চোর

ফজলে রাব্বী সোয়েব ২৫ এপ্রিল ২০২০, শনিবার, ০২:০১:৩৭অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
চেয়ারম্যানের নাম নজর আলী
মানবসেবায় নাই যে জুড়ি,
তাহার পরেও পাই না দিশা
কেমনে তাহার বিশাল ভুঁড়ি?
হণ্যে হইয়া নামিলাম মাঠে
সঙ্গে কয়েক ছোড়া আর ছুড়ি,
যেমনেই হোক করিবো বাহির
ভুঁড়ির পিছনের জারিজুরি
ঘাপটি মারিয়া রহিলাম বসিয়া
জংলার ওই অন্ধকারে,
হঠাৎ দেখি কিছু লোকে,
নৌকাগুলায় কিযে ভরে
সহ্য করিয়া মশার কামড়
করছি মোরা গোয়েন্দাগিরি,
দেখিতে যদি পাইয়া যায়
যাইবো না আর ঘরে ফিরি
হঠাৎ করে ওইতো দেখি
আসিয়াছে নজর আলী,
বসিলাম মোরা নড়ে চড়ে,
সঙ্গে আছে রাঙ্গা শালী
হাঁকিয়া কহিলো কিরে মানিক,
লাগবো আর কতক্ষণ,
এইতো হুজুর মিনিট পাঁচেক
চেয়ারটাতে একটু বন
এই যে শোন রহিম মিয়া
খুরসি আমি গোয়ালঘর,
ঠিকমত যদি না পারস
রাখুম না আর তোগো ধড়
এত খাওয়ার দরকারটা কী
না খাওয়া ওই গরীবগুলার,
বুঝিয়া গেলাম কারণটা যে
ওই বজ্জাতের পেটটা ফুলার
কত যে আছে এই দেশেতে
গরীবের হক চোর,
আশায় আছি  দেখিবো আবার
বাংলাদেশের নতুন ভোর
৭৫৫জন ৬৫১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