
জীবন্মৃত অনিককে শিলিংয়ে শিকল বাধা অবস্থা থেকে নামাতে বলে চ্যাং সিগার ধরালো, তা দাঁতের ভাঁজে চেপে ধরে ফিলিপিনো ভাষায় বললো, ওকে গুদাম ঘরে ফেলে রাখো আর ডাক্তারকে বলো আজকে ট্রিটমেন্ট দিতে, ও মরে গেলে তো আর আমার ক্ষতি পোষাতে পারবোনা।
অনিককে ছ্যাঁচড়ে দুজন নিয়ে গেলো গোডাউনে ফেলে রাখার জন্য, গোডাউনটা অন্ধকার এক জায়গা, যেইখানে সহজে আলো পোঁছায়না, সেখানেই ষন্ডারা ছুঁড়ে ফেললো অনিককে, ছুঁড়ে ফেলার গতি বেশি থাকায় অনিক গুঁগিয়ে উঠলো।
জ্ঞান পুরাপুরি হারায়নি ও, কানে আওয়াজ এলো ট্যাঁ ট্যাঁট ট্রাঁট ট্যাঁট শব্দ, যেন মেসিন পিস্তল বা মেসিনগানের আওয়াজ, কয়েকটা গুলির আওয়াজও শুনলো মনে হয়, এরপর জ্ঞান হারালো।
কতক্ষণ পর আবার জ্ঞান ফিরলে মনে হলো কেউ ওর মুখের উপর যেন দেখছে, এরপর আবার জ্ঞান হারালো।
অনিকের মার প্রচন্ড জ্বর, কয়েকদিন উনি শুধু জায়নামাজেই পড়ে ছিলেন, খাওয়া দাওয়া ঠিক মতো করতেন না, ছায়া জোর করে খাওয়ালে অল্প খেতেন, ছেলের চিন্তায় চিন্তায় উনি অসুস্থ হয়ে গেলেন।
অনিকের বাবার অবস্থা তথৈবচ, পুরুষ মানুষ বিধায় এখনো শক্ত আছেন, হয়ত বেশিদিন গেলে উনিও অসুস্থ হয়ে যাবেন।
আজ অনিক নেই এক সপ্তাহ, ছায়া মাঝে মাঝে সোহেল চৌধুরীকে ফোন দেয়, পরে হতাশ হয়ে সবার সেবাতে লেগে থাকে, লুকিয়ে লুকিয়ে কাঁদে সে, মাঝে মাঝে অনিকের বিছানায় মরার মতো পড়ে থাকে, নাহয় কেঁদে বিছানা ভিজায়, চোখের নিচে কালি পড়েছে যেন চোখ গর্তে লুকাতে চাইছে।
ছায়া অনিকের মাকে জলপট্টি দিচ্ছে, অনিকের বাবা পাশেই বসে ছিলেন।
আন্টি আপনি এইভাবে ভেঙ্গে পড়লে চলবে কি করে, অনিক যখন ফিরবে তখন কি জবাব দেবেন?
মাগো, আজ এক সপ্তাহ হয়ে গেলো, অনিক তো ফিরে এলোনা, আল্লাহই জানেন কিডন্যাপাররা আমার ছেলেকে কি করছে, বলেই হু হু করে কাঁদতে শুরু করলেন অনিকের মা, অনিকের বাবা মাথায় হাত ভুলাতে ভুলাতে চোখের পানি ফেলছেন।
এই সময় দরজায় নক শুনে ছায়া বললো, বাবা আসছি।
ছায়া উঠে গিয়ে দরজা খুললে রওশনের বাবা জিজ্ঞেস করলেন, ভাবী এখন কেমন আছে?
জ্বর একটু নামছে বাবা।
ভাই আপনার ফোন এসেছিলো।
তাই বলে অনিকের বাবা উঠে গিয়ে সেলফোন নিয়ে চেক করে দ্রুত কল ব্যাক করলো।
অপর প্রান্ত থেকে সোহেল চৌধুরী কণ্ঠ, মি. রাশেদ আপনাদের জন্য গুড নিউজ আছে।
কি কি বলুন প্লিজ।
মি. অনিককে উদ্ধার করা হয়েছে, এই মুহূর্তে ল্যানগন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
কেন কেন ওর কি হয়েছে অনিকের?
না তেমন কিছু না, উনাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে, আপনাদেরকে আমার লোকজন নিয়ে আসবে, রাখছি।
জি জি, ওগো শুনছো তোমার ছেলেকে পেয়েছে ওরা।
ইতিমধ্যে অনিকের মা বিছানা ছেড়ে দাঁড়িয়ে শুনছিলেন, উনি হাউমাউ করে কাঁনা শুরু করে ছায়াকে জড়িয়ে ধরলেন, সাথে ছায়াও কাঁদতে লাগলো।
কোথায় আছে অনিক, ওকে কি নিয়ে আসছে ঘরে, রওশনের বাবার উদ্বীগ্ন জিজ্ঞাসা?
