
#তুমি শব্দটা যখন তুইতে পরিণত হয় তখন সম্পর্কটার নাম হয় বেস্টফ্রেন্ড বা প্রিয় বোন,ভাই সম্পর্কটা হয়ে যায় সবচেয়ে আপন, সবচেয়ে মধুর।
সবচেয়ে কাছের মানুষকে আমরা তুই বলে সম্বোধন করি।
#আবার..তুই শব্দটা যখন তুমিতে পরিণত করতে হয়, তখন সেই সম্পর্কটা হয়ে যায় শ্রদ্ধা,সম্মানের আর ভালোবাসার নির্ভরতার।
বন্ধুর সাথে বিয়ে, বা আত্মীয়তার বয়সে ছোট কারো সাথে বিয়ে।
#তুমি থেকে শব্দটা যখন আপনিতে চলে যায়! তখন সম্পর্কটা হয়ে যায় নষ্ট।
আর সম্পর্কটা হয়ে যায় সবচেয়ে দূরত্বের ধরা ছোঁয়ার বাইরে।
#আপনি থেকে সম্পর্কটা যখন হঠাৎ তুই চলে আসে তখন সেই সম্পর্কটা হয়ে অশ্রদ্ধা,অসম্মানের যা আমাদের কারো কাম্য নয়।
#তুই,তুমি,আপনি শব্দ গুলো সম্পর্কের উপর নির্ভরশীল।
কার সাথে কার কি সম্পর্ক তার উপর।
-আমার কাছে তুই বেস্ট শব্দ ছোটদের জন্য।
-আমার কাছে তুমি বেস্ট বড়দের জন্য।
-আমার কাছে আপনি বেস্ট বায়োজেষ্টদের জন্য।
সুরাইয়া নার্গিস আলিফ।
৩৪টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
তুই-তুমি-আপনি, সব গুলো সম্বোধনই সুন্দর আর মায়াময়। সম্বোধন গুলো নির্ভর করে সম্পর্কের উপর, পারস্পরিক বোঝাপড়ার উপর। সম্পর্কের প্রয়োজনেই একেক সময় একেকটা সম্বোধন নির্নয় হয়ে যায়।
সুন্দর করে লিখেছেন, আরও বেশি বেশি লিখুন।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল আপু।
আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম, লেখা করি কতটা পারি জানি না।
“তুই-তুমি-আপনি, সব গুলো সম্বোধনই সুন্দর আর মায়াময়। সম্বোধন গুলো নির্ভর করে সম্পর্কের উপর, পারস্পরিক বোঝাপড়ার উপর। সম্পর্কের প্রয়োজনেই একেক সময় একেকটা সম্বোধন নির্নয় হয়ে যায়”
খুব ভালো বলছেন আপু, কৃতজ্ঞতা রইল।
ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ বিশ্লেষণ। খুব খুব ভালো লেগেছে আপনার এই তুই , তুমি, আপনি নিয়ে অনুভূতির প্রকাশ। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা ও কৃতজ্ঞতা জানাই
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল দিদি ভাই।
আপনার চমৎকার মতামতে আপ্লুত হলাম।
তুই,তুমি,আপনি শব্দ গুলোর বিস্তার অনেক ব্যাপক আমি ছোট করে বিশ্লেষনের চেষ্টা করেছি মাত্র।
দোয়া রাখবেন দিদি।
ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
মাহবুবুল আলম
আপনার অনুভূতির সাথে একম।
তবে ‘তুই’ শব্দটা যখন তুচ্ছার্থে ব্যবহৃত হয় তখন ভীষণ খারাপ লাগ।
ধন্যবাদ বিষয়টি তুলে আনার জন্য।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইয়া।
আপনার সুন্দর মতামতে উৎসাহ্ পেলাম তুই শব্দটা আমার কাছেও খারাপ লাগে, যখন কেউ ব্যঙ্গ করে রাগায়।
তুই শব্দটা কখনো কখনো সকল ভালো সম্পর্কে ছেদ ঘটায়।
এটা খুব কষ্ট দ্বায়ক।
দোয়া রাখবেন ভাইয়া, ভালো থাকুন।
সুরাইয়া পারভীন
তুই তুমি আপনি বিশ্লেষণ তো পড়লাম
পড়তে গিয়ে যে চোখের বারোটা বেজে গেলো
ভালো লিখেছেন
ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল আপু।
সত্যি আমি দুঃখিত লেখা কালার কিভাবে চেজ্ঞ হয়েছে বুঝতে পারি নাই।
পরে অবশ্য চেষ্টা করেছি কিন্ত সফল হইনি, ধন্যবাদ এডমিন পক্ষকে ঠিক করে দিবার জন্য।
দোয়া রাখবেন আপু, ভালো থাকুন।
সঞ্জয় মালাকার
আপনার অনুভূতির সাথে একম দিদিভাই।
চমৎকার লিখেছে, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল দাদা।
আপনার সুন্দর মতামতে সব সময়ের মতো মুগ্ধ হলাম, দোয়া রাখবেন।
ভালো থাকুন, সাবধানে থাকবেন।
ছাইরাছ হেলাল
বিশ্লেষণ পড়লাম, কোথাও কোথাও সামান্য ব্যাতিক্রম ছাড়া আমাদের ভাবনাগুলো এমনই।
আলিফ এই প্রথম দেখলাম, সুন্দর।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইয়া।
