
মৃতপ্রায় শকুনটি একটা মরাপঁচা মশক গেলার পর
গ্রীবা উঁচু করে আকাশের খাঁদে খুঁজছে বিরহী শিকার।
শ্রান্ত-ক্লান্ত স্বপ্নগুলোকে কোমায় যেতে দেখে
প্রেয়সী সময় হাতড়ে মরছে ব্যাঘ্রযৌবন।
এখন মনে হচ্ছে চোখদুটো পেছনে থাকাই ভাল ছিল;
এই নির্লজ্জ সন্ধ্যার চেয়ে।
কিন্তু আত্মহননের পর ওলিরাও তো হয়ে যায় ভূতপ্রেত;
এমনটাই শুনেছিলাম গুরুজনদের কাছে।
তবুও! মহাপ্রলয়ের সর্বোচ্চ সতর্কতা পেয়েও
আমরা ছুটে যাচ্ছি সুতীব্র সুনামির পানে!
হয়তো আবার আমরা ফিরে পাবো পুরণো প্রস্তরযুগ
যেখানে বসে হাহুতাশ করবে আগামীর সকাল,
শেষবিকালের আলোক কিংবা মধ্যরাতের চাঁদ।
———————–0 0————————
২৩টি মন্তব্য
নৃ মাসুদ রানা
আত্মহননের পর ওলিরাও তো হয়ে যায় ভূতপ্রেত;
হালিম নজরুল
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
“এখন মনে হচ্ছে চোখদুটো পেছনে থাকাই ভাল ছিল;
এই নির্লজ্জ সন্ধ্যার চেয়ে।”- একদম খাঁটি কথা। ভালো লাগলো কবিতা । ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
হালিম নজরুল
শুভকামনা সবসময়
সাবিনা ইয়াসমিন
অস্তিত্ব হারিয়ে যাওয়ার পর গন্তব্য একটাই। মরে ভূত হয়ে যাওয়া। হারানো জিনিস খুঁজে আনার ছলে কেটে যায় প্রাপ্ত সময়,, এরপর কেবলই হা-হুতাশ বেঁচে থাকে অফুরন্ত সময়ের সাথে।
হালিম নজরুল
শুভকামনা সবসময়
সুপায়ন বড়ুয়া
“তবুও! মহাপ্রলয়ের সর্বোচ্চ সতর্কতা পেয়েও
আমরা ছুটে যাচ্ছি সুতীব্র সুনামির পানে!”
সব তো আর বি বাড়িয়া নয়
যন্ত্রনা আর না বাড়ালেই হয়।
শুভ কামনা।
হালিম নজরুল
জীবন যতদিন, যন্ত্রনা ততদিন দাদা।
ফয়জুল মহী
লেখা পড়ে বিমোহিত হলাম।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই
সুরাইয়া পারভীন
হয়তো আবার আমরা ফিরে পাবো পুরণো প্রস্তরযুগ
যেখানে বসে হাহুতাশ করবে আগামীর সকাল,
শেষবিকালের আলোক কিংবা মধ্যরাতের চাঁদ।
চমৎকার লিখেছেন ভাইয়া
হালিম নজরুল
ধন্যবাদ আপু
প্রদীপ চক্রবর্তী
চমৎকার কাব্যকথন দাদা
হালিম নজরুল
শুভকামনা দাদা
নিতাই বাবু
প্রতিদিন সন্ধ্যাবেলা বন্দিজীবন জীবনটা স্বাধীনতার ছোঁয়া দিতে হারিয়ে যাই মহল্লার অলি-গলিতে। আবার কখনো শীতলক্ষ্যার পাড়ে। এই সময় দেখা যায়, আগে যেখানে রাতদুপুর পর্যন্ত থাকতো শত মানুষের আনা-গোনা; আজকাল সেখানে জনশূন্য এই ভূতের গলি। অলি-গলির মানুষের সাথে সাথে মহল্লায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রাস্তার কুকুরগুলো যেন হারিয়ে গোলো। অথচ যখন সময়টা সবেমাত্র সন্ধ্যাবেলা, তখন মনে হয় রাতদুপুর।
বর্তমান সময়টা আমাদের চারপাশে এমনই দেখা যাচ্ছে। কিন্তু এর শেষ কোথায়? কবে আবার জেগে উঠবে মানুষে হারিয়ে যাওয়া সেই সময়টা?
হালিম নজরুল
জানিনা কতদিন অপেক্ষা করতে হবে
ছাইরাছ হেলাল
তা যে যুগেই ফিরি না কেন, প্রস্তর, তাম্র বা লৌহ,
ব্যঘ্রযৌবন কিন্তু পিছু ছাড়ছে না।
হালিম নজরুল
হা হা হা ভালবাসা
মাহবুবুল আলম
“তবুও! মহাপ্রলয়ের সর্বোচ্চ সতর্কতা পেয়েও
আমরা ছুটে যাচ্ছি সুতীব্র সুনামির পানে!”
কবিতা ভাল লেগেছে। শুভেচ্ছা রইলো ।
হালিম নজরুল
জানিনা মুক্তি মিলবে কি না
জিসান শা ইকরাম
পুরণো প্রস্তরযুগ ফিরে পাবো কল্পনায়,
বাস্তবে তা আর আসবে না।
শুভ কামনা ভাই।
হালিম নজরুল
অনেক অনেক ধন্যবাদ ভাই
তৌহিদ
আমি কিন্তু নতুন ভোরের আশায় থাকি ভাই। ভালো থাকবেন।