
সবাই কে জানাই বৈশাখী আনন্দ ও শুভেচ্ছা।
মেলা মেলা বৈশাখী মেলা,যাবে না কি খেলতে খেলা,
চড়াবো তোকে নাগরদোলায়।
———————-
নাগরদোলা,,
যাবে কি সই রংয়ের মেলায়
চড়তে নাগর দোলা,
ফোসকা বাদাম চালমুরিতে
কেটে যাবে বেলা,
যাবে কি সই রংয়ের মেলায়
চরতে নাগর দোলা!
সই গো রংয়ে রংয়ে সাঁঝায় কুমার
মেলার চারিপাশ,
সই গো দামেও ভালো, মান ও বেশী
বাংলার এই সাঁঝ,
সই গো নববধূর হাতে গড়া
খোকুর পুতুল নাচ!
সই গো যাবে না-কি রংয়ের মেলায়
চড়তে নাগর দোলা।
কুমার পাড়ার নববধূ নব-রংয়ে সাঁঝে
নতুন সাজে নতুন রঙে,কোকিল ডাকে কুহু সুরে
শিমুল পলাশ ঢালে ঢালে,উড়ছে দেখো
বসন্তের গানে
চৈত্র শেষ বৈশাখীর শুরু , মেলা দিয়েই বছর শুরু
চলছে মেলা জবর ধখল,চলে গেলে পরের বছর
দিন চলেছে দিনের পথে , মেলা না কি বঠের মুলে
চলে গেলে পরের বছর, পূর্ণ করো মনের আসর।
করোনার থাবাতে বৈশাখী আনন্দ বন্দী ঘরে,
২৩টি মন্তব্য
নীরা সাদীয়া
এবার আর হলো না বৈশাখী মেলা। পরেরবার কবে যে হবে কে জানে?
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা,
আগামী আনন্দে বাঁধিয়া বুক
বৈশাখী আনন্দ দেখিলো চোখ,
ফিরে আসুক মেলার প্রিয় মুখ।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
প্রতি বছর বৈশাখ আসে আনন্দের বার্তা নিয়ে। আমরাও সানন্দে বরণ করি নতুন বছর। কিন্তু এবার সব ব্যাতিক্রম হয়ে গেলো। তবু্ও আমরা আশা রাখি, নতুন বছর ধুয়েমুছে দিবে পুরনো বছরের গ্লানি, জরা।
ভালো থাকুন দাদা,
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদি, কৃতজ্ঞতা,
আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো 🌹🌹
সুরাইয়া নার্গিস
অনেক ভালো লাগলো দাদা।
শুভ নববর্ষের শুভেচ্ছা রইল সবার জন্য।
এবার নববর্ষের আনন্দ তেমন হয়নি! তারপরও বাসায় একা একা সেজে পুরা বাসা ঘুরে বেড়িয়েছি।
ছবি তুলেছি তাতে কিছুটা ভালো লেগেছে, সামনে আগামী ৪ বছর রজমান রোজার মাসে বৈশাখ আসবে। রোজা রেখে হয়ত এমন উৎসবমূখর ভাবে বৈশাখ পালন করা হবে না।
শুভ কামনা রইল দাদা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ প্রিয় দিদি, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা।
দিদি ঈশ্বর আল্লাহ সহায়, এইবার হয়নি, আগামীতে হবে।
নতুন বছরের শুভেচ্ছা রইলো,
ভালো থাকবেন সব সময় শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
এবারের বৈশাখ টা অন্যরকম গেল। কবে যে আবার আনন্দ ফিরে আসবে। ভালো থাকুন, ঘরে থাকুন। শুভ কামনা রইলো
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি,
দিদি ঈশ্বরের কৃপায় আনন্দ ফিরে আসবে,
ঈশ্বর সবার মঙ্গল করুক।
আপনিও ভালো থাকুন সুস্হ থাকুন নিরাপদ থাকুন সবসময় শুভ কামনা রইলো।
সুপায়ন বড়ুয়া
সুন্দর বৈশাখী মেলা আনন্দ বারতা নিয়ে লেখা ভাল লাগলো।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা।
আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো।
সামশুল মাওলা হৃদয়
এবার ঘরে ভিতরে কাটতে হল
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়, এইবার ঘরে হয়েছে, আগামীতে আলোয় হবে, উজ্জ্বল আনন্দ।
সুরাইয়া পারভীন
এই করোনাকালে সইয়েরা ঘরেই থাক
বেঁচে থাকলে অবশ্যই বৈশাখ মেলায় যাবেখন
চমৎকার লিখেছেন দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা,,
ঘরে থাকুন নিরাপদ থাকুন শুভ কামনা 🌹🌹
রেহানা বীথি
সুন্দর লিখলেন দাদা।
আবার আলোর মুখ দেখুক পৃথিবী, আসুক বৈশাখ চিরচেনা রঙে।
ভালো থাকুন সবসময়।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা।
নতুন এক পৃথিবী দেখিবার অপেক্ষায়
আলোর মুখ।
শুভ কামনা রইলো।
হালিম নজরুল
বৈশাখী শুভেচ্ছা রইল।
সঞ্জয় মালাকার
শুভেচ্ছা ও ভালোবাসা দাদা,
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
নিতাই বাবু
এই করোনা আলামতের বর্ষে শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা কীভাবে যে জানাই! ভাবছি তা-ই!
তবুও ঘরে বসে বরণ করতে হয়েছে বাংলা নববর্ষকে।
এসো হে বৈশাখ, ধ্বংস করে দাও করোনাভাইরাসকে।
এই সংকটময় সময়ে সবাইকে শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা।
ফয়জুল মহী
ভালো লাগলো । নিখুঁত প্রকাশ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা,,
ঘরে থাকুন নিরাপদ থাকুন শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
সরি, দাদা হবেমেট্রোরেল
কামাল উদ্দিন
মনটা হারিয়ে গেল নাগরদোলা সজ্জিত কোন বৈশাখী মেলায়। ছোট বেলায় আমাদের বাড়ির পাশের রেল স্টেশনের কৃষ্ণচুড়ার চলে বিশাল মেলা বসতো। কদমা, মুড়ি, বাতাসা, নাগরদোলা আহা সেই সুখের দিনগুলি…….