পথে পথে চলতে চলতে,
যেদিন ক্লান্ত হয়ে থেমে যাবে।
পথের শেষ প্রান্তে এসে,
যেদিন হারিয়ে ফেলবে ঠিকানা।
অনেকটা পথ হাঁটার পরে,
যেদিন পিছন ফিরে দেখবে-
কেউ নেই আর সঙ্গী হবার/সঙ্গ দেবার
নিঃসঙ্গ লাগবে, শূন্যতা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে,
নৈঃশব্দ্যের ভয়াবহতায় খাঁ খাঁ করবে চতুর্দিক,
ভয় পাবে, ভয়ে কুঁকড়ে যাবে হৃৎপিণ্ড!
জেনে রেখো সেদিনও আমি-
থাকবো তোমার অপেক্ষায়।
অপেক্ষায় থাকবো তোমার পথের সঙ্গী হবার/সঙ্গ দেবার।
সেদিন আর কোনো দ্বিধা রেখো না মনে,
নির্দ্বিধায় চলে এসো আমার কাছে।
আমি দু হাত বাড়িয়ে জড়িয়ে নেবো,
আগলে রাখবো খুব যত্নে।
একা থাকতে দেবো না কিছুতেই,
যতোই বলো না কেনো একা থাকতে জানো,
জানি আমি তুমি একা থাকতেই পারো না

৯০৫জন ৭৭৬জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