
ওই অপরূপ ঝরনা থেকে তুমি নদী হয়ে ওঠো।
হিমবাহ,শৃঙ্গ থেকে তুমি নেমে আসো এই মৃত্তিকার গাঁয়,
নেমে এসো প্রিয়তমা মমতার ঢেউ নিয়ে বুকে।
নেমে এসো পাখিদের সুরে,ফুলেদের গন্ধ গায়ে মেখে
এসো এই অবাঞ্চিত শূন্যতার জনপদে।
অন্ধকার গলিতে ফুটুক সভ্যতার ফুল,
স্বাগতসভায় বেজে উঠুক একঝাঁক প্রেয়সী সানাই।
সেই কবে থেকে প্রতীক্ষায় আছি সূর্য ছোঁবো বলে।
কিন্তু কারা যেন কপাট লাগিয়ে রাখে সদর দরজায়,
তোমার আলো কেড়ে নেয় এক বৃত্তবন্দী জীবন।
শূন্যে পেণ্ডুলামের মত দুলতে থাকে সভ্যতার মানচিত্র
ঠিক যেন গ্রহণকালের প্রেমের মতন।
এসো প্রিয়তমা,ঘুরিয়ে দাও এই জীবনের কাটা,
পাপড়ির পর্দা চিরে বেরিয়ে আসুক ফসলের ঘ্রাণ।
———————–0 0————————
*** (ছবি:সুপায়ন বড়ুয়া দাদার কাছ থেকে ধার করা)***
২৪টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“এসো প্রিয়তমা,ঘুরিয়ে দাও এই জীবনের কাটা,
পাপড়ির পর্দা চিরে বেরিয়ে আসুক ফসলের ঘ্রাণ।”
ছবি দেখেই লিখে ফেললেন
অনন্য সুন্দর কবিতা ?
তাহলেতো আমি ছবিটার জন্য
ধন্যবাদ একটি প্রাপ্য।
হালিম নজরুল
অবশ্যই দাদা। শুধু ধন্যবাদ নয়, কৃতজ্ঞতা রইল।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।
হালিম নজরুল
আপনাকেও ধন্যবাদ। শুভকামনা সবসময়।
তৌহিদ
চাইলেই কি আর পাওয়া যায়? তারা ধরা দিতে চায় না। প্রিতমারা বড্ড কঠিন চীজ।
হালিম নজরুল
চেষ্টা করি আর কি ভাই।
সুরাইয়া পারভীন
দ্রুত চলে আসুক প্রিয়তমা
প্রতীক্ষার অবসান ঘটিয়ে
চমৎকার লিখেছেন ভাইয়া
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা আপু।
ফয়জুল মহী
ভালোবাসাই সবচেয়ে বড় ।
হালিম নজরুল
ধন্যবাদ প্রিয় ভাই
সাবিনা ইয়াসমিন
এমন আহবানে প্রিয়তমা না এসে যাবে কই! আরও জোরে ডাকুন ভাই সাহেব, এইতো এলো বলে 😜😜
হালিম নজরুল
যাক তবুও একটু আশ্বস্ত হলাম। হা হা হা
ছাইরাছ হেলাল
পর্দা চিরে-ছিঁড়ে ঘ্রাণ-ফসল
গন্ধ-বুকের ঢেউ তুলে,
এমন প্রত্যাশা হোক সবার, সবার।
বেশ কিন্তু লেখাটি।
হালিম নজরুল
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাই।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
একরাশ মুগ্ধতা রেখে গেলাম দাদা।
হালিম নজরুল
ধন্যবাদ দাদা।
আরজু মুক্তা
প্রিয়তমা এখন আসবেনা। লকডাউন চলছে
হালিম নজরুল
লকডাউন তো কাটছেই না!!!
নৃ মাসুদ রানা
এসো প্রিয়তমা,ঘুরিয়ে দাও এই জীবনের কাটা,
পাপড়ির পর্দা চিরে বেরিয়ে আসুক ফসলের ঘ্রাণ।
হালিম নজরুল
শুভকামনা রইল।
কামাল উদ্দিন
চমৎকার লিখেছেন ভাই। ওই সবুজ পাহাড়ের বয়কে জমা জলরাশি সমতলের বুকে মমতা নিয়ে আসে, কৃষকের গোলা ভরে উঠে মৌ মৌ ফসলের গন্ধে………..ভালোলাগা জানিয়ে গেলাম।
হালিম নজরুল
চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ ভাই।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়
জিসান শা ইকরাম
আশা পুরন হোক,
শুভ কামনা।