
*(পড়েরবাড় সুদ্ধ কইড়া লেখার চেষ্টা কড়ুম)
প্রিয়তমা,
খুব ইচ্ছে কড়ে তোমাকে শারি পড়িয়ে গারিতে কড়ে গ্রামেড় বারি নিয়ে যাবো। তুমি যাবেনা শোনা ? তুমী চাইলে তোমাড় জন্যে জিবণ দেবো। তুমি না বলেছীলে আমাকে ভালবাশো ! তবে আজ অমণ কড়ছো কেন লক্ষিটী ! তুমি বই পরা ষেশ হলে সারিটা পড়ে নাঊ। তোমাড় জণ্য আমী মালা ঘেতে রেখেচি তোমাড় ঘলায় পড়াবো বলে। আপাতত ণা হয় কদিন পরাসোনা থাক। কি ব্যাপাড় কতা বলচোনা জে? নাকী পরতে পরতে গুমীয়ে পরেছো ? তুমী কি সত্যিই নাড়ি ? না পুড়ুস ? বুজেচি আজ আড় কতা বলবেনা। পড়ে আবাড় কতা হবে, কেমন ?
*** ( “র” , “ড়” ও বানান গোলমাল ) ***
২৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভ্রান্তিবিলাস এ এমন ভ্রান্তি !! সব ইতো ওলোটপালোট লাইগ্যা গেলো। 🙄🙄🙄🙄 ধন্যবাদ মজা লাগলো। শুভ কামনা রইলো আপনার জন্য
সুরাইয়া নার্গিস
ভাইয়া আমি ঘুমের ঘোরে পড়তে, পড়তে, পড়তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছি।
আচ্ছা ঘুম ভাঙ্গলে পড়ে কমেন্টস করবো আফাতত বিদায়।
শুভ কামনা রইল আপু।
হালিম নজরুল
আপাতত ঘুমাইয়া লন। হা হা হা
হালিম নজরুল
বিলাসী মনের ভ্রান্তি বলেই এরকম।হা হা হা
সুপায়ন বড়ুয়া
প্রিয়তমা কি আংগো দেশী নোয়াখাইল্লা নাকি ভাইজান।
ভাল লাগলো। শুভ কামনা।
হালিম নজরুল
হা হা হা, কেন দাদা, হেতাগো কি পিরিত করনের অধিকার নাইকা!!!
সুপায়ন বড়ুয়া
১০০ বার করবে ১০০০ বার করবে
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লিখনশৈলি । কোমল ভাবনা l
সাবিনা ইয়াসমিন
এ্যা!!!! কোমল ভাবনা কই পাইলেন মহী ভাই?
শ, ড় আর ণ দিয়ে এমন লেখা কোমল ভাবে আমরা কেন পড়তে পারলাম না? একটু বুঝিয়ে দিন প্লিজ 🙏
হালিম নজরুল
হা হা হা
ছাইরাছ হেলাল
উহু, পিড়িয়ে এটুদিন টুমি কুতায় ছেলে,
যাটি তুমাকেই খুযিটেছে!
সুপর্ণা ফাল্গুনী
১০০% ঠিক ভাইজান । এইডাই মনে লয় হইবে।
হালিম নজরুল
আমারে মাইরেন না ভাইজান। হা হা হা
সুরাইয়া নার্গিস
ভাইয়া আমি ঘুমের ঘোরে পড়তে, পড়তে, পড়তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছি।
আচ্ছা ঘুম ভাঙ্গলে পড়ে কমেন্টস করবো আফাতত বিদায়।
শুভ কামনা রইল আপু।
হালিম নজরুল
ওম শান্তি। শান্তি। হা হা হা
মাহবুবুল আলম
করোনাদহনেও পড়ে মজা পেলাম।
শুভেচ্ছা অবিরাম ।
হালিম নজরুল
একটু দুষ্টামি করলাম ভাই। হা হা হা
সুরাইয়া পারভীন
যা বাবা শারি পড়তে পড়তে ঘুমিয়ে গেলো
এঁটো থুব গুম কাতড়ে বউ
এটাই তো বেশ মজা। দরকার কি শুদ্ধ করে লেখা
হালিম নজরুল
হা হা হা একটু দুষ্টামি করলাম।
সাবিনা ইয়াসমিন
ভালবাশার নামে এক আঁটি বাঁশ দিছে! উপরওয়ালাই জানেন এই চিঠির লেখক কার গলায় কিসের মালা পরাবেন! ওহহো, সরি, গলা না ঘলা 🙊🙊
রম্য চালু রাখুন ভাই সাহেব, আপনাকে দিয়েই হবে 😀😀
হালিম নজরুল
চালু রাখবো! আমার দুষ্টামি ভাল লেগেছে! সত্যি কইতাছি, কাউরে বাঁশ দেওনের জন্য লিখি নাই। এইডাই আবার শুদ্ধ কইরা লিখুমনে।
নিতাই বাবু
রম্য লেখারও ওস্তাদ আপনি। শব্দেরও রম্য আছে বুঝেছি এবার। র এবং ড় নিয়ে বেশ লিখেছেন, দাদা। মজা পাইলাম।
শুভকামনা থাকলো, শ্রদ্ধেয় কবি দাদা।
হালিম নজরুল
দাদা,
সবসময় আপনি আমার পাশে থাকেন বলে সাহস পাই। ধন্যবাদ আপনাকে দাদা।
আরজু মুক্তা
র আর ড় এর রম্যরস। ভালো লাগলো
হালিম নজরুল
যাক, আপনাদের ভাল লাগলেই কেবল আমার সার্থকতা, ধন্যবাদ আপু।
ইঞ্জা
ভ্রান্তিবিলাস পড়ে ভ্রান্ত হলোনা মন, ভালোই লাগলো ভাই।
হালিম নজরুল
একটু দুষ্টামি ও মজা করার চেষ্টা করলাম ভাই।
জিসান শা ইকরাম
আপনাড় ড়ম্য পড়িয়া কি মন্তব্য কড়িব বুঝিয়া উটতে পাড়িতেছিনা।
ড়ম্য ভালো লাগিয়াছে।
তৌহিদ
বানাম বুলের কেসারত দিতে হইসিল কিনা জানিবার চাই। বালো লেগেছে লেকা।