সবাই ভালো থাকুক। ঈশ্বর সহায় হোন সবার
ইসিয়াক
ভালো লেগেছে জেনে ভালো লাগলো দিদিভাই।
শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
সুন্দর তো হলো।
এখন ভালো ভালোয় বিপদ কাটলেই হলো।
শুভ কামনা।
ইসিয়াক
আমাদের এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দাদা।
ভালো থাকুন । শুভকামনা।
হালিম নজরুল
কোন কোন দূর্যোগ
কারো কারো তরে।
সৌভাগ্য বয়ে আনে
ধরনীর উপরে।
—————আসলেই সুবিধাভোগীদের জন্য সৌভাগ্য বয়ে আনে।
ইসিয়াক
ঠিকই বলেছেন নজরুল ভাইয়া, সব জায়গায় সুবিধাবাদীদের আধিপত্য।
শুভকামনা্
ফয়জুল মহী
নিখুঁত প্রকাশ। 👌👌
ইসিয়াক
সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো মহী ভাই।
শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
প্রকৃতির কাছে আমরা কত অসহায় এই দূর্যোগের মূহুর্ত গুলোই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।
আল্লাহ তায়ালা সহায় থাকুন সকলের সাথে।
ইসিয়াক
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো আপু।
শুভকামনা সবসময়।
জাকিয়া জেসমিন যূথী
ছোট ছোট লাইনে অসাধারণ লিখেছেন।
ইসিয়াক
ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা।
শামীম চৌধুরী
খুব সুন্দর।
ইসিয়াক
ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো শামীম ভাই।শুভকামনা।
ছাইরাছ হেলাল
আম্ফান এলে আমরা নিজেদের নব নব রূপে আবিস্কার করি।
ইসিয়াক
ভালো থাকুন সবসময়।
শুভকামনা।
মাহমুদুল হাসান
রইলো এ আর্তি।
ইসিয়াক
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।