
দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা ঘোনালো,
সন্ধ্যার আঁধার কেটে ফুটলো ভোরের আলো।
এমনি করেই কেটে গেলো/যাচ্ছে শত সহস্র বছর,
তবুও আলোক বর্তিকা হাতে তুমি আসোনি মোর দ্বারে।
আসোনি আঁধারের বুক চিরে একমুঠো আলো দিতে।
আমার চারপাশ জুড়ে খাঁ খাঁ করছে বৈশাখের তপ্ত দুপুর,
বিভৎস তাপদাহে জ্বলছে, জ্বলে পুড়ে ছারখার হয়ে- যাচ্ছে আমার স্বপ্নীল সুখের নিবাস।
তবুও দখিনের দমকা সমীরন হয়ে আসোনি মোর ঘরে।
আসোনি তাপদাহের তীব্র দহনকে ছুঁয়ে সু-শীতল করতে।
অপেক্ষায় থাকা দু’চোখ জুড়ে অজস্র রক্ত ক্ষরণ হচ্ছে,
ভয়াবহ যন্ত্রণায় বিদগ্ধ রেটিনা ক্রমে ক্রমে ঝাঁপসা হচ্ছে।
তবুও এ্যান্টি ভি.ই.জি.এফ (anti VEGF) হয়ে আসোনি মোর কাছে।
আসোনি বিদগ্ধ রেটিনার প্রতিষেধক হয়ে সু-চিকিৎসা করতে।
১৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
চোখ-বিষাদ এবার লেখায় উঠে এসেছে।
পড়ামুখো না আসে আসুক, প্রকৃতির কাছে ফিরে দিয়ে চোখ জুড়াবো।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
পোড়া মুখো ডাক্তার
যিনি দিনাজপুর থেকে এসে কিছুতেই চিকিৎসা করবেন না। তাই এই বিরহ
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন
সুপর্ণা ফাল্গুনী
ভালো লাগলো । এটা কি কবিতা না একান্ত অনুভূতি?
সুরাইয়া পারভীন
কি জানি! এটা কি হয়েছে
ভালো থাকুন সুস্থ থাকুন দিদি
ধন্যবাদ অশেষ
নীরা সাদীয়া
মনের এই তপ্ত উঠোনে কবে যে নামবে কাঙ্ক্ষিত বৃষ্টি!
সুরাইয়া পারভীন
আদৌও নামবে কি না কে জানে?
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
একরাশ মুগ্ধতা । মনোরম লেখনী
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
বিশাদগ্রস্থতা থেকে বেরিয়ে আসুন জলদি। না হলে আপনার সুন্দর সুন্দর লেখা থেকে আমরা বিরত হয়ে থাকবো।
ভালো থাকুন।
সুরাইয়া পারভীন
আমার বিষন্ন বিষাদ চোখের তীব্র দহন চলছে। কিছুতেই চোখ খুলে রাখতে পারছি না
আগের ব্যবস্থাপত্র হারিয়ে ফেলেছি। ডাক্তার কল করা হয়েছে কিন্তু উনি এখন কিছুতেই দিনাজপুর হতে আসিয়া আমার চক্ষুদ্বয়ের চিকিৎসা করিবেন না
তারই বিরহে এই লেখা😰😰😰
ইঞ্জা
আমার চারপাশ জুড়ে খাঁ খাঁ করছে বৈশাখের তপ্ত দুপুর,
বিভৎস তাপদাহে জ্বলছে, জ্বলে পুড়ে ছারখার হয়ে- যাচ্ছে আমার স্বপ্নীল সুখের নিবাস।
তবুও দখিনের দমকা সমীরন হয়ে আসোনি মোর ঘরে।
আসোনি তাপদাহের তীব্র দহনকে ছুঁয়ে সু-শীতল করতে।
আবারও মনকে নাড়া দিয়ে গেলেন আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপু।
ধন্যবাদ।
আরজু মুক্তা
এখন গাছের সবুজ সবুজ পাতার দিকে চেয়ে চেয়ে দেখেন। চোখ শান্তি পাবে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
অপেক্ষার প্রহর কাটুক।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়