রায়হান ভাই না কি যেন নাম, একটা অদ্ভুত প্রাণিকে দেখতাম একটা গ্রুপ খুলে কী সব অদ্ভুত অশ্লীল নৃত্য পরিবেশন করত। এসব নাচানাচি দেখার জন্য কত মেয়ে ওখানে ভিড় জমাত। যদিও আমার সন্দেহ আছে, সবগুলো আসলেই মেয়ের আইডি কিনা! ছেলেটা নিজের প্রচার করার জন্যও এসব আইডি ব্যবহার করতে পারে। তবে এত এত মেয়ে আইডি, সব নিশ্চই ফেইক নাহ্। অনেক ছেলে মেয়ে তাকে ফলো করতো। তার একটা গ্রুপ আছে, নাম রায়হান ভাই ফ্যান ক্লাব! মানে সিরিয়াসলি! সে কোথাকার শাহরুখ খান যে তার আবার ফ্যান থাকবে? কিন্তু এটা সত্যি যে তারও ফ্যান ছিলো।তার এই ক্লাবের সদস্য হতে হলে তাকে নিজের নোংরা ছবি পাঠাতে হবে! মেয়েরা তাই করত। তাহলে এবার সহজেই বোঝা যায়, আমাদের যুব সমাজের রুচি কতটা নিম্ন পর্যায়ে চলে গেছে।

 

একটা দেশের যুব সমাজ অশ্লীলতাকে আধুনিকতা মনে করে নিজেকে ডুবিয়ে দিচ্ছে। কিছু মেয়ে নিজের আপত্তিকর ছবি তাকে ইনবক্সে পাঠাচ্ছে! কোথায় এদেশের শিক্ষিত একটা যুব সমাজ ভাষা আন্দোলন আর মুক্তি যুদ্ধের চেতনায় আদর্শে গৌরব বোধ করবে, নিজের দেশকে আরও কিভাবে উন্নতির শীর্ষে নিয়ে যাওয়া যায়, সেই চিন্তা করবে, তা না… তারা ব্যস্ত বেহায়াপনা আর অশ্লীলতা নিয়ে।

 

এতো গেল যুবকদের কথা৷ শিশুরাও কি বাদ যাচ্ছে?

 

“আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা”

তোমরা এখন সেই বয়সে পাকনামী করো মেলা।

 

এই শিশুরা নানা রকম সিনেমার অশ্লীল দৃশ্য দেখে তারাও ঐরকম দৃশ্যে অভিনয় করে ভিডিও বানাচ্ছে! ভাবা যায়? এই বয়সে আমাদের মাথায় কানামাছি, বৌছি, পুতুল, বেলুন, বই, খাতা এসব ঘোরাফেরা করত। আর তাদের মগজে ঘোরে ছেলে মেয়ে একত্রিত হয়ে নোংরামো!

 

বিভিন্ন জেলা শহরের কুখ্যাত, মানহীন রেস্টুরেন্টগুলা কিভাবে চলে? এইসব ছোট ছোট ছেলেমেয়েদের অবাধ মেলামেশার সুযোগ করে দিয়ে এরা ব্যবসা করে। এতে দেশ ও জাতীর বড় ধরনের ক্ষতি হলেও তাদের লাভ হচ্ছে। তাদের প্রতিষ্ঠান টিকে থাকছে। আর তৈরি হচ্ছে একটা বেহায়া জাতি!

 

যারা ছোট বয়স থেকেই এরকম অবাধে মেলামেশা করে অভ্যস্ত তাদের না আছে কোন লজ্জা, না আছে কোন ভয়! এসব ছেলেরা পথে ঘাটে যত মেয়ে দেখে তাদের দিকে নোংরা দৃষ্টিতে তাকায়। তারা চোখে দেখে মানুষ আর মগজ দেখায় ঐ রেস্টুরেন্টের দৃশ্য। ফলে বেড়ে যায় অনাচার, বেড়ে যায় ধর্ষণ।

 

ইয়াবা, মদ, গাঁজা এসবের সহজলভ্যতার কথা আর কি বলব?একটা উদীয়মান জাতিকে ধ্বংস করার জন্য আর কি চাই? আমাদের ভবিষ্যত প্রজন্ম কি সুস্থ সুন্দর মানসিকতা নিয়ে বেড়ে উঠছে?

 

অবশেষে এটাই সত্য আমাদের প্রজন্মের ক্ষেত্রে:

 

“ছোটবেলায় দেখতাম বড়রা প্রেম করে, আর বড় হয়ে দেখি ছোটরা প্রেম করে!”

 

শুনতে হাস্যকর শোনালেও এর মর্মবাণী অত্যন্ত গভীরে। এখন থেকেই লাগাম না টানলে এ জাতির ভবিষ্যত অত্যন্ত সংকীর্ণ।

৩০০৫জন ২৯০৬জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