
মাতা পিতা ভাই বোন আছে দূর গাঁয়ে,
নগরীটা কুপোকাত করোনার ঘায়ে।
কতদিন দেখি নাই বন্ধুর মুখ ,
প্রিয়তমা পথ চেয়ে আছে উন্মুখ।
কখনো কি হবে দেখা সেইসব দিনে ?
স্মৃতিপটে লেখা যা যা ভালবাসা ঋণে
ভেসে ওঠে ছবিগুলো করোনার কালে,
মন কাঁদে জানতে কে আছে কোন হালে।
মহামারি শেষে যদি না ফিরি সে মাঠে,
চিরতরে চলে যায় কোমা থেকে খাটে।
ক্ষমা করে দিও প্রিয় ক্ষমা করে দিও ,
বাসের যোগ্য করে পৃথিবীটা নিও ।
——————–0 0——————-
২০টি মন্তব্য
জাহাঙ্গীর আলম
‘‘মহামারি শেষে যদি না ফিরি সে মাঠে’’
এটা এমন যাত্রা ” আমি যেনে শুনে বিষ করেছি পান, জানি খানিক বাদেই বেরিয়ে যাবে দেহ থেকে এই প্রাণ “
দারুন লিখেছেন। জানি না কবে মুক্ত হবে এই পৃথিবী। ভাল থাকবেন । শুভকামান।
হালিম নজরুল
আপনার জন্যও শুভকামনা রইল ভাই।
ফয়জুল মহী
ভালো লাগলো ।
নিখুঁত প্রকাশ।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
প্রদীপ চক্রবর্তী
পৃথিবী তাঁর সগর্ভে ফিরে আসুক।
কবিতার মন্ত্রে মানুষ এ মহামারী থেকে মুক্তি লাভ করুক।
হালিম নজরুল
হ্যাঁ দাদা সেই প্রার্থনাই করি।
সুপর্ণা ফাল্গুনী
কে যে যাবো আর কে যে রবো কেউ জানিনা। তাই সবার আশা পূরণ হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন। শুভ কামনা রইলো
হালিম নজরুল
আপনিও ভাল থাকুন সবসময়।
সুপায়ন বড়ুয়া
“মাতা পিতা ভাই বোন আছে দূর গাঁয়ে,
“নগরীটা কুপোকাত করোনার ঘায়ে।
কতদিন দেখি নাই বন্ধুর মুখ ,
প্রিয়তমা পথ চেয়ে আছে উন্মুখ। “
করোনা কাল কেটে যাবে
চেয়ে আছি মুখ।
বসে আছি প্রতীক্ষায়
কেটে যাবে দু:খ।
ভাল লাগলো। শুভ কামনা।
হালিম নজরুল
সেই দোয়াই করি দাদা। দ্রুত কেটে যাক।
ইঞ্জা
মাতা পিতা ভাই বোন আছে দূর গাঁয়ে,
নগরীটা কুপোকাত করোনার ঘায়ে।
কতদিন দেখি নাই বন্ধুর মুখ ,
প্রিয়তমা পথ চেয়ে আছে উন্মুখ।
ভাই আপনি কি ঢাকাতে আটকা পড়েছেন?
বাবা মা সবাই ভালো তো?
হালিম নজরুল
ঢাকাতেই আছি। গত একবছর ধরেই তো আছি ভাই।
জিসান শা ইকরাম
করোনায় সব পাল্টে দিয়েছে,
অন্ধকার চলে যাক, আলো আসুক।
মন কি খুব খায়াপ ভাই? শেষে এমন লিখলেন! জীবন অনেক সুন্দর।
শুভ কামনা।
হালিম নজরুল
জীবন সুন্দর বলেই তো আফসোস ভাই। অনেকেই হয়তো চলে যাবে।
সুরাইয়া পারভীন
জানি না কে থাকবে এই ধরাধামে
কে যাবে ঐ মরণঘাতী মহামারীর ছোবলে
চাই শুধু এটাই সবাই বেঁচে থাক
সাথে সুন্দর এক পৃথিবী পাক
চমৎকার লিখেছেন ভাইয়া
হালিম নজরুল
হুম। আমরা সুন্দর একটা বাসযোগ্য পৃথিবী চাই।
মাহবুবুল আলম
কবিতা দারুণ হয়েছে। শুভ কামনা।
হালিম নজরুল
প্রেরণার জন্য কৃতজ্ঞতা রইল ভাই।
ছাইরাছ হেলাল
বাস যোগ্য সুন্দর পৃথিবীর স্বপ্ন আমরা দেখি-ই।
পাব কী পাব না, তা না ভেবেই।
হালিম নজরুল
হ্যাঁ ভাই। বাসযোগ্য পৃথিবী আমাদের তৈরি করে নিতে হবে।