একদিন যতটা প্রিয় ছিল পাঠশালা
তেমন জোছনা খুঁজি আজও, এই অবেলায়।
পায়রার ঠোঁটে পাঠানো আমার শেষ চিঠিটা
তোমার হস্তগত হয়েছিল কিনা আজও তা জানা হলনা।
তবুও আক্ষেপ নেই আমার।
তোমার নিষ্পাপ ছবির মধ্যে আমি
এখনো একটা দুরন্ত ভোর দেখি।
তোমাকে অভিবাদনের জন্য যে বৃক্ষগুলো
ঠাই দাঁড়িয়ে থাকতো তোমার আসা যাওয়ার পথে,
আমি এখনও স্বপ্ন কূড়োই সেই জুঁই-বকুলের তলে।
বিদ্যালয় ফেরত তোমার গতিবিধি পর্যবেক্ষণে
সম্ভবত ত্রুটি ছিল বেশ,
তাই আজও জানা হয়নি তোমার গন্তব্যের বিন্দু-বিসর্গ।
তবুও ক্ষুধার্ত মানসপটে এখনো লেপ্টে আছে
তোমাকে ভালবাসার অপূর্ণ আকাঙ্খা।
এখনও হাজারটা অমাবশ্যা পাহারা দেই আমি
নিতান্তই একটা মায়াবী পূর্ণিমার প্রতীক্ষায়।
**———————0 0——————–**
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ প্রেমময় কাব্য। দারুন লাগলো। শুভেচ্ছা ও শুভকামনা রইলো
হালিম নজরুল
ধন্যবাদ আপু।
আরজু মুক্তা
পূর্ণিমায় ঝলমল করুক চারদিক।
হালিম নজরুল
শুভকামনা রইল আপু।
শামীম চৌধুরী
এখনও হাজারটা অমাবশ্যা পাহারা দেই আমি
নিতান্তই একটা মায়াবী পূর্ণিমার প্রতীক্ষায়।
আমিও ভাইজান।
হালিম নজরুল
আপনার জীবন ঝলমল করে উঠুক আলোকিত পূর্ণিমায়
ফয়জুল মহী
সুন্দর লেখনী । অনবদ্য প্রকাশ।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
ছাইরাছ হেলাল
একদম গা-দোলানো প্রেমের কবিতা।
রোজ লেখেন না কেন!
হালিম নজরুল
পারি না গো কবি!
ছাইরাছ হেলাল
কী যে বলেন, এই তো সময় সমুদ্রে সমুদ্র মন্থনের।
জড়িবুটি নিয়ে হলেও কাজে নেমে পড়ুন, অমৃত আমাদের চাই -ই। কবি।
কামাল উদ্দিন
এমন কবিতা মনকে নষ্ট্যালজিক করে তোলে……ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।
হালিম নজরুল
লাভ ইউ কামাল ভাই।
কামাল উদ্দিন
শুভ সকাল
সাবিনা ইয়াসমিন
বাহ! চমৎকার কবিতা।
কিন্তু ভাই সাহেব, এতে যে স্কুল জীবনের অপূর্ণ সাধের সৌরভ পাওয়া যাচ্ছে!! আপনার এমন উথাল-পাথাল করা কবিতার খবর ভাবীসাহেবা জানেন?
হালিম নজরুল
জানে বলেই তো উনি ঘর ছেড়ে পালাইছে।
সুপায়ন বড়ুয়া
পূর্ণিমা তোমায় ধরা দেবেই
প্রতীক্ষার হোক অবসান।
শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ প্রিয় দাদা।
তৌহিদ
তবুও ক্ষুধার্ত মানসপটে এখনো লেপ্টে আছে
তোমাকে ভালবাসার অপূর্ণ আকাঙ্খা।
এখনও হাজারটা অমাবশ্যা পাহারা দেই আমি
নিতান্তই একটা মায়াবী পূর্ণিমার প্রতীক্ষায়।
…….
চমৎকার লেখা ভাই।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ভাই।