বিষফল

সুরাইয়া পারভীন ১৮ এপ্রিল ২০২০, শনিবার, ১০:৩৬:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

 

আমার হৃদয় উঠোনে;
বিষবৃক্ষের একটা বীজ বুনেছি,
আর তাতে খাদ্য হিসেবে রোজ দিচ্ছি,
কিছুটা কষ্ট নিঃসৃত কার্বন-ডাই-অক্সাইড,
কিছুটা হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস,
আর বিষণ্ণ বিষাদময় কয়েক ফোঁটা অশ্রু।

একদিন বীজ চারাতে পরিণত হবে,
তারপর চারা বৃক্ষ হয়ে বেড়ে উঠবে,
আর তারপর সেই বৃক্ষে ফলবে-
অনেক কাঙ্ক্ষিত একটা বিষফল।
আজন্ম তৃষিত আত্মার তৃষ্ণা মিটবে,
অমরত্ব লাভে ইতিহাস গড়বে সে ফলে!

 

১৬৬৩জন ১৩৪২জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