যাওয়া আসা কমে গেলে
ভাগ করে নিও আকাশ
প্রিয় গান
প্রেম ও দ্রোহের কবি’দের,
যোগাযোগ নিভে গেলে
তখনও জ্যামিতি করবে তুমি
চাইবে শূন্যতাহীন রাত্রি
হবে চোখের আড়াল।
জানালার ধারে যে ফুল গাছ
বেয়ে উঠবে স্মৃতিপথ ধরে,
দরজা ভিড়িয়ে দিও
বন্ধ হবে পাখিদের ডাকাডাকি।
সে গাছটার ছায়া মাখো
তাকেও একটু আদর দিও,
দিও চোখের লবণাক্ত জল
তার শাখায় দুঃখ বোনা।
চোখের পাশাপাশি
একবারে মনের আড়াল হলে
মেঘলা বারান্দায় রাতে এসো,
বৃষ্টি ভেজা চুলের ঝাপটায়
দূরত্বটা বাঁচিয়ে রেখো!
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
কি রোমাঞ্চ! ভেজা চুলের ঝাপটায় দূরত্ব বজায় রাখলে রোমাঞ্চ তো পালাবে। যে গাছটার ছায়া মাখো তাকেও একটু আদর দিও সুন্দর লেগেছে। ভালো থাকবেন
রায়হান সিদ্দীক
অসংখ্য ধন্যবাদ আপু।ভালো থাকবেন আপনিও।
তৌহিদ
জ্যামিতিক সমীকরণ মিলে গেলে খবর আছে কিন্তু! দারুণ কবিতা লিখেছেন।
রায়হান সিদ্দীক
জীবনের জ্যামিতিক সমীকরণটাই মিলছে না।অনেক ধন্যবাদ পড়ার জন্য।
রেহানা বীথি
খুব সুন্দর লিখলেন।
ভালো থাকুন সবসময়।
রায়হান সিদ্দীক
অসংখ্য ধন্যবাদ।
আরজু মুক্তা
কবিতাটি অসম্ভব ভালো লেগেছে।
শুভকামনা
রায়হান সিদ্দীক
আপনার জন্যেও অনেক শুভকামনা।
ইঞ্জা
বেশ রোমান্টিকতা, ভালো লাগলো।
রায়হান সিদ্দীক
ধন্যবাদ।
ইঞ্জা
শুভকামনা।
রায়হান সিদ্দীক
আপনার জন্যেওশুভকামনারইল।
হালিম নজরুল
সে গাছটার ছায়া মাখো
তাকেও একটু আদর দিও,
দিও চোখের লবণাক্ত জল
তার শাখায় দুঃখ বোনা।
———————–ভাল লাগল।
রায়হান সিদ্দীক
ধন্যবাদ