
পথে পথে চলতে চলতে,
যেদিন ক্লান্ত হয়ে থেমে যাবে।
পথের শেষ প্রান্তে এসে,
যেদিন হারিয়ে ফেলবে ঠিকানা।
অনেকটা পথ হাঁটার পরে,
যেদিন পিছন ফিরে দেখবে-
কেউ নেই আর সঙ্গী হবার/সঙ্গ দেবার
নিঃসঙ্গ লাগবে, শূন্যতা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে,
নৈঃশব্দ্যের ভয়াবহতায় খাঁ খাঁ করবে চতুর্দিক,
ভয় পাবে, ভয়ে কুঁকড়ে যাবে হৃৎপিণ্ড!
জেনে রেখো সেদিনও আমি-
থাকবো তোমার অপেক্ষায়।
অপেক্ষায় থাকবো তোমার পথের সঙ্গী হবার/সঙ্গ দেবার।
সেদিন আর কোনো দ্বিধা রেখো না মনে,
নির্দ্বিধায় চলে এসো আমার কাছে।
আমি দু হাত বাড়িয়ে জড়িয়ে নেবো,
আগলে রাখবো খুব যত্নে।
একা থাকতে দেবো না কিছুতেই,
যতোই বলো না কেনো একা থাকতে জানো,
জানি আমি তুমি একা থাকতেই পারো না
১৬টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“পথে পথে চলতে চলতে,
যেদিন ক্লান্ত হয়ে থেমে যাবে।
পথের শেষ প্রান্তে এসে,
যেদিন হারিয়ে ফেলবে ঠিকানা।”
ততদিন অপেক্ষা না করে আগেই সঙ্গ দেন
তবেই হারাবে না পথ।
সুন্দর একটা রোমান্টিক কবিতা আপু
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
দারুন। ভালো লাগলো। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
বেশ ভালো লাগলো দিদি।
সঙ্গ সঙ্গী দুজনের প্রয়োজন!
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
এ দেখছি নাছোড় বান্দা অপেক্ষা!
চোখ কেমন!
সুরাইয়া পারভীন
হা হা হা হা
একদম নাছোড়বান্দা
চোখের চৌদ্দটা বেজে গেছে। আগের ব্যবস্থাপত্র হারিয়ে ফেলেছি। আবার ডাক্তার দেখাতে হতে
তৌহিদ
এমন আশার বানী শুনেও যদি কেউ না আসে তাহলে তার ব্যর্থতা। আপনি আপনার জায়গায় সঠিক।
ভালো লিখেছেন আপু। শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
শামীম চৌধুরী
খুব সুন্দর। ভালো থাকুন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
কমনীয় , সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেহানা বীথি
মায়া, যা থাকলে বোঝা যায় সব।
বেশ লিখেছেন কবিতা।
সুরাইয়া পারভীন
একদম তাই। মায়া বড্ড মায়া
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়