
করোনা যেমন দেখিয়ে দিচ্ছে এই দেশের মানুষের স্বার্থপরতা তেমনি দেখাচ্ছে আমাদের মহানুভবতা। তবে স্বার্থপরতা সর্বদাই মহানুভবতার কাছে হেরে গিয়েছে এবং পৃথিবী ধ্বংসের আগ মুহূর্ত পর্যন্ত মানবিকতারই জয় হবে নিশ্চিত।
করোনায় মৃত মানুষের জানাজায় লক্ষ টাকার বিনিময়ে মাহফিল করা তথাকথিত মৌলভীরা নেই, শরীক হয়েছেন অজানা অচেনা মহানুভব কিছু মানুষ।
অকারন করোনা সন্দেহে নিজের জন্মদাত্রী মাকে জঙ্গলে ফেলে রেখে যায় স্বার্থপর সন্তানেরা। অথচ তাকে উদ্ধার করে অচেনা কিছু মহানুভব মানুষ।
করোনায় নিজের জীবন বাজী রেখে চিকিৎসাসেবা দেয়া ডাক্তার এম্বুলেন্স পায়না। আবার হাসপাতালের নার্সদের খাবার সংকটে এগিয়ে এসেছে মহানুভব কিছু মানুষ।
করোনায় নিজের স্বার্থসিদ্ধির জন্য অসহায় মানুষদের ত্রাণ মেরে দেয় কেউ। অন্যদিকে নিজের সহায় সম্পদ বিক্রি করে অকাতরে বিলিয়ে দিচ্ছে কিছু মহানুভব মানুষ।
হাসপাতালে পিপিই পরে করোনায় মৃত নিজের পিতার জানাজায় অংশগ্রহণে অনীহা প্রকাশ করা সন্তান শুধুমাত্র পেনশনের টাকা তুলতে পারবে এই চিন্তা থেকে পিতার মৃত্যু সনদটি ঠিকই বগলদাবা করে নিয়েছে। অথচ লাশ সৎকার করবে মহানুভব কিছু মানুষ।
নিজের জীবনের মায়া ত্যাগ করে করোনায় মৃত ছয় বছরের আদরের শিশুসন্তানকে কাফন পরিহিত অবস্থায় শেষবারের মতো কোলে তুলে নিয়েছেন একজন মহানুভব বাবা।
এসব সব সংবাদে আমার চোখের কোণে অশ্রু জমে, খুব মুষড়ে পরি। তারপরেও মনে সাহস যোগাই এটা ভেবে – এই পৃথিবীতে আদিপিতা আদম থেকে শুরু করে আমাদের মাঝে আজ পর্যন্ত এরকম যত ঘটনাই ঘটেছে সেখানে মহানুভবতাই জয়ী হয়েছে।
আমার আপনার এরকম কিছু হলে আপনজনরা কেউ কাছে না এলেও অন্য কেউনাকেউ আসবেনই, পাশে দাঁড়াবেন। এ জীবনে যতটুকু ভালো কাজ করেছি, অন্যের বিপদে এগিয়ে এসেছি তা বিফল হতে পারেনা। তাহলে মানবিকতা, মহানুভবতা শব্দগুলি মুল্যহীন হয়ে লেখা থাকবে জীবন ডায়েরির প্রতিটি পাতায়।
মানুষ মানুষের জন্য এটাই সত্য।
২৬টি মন্তব্য
ফয়জুল মহী
অসাধারণ লেখা। খুবই ভালো লাগলো।
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
সুপায়ন বড়ুয়া
মানুষ আর মানবিকতা আছে বলেই
মহানুভব মানুষ গুলো মানুষের বিপদে এগিয়ে আসে
তাইতো পৃথিবীটা এতো সুন্দর ও টিকে আছে।
ভাল লাগলো ভাইজান। শুভ কামনা।
আপনার লেখায় ও যেখানে এন্টার দিছেন সেখানে স্পেস হয়ে গেছে। এরকম আমার সহ আরও কয়েকজনের দেখলাম।
তৌহিদ
দাদা, মানবিকতার জয় হবেই নিশ্চিত। কই আমার লেখার স্পেস ঠিকই আছেতো। আমি এভাবেই লিখেছিলাম দাদা।
ভালো থাকবেন।
ইঞ্জা
মানবিকতার কাছে স্বার্থপরতার হার হয়েছে যুগে যুগে, যদি হেরেই যেতো মানবিক গুণাবলি তাহলে এই পৃথীবি আর বাসযোগ্য থাকতোনা ভাই।
চমৎকার লেখাটির জন্য সাধুবাদ জানাই।
তৌহিদ
অবশ্যই দাদা, মানবিকতা আছে বলেই আমরা এখনো একে অন্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। মানবতার জয় সবসময়ই হয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা ভাই।
সুরাইয়া পারভীন
ভাইয়া কাল এক ফেবু লাগবে একজন বলছিলো যারা করোনা মৃত মানুষকে কবর দেবেন না তিনি তাদের জন্য নিজেস্ব জায়গা দান করেন বললেন।
মহানুভবতার জয় হয়ে
সুরাইয়া পারভীন
লাইভে
তৌহিদ
অবশ্যই মহানুভবতারর জয় হয়েছে হবে নিশ্চিত। এই পৃথিবীতে মানুষ মানুষের জন্যই।
ভালো থাকবেন আপু।
সুরাইয়া পারভীন
সবসময় মহানুভবতার জয় হয়েছে/হচ্ছে/হবে ইনশাআল্লাহ
তৌহিদ
ইনশাআল্লাহ জয় হবেই হবে।
সাবিনা ইয়াসমিন
