
আমার কবরে আমি যাব
তোমার কবরে তুমি
তবে কেন সন্ত্রাস করে
বিশ্বটা রনভুমি
নেতা ফেতা এসেছে একা
যাবে চলে একা
কি কাজে আসবে তখন
দূর্নিতি করা টাকা।
শুধুই কেন ঘুরা বল
ভন্ড নেতার পিছে
একা এলে একা যাবে
সময় নষ্ট মিছে।
সাথে যাবেনা হাসিনা-খালেদা
নিজামী আর আমিনি
আটরশী বা চরমোনাই
কিংবা ইমাম খোমেনী।
তোমার কবরের সোয়াল জবাব
তুমিই দিবে একা
নেক আমলই সাথে রবে
তারই সাথে দেখা।
কি ভয়ংকর গর্ত এক
কি ভয়ংকর ক্ষন
এসময়ে পূর্ণবানের
আমলই আপন।
নেতার পিছে ছুটার আগে
একটু চিন্তা কর
ভন্ড নেতা ছেরে এবার
রসুলের পথ ধর।
নেতার মত নেতা আমার
মুহাম্মদ স. আল্লাহর রাসুল
তার দেখানো পথে পথহারা
পায় খুজে কুল।
অন্যের পালা কুকুর হয়ে
মানুষ মেরে লাভ কি?
কোরআন-হাদিসের পথে এসো
দুর হবে ভোগান্তি।
আজকে তুমি মারলে যারে
সেতো গেল কবরে
অপেক্ষা কর এবার তুমি
যাবে দুদিন আগে-পরে।
সাথে যাবে সকল কর্ম
মানুষ মারার পাপও
টের পাবে ভাল ভাবে
পাপ ছাড়েনা বাপকেও।
একটু ভুলে হতে পারে
মহা সর্বনাশ
ইসলামের পথে থাক
কবর ডিগ্রী পাস।
আসবে মহা সাফল্য
ও আল্লাহর বান্দা
আখী মেলে তাকাও এবার
থেকো না আর আন্ধা।
আল্লাহর পথ ছারা
সকল মত ভ্রান্ত
আল্লাহর বানী আকরে ধর
ইমান কর শক্ত।
পাবে তবে মুক্তি
পাবে তবে শান্তি
পাবে তবে জান্নাত
আধার কবরে জোতি।
আপন ঠিকানায় আমিই আপন
বাকি সবাই পর
ইয়া নাফসি ইয়া নাফসি
আপন চিন্তা কর।
১৫টি মন্তব্য
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
আতা স্বপন
ধন্যবাদ! সবাই সবার জন্য দোয়া করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন।
সুপর্ণা ফাল্গুনী
চিরন্তন সত্য, কঠিন টাকে এমন ছন্দ আকারে তুলে আনলেন । খুব ভালো লেগেছে, তবে বানানগুলোকে চেক করে দেখবেন। ভালো থাকুন সবসময়।
আতা স্বপন
ধন্যবাদ! সবাই সবার জন্য দোয়া করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন।
সুরাইয়া পারভীন
অমোঘ সত্য প্রকাশ করেছেন কবিতায়।
এটা যদি বুঝতো সবাই তবে তেলবাজ নেতা বেচারা
এতোটা করার সাহস পেতো না।
চমৎকার লিখেছেন
আতা স্বপন
ধন্যবাদ! সবাই সবার জন্য দোয়া করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন।
রেহানা বীথি
সবাইকে একা চলে যেতে হবে, থেকে যাবে আমাদের যার যার দোষগুণগুলো। ভালো লিখেছেন।
ভালো থাকবেন সবসময়।
নিতাই বাবু
পরকে ঠকালে নিজেই ঠকতে হয়। একজনকে মারলে আরেকজন আমাকে মারবে এটাও নিশ্চয়!
খুব ভালো লাগলো দাদা। শুভকামনা থাকলো।
আতা স্বপন
ধন্যবাদ দাদা! আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন এই শুভ কামনা।
ফয়জুল মহী
ভালো লাগলো ।
চরম বাস্তবতার নিখুঁত প্রকাশ।
জাকিয়া জেসমিন যূথী
আল্লাহর পথ ছারা
সকল মত ভ্রান্ত
আল্লাহর বানী আকরে ধর
ইমান কর শক্ত।
পাবে তবে মুক্তি
পাবে তবে শান্তি
পাবে তবে জান্নাত
আধার কবরে জোতি।
আপন ঠিকানায় আমিই আপন
বাকি সবাই পর
ইয়া নাফসি ইয়া নাফসি
আপন চিন্তা কর।
… একেবারে আসল বাস্তবতা তুলে ধরেছেন ভাইয়া। তাইতো নিজেকে সেই পথেই অগ্রসর করতে চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ যদি সেভাবে ক্ষমা করেন।
আতা স্বপন
ধন্যবাদ! সবাই সবার জন্য দোয়া করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন।
কামাল উদ্দিন
আমার কবরে আমি যাব
তোমার কবরে তুমি
তবে কেন সন্ত্রাস করে
বিশ্বটা রনভুমি
………চমৎকার বলেছেন ভাই। ক্ষণিকের দুনিয়ায় হানাহানি করে সবার শান্তি নষ্ট করে আমরা রাজনীতি করছি। অথচ যখন তখন চলে যেতে পারি সেটা ভাবছি না।
আতা স্বপন
ধন্যবাদ! সবাই সবার জন্য দোয়া করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন।
কামাল উদ্দিন
আমিন