আপনার সুন্দর মতামতে আপ্লুত হলাম, দেয়া রাখবেন আমার প্রতি।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
শামীম চৌধুরী
আমি মনে করি তুই,তুমি আপনি নির্ভর করবে কার কতটুকু ভালোবাসা,শ্রদ্ধা ও বিশ্বাসের আস্থা অর্জন করেছে অন্যের কাছে সেটার উপর। ৫০+ একজন ব্যাক্তিকে ২৫+একজন ব্যাক্তি তুই সম্বোধন করতে পারে তাদের বিশ্বাস ও ভালোবাসার উপর।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইজান।
আপনার সাথে আমিও একমত, সম্পর্কের উপর নির্ভর তুই,তুমি,আপনি শব্দ গুলো।
আপনার সুন্দর মতামতে অনুপ্রাণিত হলাম, দোয়া রাখবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
শামীম চৌধুরী
দোয়া রইলো। ভাল থাকুন সুস্থ্য থাকুন।
সুপায়ন বড়ুয়া
সুন্দর তো এই রকম ভাবিনি তো কখনো।
তুই তুমি আপনি তুই
সম্পর্কের বেড়াজালে আটকে রই।
ভাল লিখলেন আপু। শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল দাদা।
আপনার সুন্দর মতামতে আপ্লুত হলাম, দোয়া রাখবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা।
তৌহিদ
সম্পর্কগুলোকে আমরা নিজেদের মত আপন করে নিয়েছি মানুষ ভেদে। ভালোবাসারই বহিঃপ্রকাশ এটি। ভালো থাকবেন আপু।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
আপনার সুন্দর মতামতে অনুপ্রাণিত হলাম, আপনার সাথে সহমত পোষন করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ফয়জুল মহী
অনন্য , পাঞ্জল শব্দের গাঁথুনি।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইয়া।
আপনার সুন্দর মতামতে অনুপ্রাণিত হলাম, দোয়া রাখবেন।
ভালো থাকুন, সাবধানে থাকবেন।
জিসান শা ইকরাম
তুই, তুমি, আপনি সম্মোধন নিয়ে অত্যন্ত সঠিক বিশ্লেষন করলেন আপু। এমন পোস্ট ব্লগে এই প্রথম দিলেন। এমন পোস্ট মাঝে মাঝে আশা করি আপনার কাছে।
একান্ত অনুভুতির এমন পোস্ট ব্লগার এর নিজস্ব চিন্তা কেমন তা বুঝতে সাহায্য করে।
শুভ কামনা আপু।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইজান।
অবশ্যই ভাইজান এখন থেকে মাঝে মাঝে এমন লেখা ব্লগে পাবেন।
আপনার সুন্দর মতামতে আপ্লুত হলাম, দোয়া রাখবেন ভাইজান।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাইজান।
মাছুম হাবিবী
লেখাটি সত্যি অসাধারণ তবে লেখার আগে # টা কেটে দিলে আরো স্পষ্ট হত লেখাগুলি।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া।
আমার ব্লগে প্রায় ২ মাস এই প্রথম আপনার মতামত পেলাম।
সত্যি খুব ভালো লাগছে পরিচিত হতে পেরে, দোয়া রাখবেন।
আপনার সুন্দর মতামতে আপ্লুত হলাম, জ্বী # চিহৃটা কেটে দিব।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
শিরিন হক
তুই যতটা মধুর ততটা তিক্ত ব্যাক্তির সম্পর্কে।
ভালো লিখেছেন আপনি
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল আপু।
ব্লগে এই প্রথম আপনার কমেন্টস পেলাম, সত্যি ভালো লাগছে।
আপনার সাথে আমিও একমত, মতামতে উৎসাহ্ পেলাম, দোয়া রাখবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপু।
ইঞ্জা
আপু আপনার তুই, তুমি, আপনির বিশ্লেষণটি খুব ভালো লাগলো।
আজকের আয়োজনটি অসাধারণ হয়েছে।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইজান।
আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করেছি লেখার, আপনার উৎসাহমূলক মন্তব্যে মুগ্ধ হলাম।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
ইঞ্জা
অশেষ ধন্যবাদ আপু
কামাল উদ্দিন
ভালো ব্যাখ্যা দিয়াছেন আপু, আমি সহমত পোষণ করছি…….শুভেচ্ছা জানবেন।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইয়া।
আপনার সুন্দর মতামতে অনুপ্রাণিত হলাম, দোয়া রাখবেন।
ভালো থাকুন, সাবধানে থাকবেন।
শুভ কামনা রইল আপনার জন্য।
হালিম নজরুল
চমৎকার বিষয় নিয়ে লিখেছেন
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন, শুভ কামনা রইল।