না ভাই সাহেব, ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, অনিকের মা, ছায়া চলো সবাই, নিচে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে, ভাই চলেন চলেন।
জ্বি ভাই চলেন, ছায়া তুই ভাবীকে রেডি করে নে, তুইও চেইঞ্জ করে নে মা।
ঘন্টা খানেকের মধ্যেই সবাইকে নিয়ে অনিকের বাবা হাসপাতালে এলেন, ইমারজেন্সির সামনেই সোহেল চৌধুরীকে পেয়ে উদ্বীগ্ন ভাবে জিজ্ঞেস করলেন, ও কোথায় আছে?
ওকে ফার্স্ট ফ্লোরে আইসিইউতে রাখা হয়েছে, চলুন উপরে যায়।
ছায়ার আর বাঁধ মানলোনা সে যেন দৌড় দিলো, দ্রুত উপরে উঠে আইসিইউ নির্দেশিত স্থানে গেলো অনিককে দেখতে, বাইরে থেকেই গ্লাসের ওপারে অনিককে নিয়ে ব্যস্ত ডাক্তাররা, সারা শরীরে দগদগে ঘাঁ গুলো পরিস্কার করছে ওরা, এইসব দেখে ছায়া আর সহ্য করতে পারলোনা, ওদিকেই লুটিয়ে পড়ে জ্ঞান হারালো।
ইতিমধ্যে দূর থেকে সবাই খেয়াল করলো ছায়ার লুটিয়ে পড়া, সবাই দৌড়ে গিয়ে ধরলো ছায়াকে, কয়েকজন ডাক্তার নার্স এসে ছায়াকে দ্রুত একটা রুমে নিয়ে গিয়ে শোয়ায়ে দিলো।
ডাক্তাররা চেক করে অবাক হলো ওর অবস্থা দেখে, বের হয়ে এসেছে বললো, ও তো কিছুদিন ধরে অভুক্ত।
ডাক্তারের কথা শুনে রওশনের বাবাও অবাক হলেন, এরপর বুঝিয়ে বললেন কেন এমন হলো।
ডাক্তার বললেন ওকে পুষ্টিকর কিছু খেতে দিন, এতে সে ভালো ফিল করবে।
ওদিকে অনিকের অবস্থা দেখে ওর মা বাবা ভেঙ্গে পড়লেন, সোহেল চৌধুরী উনাদেরকে বললেন, আপনারা এমন করলে তো হবেনা, আল্লাহর কাছে শুকরিয়া করুন যে ও বেঁচে আছে এবং ওর শত্রুদেরকে বিনাশ করা হয়েছে, আশা করছি ও দিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠবে।
এই সময় ডাক্তারদের বেরুতে দেখে সোহেল সহ সবাই এগিয়ে গেলো অনিকের অবস্থা জানতে।
কেমন দেখলেন, ইংরেজিতে সোহেল জিজ্ঞেস করলো।
ও প্রচন্ড শকে আছে, শরীরে গুরুতর কিছু ক্ষত আছে, হাতে পায়ে নক তুলে ফেলাতে ক্ষতিটা বেশি হয়েছে, এরপরেও আমরা হোপফুল যে ও দ্রুত সেরে উঠবে। ইংরেজিতে ডাক্তার সব খুলে বললো।
ওর জ্ঞান কি ফিরেছে?
একবার ফিরেছিলো, আমরা ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, যত ঘুমাবেন ততই ভালো হবে।
ধন্যবাদ।
ধন্যবাদ বলে ডাক্তার ফিরে গেলো।
ছায়াকে ওর বাবা (শ্বশুর জোর করে স্যুপ আর চিকেন স্যান্ডউইচ খাইয়ে দিলেন, সাথে বকাও দিলেন কেন ও এতোদিন কিছু খায়নি।
বাবা ও কেমন আছে এখন?
