
রাতে টিভি দেখতে দেখতে যখন ঘুম পায় টুক করে টিভি বন্ধ করে রিমোটটা পাশে রেখেই ঘুমাই। গতকাল রাতেও তাই করেছি, সেহেরি খেয়ে ঘুম দিয়েছি। আজ ছুটির দিন আয়েশ করে ঘুমাবো ইচ্ছে ছিলো কিন্তু আম্মার ডাকে ঘুম ভেঙে গেলো। ভাবলাম এত সকালে ডাকছে কোন সমস্যা হলো নাকি?
তাড়াহুড়োয় ঘুম থেকে উঠতে গিয়ে রিমোটে চাপ লেগে টিভি অন হতেই ঘুমঘুম চোখে তাকিয়ে শুনলাম-
চৌধুরী সাহেব চিৎকার করে সাহায্যের জন্য ডাকছেন- বাঁচাও বাঁচাও! আমার টাকা নিয়ে গেলো, দয়া করে এই অসহায় বৃদ্ধকে কেউ সাহায্য করো।
রাস্তার দু’পাশে জনগন হ্যাবলার মত চেয়ে চেয়ে দেখছে। হঠাৎ করে সাইকেল নিয়ে ছিনতাইকারীকে ধাওয়া করে, ডিশ ঢাশ মেরে তাদের চান্দিচুন্দি ফাটিয়ে দিয়ে সিনেমার নায়ক চৌধুরী সাহেবের টাকা উদ্ধার করে এনে দিলো।
চৌধুরী সাহেব খুশি হয়ে কিছু টাকা নায়ককে উপহার দিতে চাইলে সে বলে- চৌধুরী সাহেব, আমরা গরীব হতে পারি কিন্তু লোভী নই। দয়া করে আমাকে একটা চাকরী দিন। আমি অষ্টম শ্রেণী পাস।
এমন বিশ্বস্ততায় নায়ককে নিজের খামার দেখাশোনার দায়িত্ব দিলেন চৌধুরী। নায়ক খামারে ঘুরছে আর গান গাইছে- ও আকাশ তারে বলে দিও আমি কোথায় আছি… লা লা লা।
চৌধুরীর মেয়ে এসেছে দেশে। খামারবাড়ির পুকুরে শাপলা দেখে – ওয়াও, সো নাইচ! এসব বলতে বলতে পুকুরে ঝপাং করে পরে গেলো। জিন্স আর সাদা টপে সব ফকফকা দেখাচ্ছে !!
আহ! উহ! মরে গেলাম! এসব বলে অজ্ঞান হবার আগেই নায়িকার পানিতে ভেজা কাজলকালো চোখ আর লাল টকটকে লিপিস্টিক লাগানো ফর্সা মুখের উপর হুমড়ি খেয়ে পরেছে নায়ক। সাঁপে কামড় দিয়েছে নায়িকাকে।
নায়িকার জিন্স হাঁটু পর্যন্ত তুলে কামড়ের জায়গায় মুখ লাগিয়ে চুষে দিচ্ছে নায়ক। ইস! উম! এহ! শব্দ করে নায়িকা নাগিনীর মত নিজের শরীর মোচড় দিলো কয়েকবার।
ঘুমের আবেশে ঢুলুঢুলু চোখে টিভির দিকে তাকিয়ে অপেক্ষায় ছিলাম ঝাক্কাস একটা গান এক্ষুনি শুরু হবে। দরজার ওপাশ থেকে আবারো আম্মার রাগী কন্ঠ কানে বাজলো- রোজার দিনে সকালে উঠেই শয়তান ভর করলো তোর? তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয়, রান্না করবো কখন?
