আমি ভীষণ অবাক হয়ে ভাবি,
যা দেখে একটু আগেই হেসে কুটি কুটি হয়েছিলাম, তা দেখে এখন আর হাসি পাচ্ছে না। যা আমাকে একবার হাসিয়ে ফেলেছে, তা আর দ্বিতীয় বার হাসাতে পারবে না। যে চোখে তাকালে এক সময় প্রেম জাগতো, সে চোখে আজ শুধুই যন্ত্রণা। প্রেমও এমন, একবার পেয়ে গেলে আর দ্বিতীয় বার পেতে ইচ্ছে করে না। আর যা না পাওয়া হয়ে থাকে তাই অনেক আকাঙ্ক্ষার, অনেক প্রত্যাশার, অনেক মূল্যবান।
আসলে আমরা প্রাপ্তিগুলোকে আঁকড়ে বাঁচি না, বাঁচি অপ্রাপ্তি গুলোকে মুঠোবন্দী করে। আমাদের হৃদয়ের যতটুকু ক্ষত বিক্ষত ততটুকুই বাঁচতে বলে, নতুন কিছু পাবার জন্য, যন্ত্রণায় মলম দেবার জন্য। সবকিছু পাওয়া হয়ে গেলে আর বাঁচতে মন চায় না।
একবার পাওয়া হলে দ্বিতীয় বার আর অতোটা আকর্ষণ থাকে না। আমরা আসলেই অপ্রাপ্তি গুলো কে নিয়ে বেঁচে থাকতে ভালোবাসি। খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপু। ভালো থাকবেন শুভ কামনা রইলো
প্রাপ্তি গুলোকে প্রাপ্তি মনে হয় না
কিন্তু অপ্রাপ্তি যদি কিছু থাকে তবে
তার জন্য কষ্ট দুঃখ হতাশা এমন ভাবে
চেপে থাকে যেনো জীবনে কিছুই নেই
কিছুই পাওয়া হয়নি জীবনে।
সুন্দর বলেছেন আপু, পাওয়ার আগে একটা জিনিসের জন্য আমরা যতটা উদগ্রীব থাকি পেয়ে গেলে যেন এক সময় তাতে আর ততটা আকর্ষণ থাকে না। তখন অন্য কোন না পাওয়া জিনিসের পেছনে আবারো ছুট লাগাই…….শুভ রাত্রী।
১৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
একবার পাওয়া হলে দ্বিতীয় বার আর অতোটা আকর্ষণ থাকে না। আমরা আসলেই অপ্রাপ্তি গুলো কে নিয়ে বেঁচে থাকতে ভালোবাসি। খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপু। ভালো থাকবেন শুভ কামনা রইলো
নীরা সাদীয়া
ঠিক তাই।
আমাদের জীবনটাই এমন… দুঃখ বিলাসী।
শুভ কামনা জানবেন।
ফয়জুল মহী
ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ আপনাকে।
হালিম নজরুল
সুন্দর লিখেছেন। পাওয়ার পর চাওয়ার কোন মূল্য থাকে না।
নীরা সাদীয়া
ঠিক তাই।
শুভ কামনা জানবেন।
সুপায়ন বড়ুয়া
আসলে আমরা প্রাপ্তিগুলোকে আঁকড়ে বাঁচি না,
বাঁচি অপ্রাপ্তি গুলোকে মুঠোবন্দী করে।
তাই তো হতাশায়।
সুন্দর লিখলেন। শুভ কামনা।
নীরা সাদীয়া
হতাশ হতেই কিংবা দুঃখ পেতেই বোধহয় আমরা বেশি পছন্দ করি।
শুভ কামনা জানবেন।
সুরাইয়া পারভীন
প্রাপ্তি গুলোকে প্রাপ্তি মনে হয় না
কিন্তু অপ্রাপ্তি যদি কিছু থাকে তবে
তার জন্য কষ্ট দুঃখ হতাশা এমন ভাবে
চেপে থাকে যেনো জীবনে কিছুই নেই
কিছুই পাওয়া হয়নি জীবনে।
মানব মন অদ্ভুত রহস্যে ঘেরা
চমৎকার লিখেছেন আপু
নীরা সাদীয়া
অপ্রাপ্তিগুলোই বারবার ভাবায়, কাঁদায়…
শুভ কামনা রইলো।
তৌহিদ
অপ্রাপ্তিগুলোকে সম্বল করে বেঁচে থাকি কারন আশাই হচ্ছে বেঁচে থাকার মাধ্যম। যেদিন মানুষের সব আশা পূরণ হয়ে যাবে সেদিন আর বেঁচে থাকতে মনে চাইবেনা।
অল্পকথায় চমৎকার লিখলেন।
নীরা সাদীয়া
ঠিক তাই। আশা নিয়েই আমরা বাঁচি।
শুভ কামনা জানবেন।
আরজু মুক্তা
পরিবেশটা দুঃখবিলাসী হলে লিখাও তাই হয়।
ভালো থাকবেন।
নীরা সাদীয়া
হয়তো তাই।
শুভ কামনা জানবেন।
কামাল উদ্দিন
সুন্দর বলেছেন আপু, পাওয়ার আগে একটা জিনিসের জন্য আমরা যতটা উদগ্রীব থাকি পেয়ে গেলে যেন এক সময় তাতে আর ততটা আকর্ষণ থাকে না। তখন অন্য কোন না পাওয়া জিনিসের পেছনে আবারো ছুট লাগাই…….শুভ রাত্রী।
নীরা সাদীয়া
তাই হয় আসলে।
শুভ কামনা জানবেন।
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, ভালো থাকুন সব সময়।
জিসান শা ইকরাম
” আমরা প্রাপ্তিগুলোকে আঁকড়ে বাঁচি না, বাঁচি অপ্রাপ্তি গুলোকে মুঠোবন্দী করে। ‘ –
একমত লেখার সাথে।
শুভ কামনা।
নীরা সাদীয়া
এটাই মানুষের জীবন।
শুভ কামনা জানবেন ।