করোনার প্রভাবে আমরা প্রতিনিয়ত নতুন অনেক কিছু দেখতে পাচ্ছি, যা আগে কখনো দেখা হয়নি। মানুষের মহানুভবতা, ত্যাগ, নিঃস্বার্থ অবদান যা কিছু কখনো প্রকাশ্যে উন্মোচিত হয়নি। আবার এমন কিছু দেখছি যা দেখার পর নিন্দা বা দুঃখ জানানোর ভাষা খুঁজে পাইনি। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে/ দিবে। তেমনি সময়ের পরীক্ষায় জয় হবে মানবতার। মানুষ মানুষের জন্যে, এই সত্যটি কভু বিলিন হবার নয়।
পরিশেষে আল্লাহ তায়ালার কাছে দোয়া করি তিনি যেন তার সৃষ্টি জগৎকে এই দূর্যোগ থেকে মুক্তি দেন।
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
মানুষকে চিনিয়ে দিয়ে যাচ্ছে করোনা। তবে মহানুভবতার জয় হবেই হবে নিশ্চিত। আমরা করোনাকে জয় করবো নিশ্চিত।
আল্লাহ সহায়। ভালো থাকবেন আপু।
ছাইরাছ হেলাল
খ্যাতি যশ লাভ-ক্ষতির কথা চিন্তা না করেই সব সময়ে কিছু মহানুভব মানুষ জাত ধর্ম নির্বিশেষে
অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়, আগেও দাঁড়িয়েছে, আবার ও দাঁড়াবে। ধর্মের গলাবাজদের এই কঠিন সময়ে আপনি দেখতে পাবেন না।
এরা থানকুনি পাতায় সময় কাটায়। এন্টারকোটিকে সান্তনা খোঁজে, আর মজা লয়, এখন কেমন বোঝ! এই ভাবনায়।
তৌহিদ
একদম ঠিক ভাইজান। আমরা নিজেদের মানুষদের কাছে আসছিনা কিন্তু রোগ মুক্তির জন্য গুজবীয় উপায় খুঁজে বেরোচ্ছি।
আল্লাহ বোঝার তৌফিক দিন।
সুপর্ণা ফাল্গুনী
মানবিকতা এখনো আছে, থাকবে । তবুও এই দুর্যোগের সময় স্বার্থপরতা দেখলে কষ্ট হয়। এখনো সরকারী ত্রাণ চুরি করে , ব্যবসা করার জন্য অদ্ভুত! ভালো লাগার মতো একটা পোষ্ট দিলেন। ধন্যবাদ আপনাকে
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া ছবি খানা খুউব ভালো লাগছে।
সঞ্জয় মালাকার
মানবিকতা এখনো আছে, থাকবেও সবসময়।
জাকিয়া জেসমিন যূথী
মানুষ মানুষের জন্য। আর বিপদেই আসলে প্রকৃত মানুষদের চেনা যায়। যারা নীতিকথা বলে মুখে ফেনা তুলে ফেলি, আমাদের নীতিকথাগুলোর প্রাকটিক্যাল প্রকাশ হয়এইরকম কঠিন সময়গুলোতে।
খুব ভালো লিখেছেন।
জিসান শা ইকরাম
এমন মহানুভব কিছু মানুষ আছে বলেই আমরা বেঁচে থেকে স্বপ্ন দেখি।
ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন মাত্র কয়েকজন,
৭১ এ জান বাজী রেখে মুক্তিযুদ্ধ করেছিলেন একলাখ মুক্তিযোদ্ধা,
নুর হোসেন রা একজনই থাকে দেশে। সবাই হতে পারেনা।
ভালো হয়েছে পোস্ট।
শুভ কামনা।
মাহবুবুল আলম
“করোনায় মৃত মানুষের জানাজায় লক্ষ টাকার বিনিময়ে মাহফিল করা তথাকথিত মৌলভীরা নেই”
“অকারন করোনা সন্দেহে নিজের জন্মদাত্রী মাকে জঙ্গলে ফেলে রেখে যায় স্বার্থপর সন্তানেরা।”
“করোনায় নিজের জীবন বাজী রেখে চিকিৎসাসেবা দেয়া ডাক্তার এম্বুলেন্স পায়না।”
“করোনায় নিজের স্বার্থসিদ্ধির জন্য অসহায় মানুষদের ত্রাণ মেরে দেয় কেউ।”
তৌহিদ ভাই আপনার এ প্রশ্নগুলো বিবেকবান সব মানুষের।এদের কারণেই সমাজ ও রাষ্ট্র টিকে আছে।
সুন্দর লেখার জন্য ধন্যবাদ আপনাকে।
হালিম নজরুল
করোনা আমাদের সামনে বহুমুখী শিক্ষার দ্বার উন্মোচন করেছে।
প্রদীপ চক্রবর্তী
এই তো সময় মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর।
কিছু মানুষ আছে বলে আমরা ঠিকে আছি।
ভালো লেখনী।
শুভকামনা দাদা।
রেহানা বীথি
কিছু মহানুভব মানুষ আছে, থাকবেও। তাঁদের মহানুভবতার কারণেই হয়তো পৃথিবী টিকে যাবে এবারের মতো।
চমৎকার পোস্টটির জন্য ধন্যবাদ ভাই।
নিতাই বাবু
শ্রদ্ধেয় দাদা, মহান সৃষ্টিকর্তার এই পৃথিবীতে কেউ কারোর জন্য আটকে থাকে না। আটকে থাকে স্মরণে। আটকে থাকে কথায়। তবে শিরোনামের সাথে লেখার খুবই মিল রয়েছে। মান+হুঁশ=মানুষ-এর জয় নিশ্চিত!
শুভকামনা-সহ প্রার্থনা করছি, এই সময়ে সপরিবারে ভালো থাকার।