বাজার করে এসে এখন সিনেমার নামটাই ভুলে গেছি। তখন টিভি স্ক্রলে দেখাচ্ছিল এটা মনে আছে। ধুর! এখন চ্যানেলের নামটাও মনে আসছেনা। সিনেমার শেষের অংশে চৌধুরীর জামাই বরণের দৃশ্যটা একবার দেখার খুব ইচ্ছে হচ্ছে।
২৪টি মন্তব্য
কামাল উদ্দিন
করোনার এই সময়টাতে বাজার করতে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে ভাইজান।
তৌহিদ
অবশ্যই ভাই, সাবধানেই থাকি। কি করবো, জীবনের তাগিদে যেতেই হয়।
ভালো থাকুন ভাই।
কামাল উদ্দিন
হুমম, বাহিরে না গিয়ে আসলেই পারা যায় না, তবে এই সময়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, ধন্যবাদ ভাইজান।
ফয়জুল মহী
। সব কথা অতি সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।
তৌহিদ
পড়ার জন্য ধন্যবাদ ভাই।
সুপায়ন বড়ুয়া
রম্য লেখার ছলে বাংলা সিনেমার ধরনটাই তুলে আনলেন
ওদের ও দোষ দিব কিভাবে।
দর্শক রুচির নির্ভর করেই তো সিনেমা করে।
ভালো লাগলো। শুভ কামনা।
তৌহিদ
আমরা ভালো সিনেমা বানালে আমাদের দর্শকদের রুচিও চেঞ্জ হতো দাদা। ভালো থাকুন।
সুপায়ন বড়ুয়া
ঠিক তাই।
ব্যবসায়ীরা প্রোডাক্ট আর দাম নির্ধারন করে
কাষ্টমারের রূচি আর সামর্থ অনুযায়ী।
ধন্যবাদ। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
সিনেমার নাম হবে ‘গরীবের বউ’ । 🤣🤣🤣। অনেক অনেক মজা পেলাম। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
তৌহিদ
গরীবের বৌ আমি দেখেছি কিন্তুক 😂😂
ভালো থাকুন আপু।
জিসান শা ইকরাম
জামাই বরনের দৃশ্য এত সহজ হবে না। শেষ দৃশ্যে ভিলেন নাইকাকে নিয়ে গিয়েছে এক গোডাউনে। নায়ক গেলো নাইকাকে উদ্ধার করতে। একাই খালি হাতে পিস্তল শর্ট গান ওয়ালাদের পরাভুত করে সবাইকে তক্তা বানালো নায়ক। শেষ মুহুর্তে নাইকার বাপ আসল পুলিশ নিয়ে। এরপর নায়ক বরন হলো গোডাউনেই 🙂
মজা পেলাম।
শুভ কামনা
তৌহিদ
বাপ্রে, পুরো সিনেমার দারুন এন্ডিং দিলেন। আপনার এই গুনে আমি আনন্দিত ভাই। সিনেমা দেখার অভিজ্ঞতা আছে মনে হচ্ছে।
ভালো থাকুন ভাই।
প্রদীপ চক্রবর্তী
আহা দাদা!
সিনেমার শেষের অংশে চৌধুরীর জামাই বরণের দৃশ্যটা একবার দেখার খুব ইচ্ছে হচ্ছে আমাদেরও।
চৌধরী সাহেব বিয়া দিবেন কী নায়কের সাথে?
তৌহিদ
নাম মনে করতে পারলে জানাবো দাদা, তুমিও দেখে নিও।☺☺
সাবিনা ইয়াসমিন
আসলেই শয়তান ভর করেছিলো আপনার উপর, নয়তো সাত সকালে কেউ এমন সিনেমা সাধ করে দেখে?
ইয়ে, সিনেমার নাম মনে পড়লে বইলেন, আমি দুপুর বেলায় দেখবোনে,,
তৌহিদ
আমার কুনো দোষ নাই, সব রিমোটের দোষ। সে শুধু শয়তান নয়, এ ছিলো ইবলিশের বড়ভাই। এমনভাবে চেপে ধরেছিলো যে আর রক্ষা করতে পারিনি নিজেকে। 😃😃
শামীম চৌধুরী
ভাইজান একই অবস্থা আমারও। লেখায় বাস্তবতা ফুটে উঠেছে।
তৌহিদ
আস্তাগফিরুল্লাহ পড়েন মিয়াভাই। কন্ট্রোল কন্ট্রোল! আর মাত্র একটা রোজা। ☺☺
ছাইরাছ হেলাল
রোজা হাল্কা না, পুরাই ফকফকা।
আবার থাকা লাগবে।
তৌহিদ
ভাইজান, আস্তাগফিরুল্লাহ পড়েছি। বাকী আল্লাহ ভরসা।
নীরা সাদীয়া
হাহাহাঃ বাংলা সিনেমাগুলো অবশেষে ঠাঁই পেল আমাদের রম্যে। তবুওতো ওরা বেঁচে রইলো।
তৌহিদ
এভাবেই কিছু জিনিসকে স্মরণে রাখতে হয় যে!!
ধন্যবাদ জানবেন।
হালিম নজরুল
এত তাড়াতাড়ি সিনেমা ও চ্যানেলের নাম ভুলে গেলে আমরা জামাই বরণের দৃশ্য দেখব কেমনে!
তৌহিদ
রোজা সেদিন মাথায় ধরেছিলোতো তাই আর কি!! ভালো থাকুন ভাই।