
আমার হৃদয় উঠোনে;
বিষবৃক্ষের একটা বীজ বুনেছি,
আর তাতে খাদ্য হিসেবে রোজ দিচ্ছি,
কিছুটা কষ্ট নিঃসৃত কার্বন-ডাই-অক্সাইড,
কিছুটা হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস,
আর বিষণ্ণ বিষাদময় কয়েক ফোঁটা অশ্রু।
একদিন বীজ চারাতে পরিণত হবে,
তারপর চারা বৃক্ষ হয়ে বেড়ে উঠবে,
আর তারপর সেই বৃক্ষে ফলবে-
অনেক কাঙ্ক্ষিত একটা বিষফল।
আজন্ম তৃষিত আত্মার তৃষ্ণা মিটবে,
অমরত্ব লাভে ইতিহাস গড়বে সে ফলে!
২৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
দারুন হয়েছে । আপনি অমর হবেন হবেনই। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
এ বিষফল মৃতসঞ্জীবনী হয়ে উঠুক এ প্রত্যাশা রেখে যাই!
যথার্থ প্রকাশ দিদি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন
সাবিনা ইয়াসমিন
কার্বন ডাই-অক্সাইড কিন্তু গাছেদের খাদ্য। তারা এটা খেয়েই ফলে-ফুলে ভরে উঠে। বলা যায়না, বিষফল হবে ভেবে যা দান করছেন, হয়তো এর ব্যতিক্রমী উপহার আসবে সেই বীজ থেকে। গাছেরা প্রতিদান দিতে জানে। বিনিময় শুভ হোক, এটাই কামনা করি।
ভালো থাকুন 🌹🌹
সুরাইয়া পারভীন
তবে তাই হোক
দেখি না ভালো কিছু কপালে জোটে কি না?
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
অমরত্বকে একাই খাবেন!
ওই যে বলেছিলাম পেটে পিলে!
এটি তো আত্নহনন, দাঁত-প্রেম কৈ রাখলেন!
সুরাইয়া পারভীন
ওসব প্রেম টেম আমাকে দিয়ে হবে না
হোক তা আত্ম প্রেম বা দন্ত প্রেম
যে পরিমাণ টর্চারিং চলে নিজের প্রতি
এতে আর যাই হোক প্রেমটা হবে না কখনো
এ অমরত্ব লাভের ভাগ যে আর কাউকে দেওয়া যায় না
সুপায়ন বড়ুয়া
“আজন্ম তৃষিত আত্মার তৃষ্ণা মিটবে,
অমরত্ব লাভে ইতিহাস গড়বে সে ফলে!”
লেখার মাঝেই অমরত্ব হোন আপু।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
বিষফল খেয়ে কেউ মরলে গাছের শেকড়ও রাখবে না।
ভালো লাগলো কবিতা
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
বিষবৃক্ষের একটা বীজ বুনেছি,
আর তাতে খাদ্য হিসেবে রোজ দিচ্ছি,
কিছুটা কষ্ট নিঃসৃত কার্বন-ডাই-অক্সাইড,
কিছুটা হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস,
আর বিষণ্ণ বিষাদময় কয়েক ফোঁটা অশ্রু।
এতটুকুতেই অনেক কিছু লিখে ফেললেন আপু, মনটা ভারি হয়ে গেলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
শুভকামনা নিরন্তর প্রিয় আপু।
হালিম নজরুল
বিষফল!
অমরত্ব!
বাহ
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
হতাশা, দীর্ঘশ্বাস, বিষণ্ণতা কেটে যাক,
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
তারপর সেই বিষফল কেউ ভালোবাসা মেখে খাবে কিন্তু!! তখন কি হবে!!
সুরাইয়া পারভীন
সোজা ওপারে চলে যাবে
হা হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়