সুস্থ তো নেই, কিন্তু ভালো আছে, ঘুমাচ্ছে এখন।
বাবা আমি দেখবো।
আগে সব খেয়ে নে, এরপর দেখতে যাবি।
ঠিক আছে বলে সব খেলো, নার্স এসে ওকে মিক্সড ফ্রুট জুস দিয়ে গেলো হাসপাতালের তরফ থেকে।
এইটাও খেয়ে নে, শরীরে শক্তি পাবি।
ছায়া চুমুক দিয়ে খেয়ে নিলো, এরপর ও রওশনের বাবাকে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো।
ওকে দেখে অনিকের মা জড়িয়ে ধরে বললেন, কিরে মা তুমি নাকি কিছু খাওনি এ কদিন, আসো দেখে যাও অনিককে, ছায়া ধরে গ্লাসের অন্য পাশে দাঁড়ালেন উনি।
অসংখ্য তার এবং নলের মাঝে অনিক মরার মতো পড়ে আছে দেখে ছায়ার দু-চোখ বেয়ে টপটপ করে চোখের পানি পড়তে লাগলো।
……. চলবে।
ছবিঃ গুগল।
জনস্বার্থেঃঃ
২৬টি মন্তব্য
হালিম নজরুল
সারা শরীরে দগদগে ঘা থাকলেও অনিক ফিরে এসেছে এটিই স্বস্তির
ইঞ্জা
হাঁ এইটিই স্বস্তির ভাই, অনিক দ্রুত সুস্থ হয়ে উঠলেই তবে গল্পের অবস্থা বুঝা যাবে।
ধন্যবাদ প্রিয়জন।
সুপায়ন বড়ুয়া
যাক বাবা একটা স্বস্থির খবর দিলেন
এই নববর্ষে।
অনিকের সাথে আমাদের বিপদ ও কেটে যাক।
শুভ কামনা।
ইঞ্জা
ধন্যবাদ দাদা, নববর্ষের শুভেচ্ছা জানবেন।
সুরাইয়া পারভীন
অনিক ফিরে পাওয়া গেছে এটাই বা কম কিসে? সুস্থ হবে দ্রুত। ছাড়া অপরাধ বোধে ভুগছিলো বলেই হয়তো কিছু খেতে পারেনি অথবা অনিককে গভীর ভাবে ভালোবাসে তাই ভালোবাসার মানুষকে হারিয়ে পাথর হয়ে গেছে।
চমৎকার লিখেছেন এই পর্বটিও
ইঞ্জা
অপরাধবোধ তো আছেই, সাথে সেও যে মনে মনে ভালোবাসে অনিককে তা নিশ্চয় বুঝতে পারছেন।
ধন্যবাদ আপু।
সুপর্ণা ফাল্গুনী
হুম এই নববর্ষ এ একটা ভালো খবর পেলাম অনিকের ফিরে আসাতে। এমন করেই সব খবর ভালো আসুক এই হোক কামনা নববর্ষের প্রথম দিনে। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ইঞ্জা
অনিকের ফিরে আশা যদি ভালো খবর হয়, নিশ্চয় আগামীতেও সব ভালো হবে এই আশা নিশ্চয় করতে পারি আপু, ধন্যবাদ ও শুভকামনা।
তৌহিদ
উহ! তাও ভালো অনিককে পাওয়া গেলো। কিন্তু কিভাবে উদ্ধার হলো চ্যাং এর কাছ থেকে? এত সাসপেন্স রেখেছেন যে রুদ্ধশ্বাসে পড়তে হলো।
ছায়া যে অনিককে কতোটা ভালোবাসতো সেটা বুঝতে পারছি। এখন অনিক তাড়াতাড়ি সুস্থ্য হয়ে চ্যাং ব্যাটাকে ধোলাই করলেই শান্তি পাব মনে।
সুন্দির লখেছেন দাদা।
ইঞ্জা
ভাই গল্পে যদি মাসুদ্ভ্রানা এসে খুনাখুনি করে উদ্ধার করেছে যদি বলি তাহলে সেবা প্রকাশনি আমার নামে কেইস করবে। 😆
গল্পের প্রয়োজনে যতটুকু অনিক কানে শুনেছে তাতেই নিশ্চয় বুঝতে পেরেছেন কি হয়েছে বা হতে পারে।
আর হাঁ চ্যাংয়ের কি হলো তা শিগ্রই বুঝতে পারবেন।
ছায়া অনিককে ভালোবাসে তা আর নতুন করে বলবো না, শুধু বলবো গল্প এখনো অনেক দূর বাকি।
ধন্যবাদ ভাই, বেশ সুন্দর মন্তব্য দিলেন।
তৌহিদ
অপেক্ষায় রইলাম পরের পর্বের। সেবা প্রকাশনির গল্পের থেকেও এটি সুন্দর লেগেছে আমার কাছে।
ইঞ্জা
আপ্লুত হলাম ভাই, দ্রুতই লেখা পাবেন নিশ্চয়।
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
প্রানে বেঁচে গিয়েছে অনিক, এটিই অনেক ভাগ্য।
অনিককে পাওয়ার পরে ছায়া সহ পরিবারের অন্যান্যদের প্রতিক্রিয়া বাস্তবের মতই হয়েছে।
দেখা যাক পরের পর্বে কি আসে,
শুভেচ্ছা নতুন বছরের।
শুভ কামনা।
ইঞ্জা
অনিক ফিরলেও ভাইজান গল্প এখনো বাকি আছে অনেক, দোয়া করবেন।
ধন্যবাদ ও নববর্ষের শুভেচ্ছা জানবেন। 😍
ছাইরাছ হেলাল
প্রাণে বেঁচে যাওয়া অনিক এবারে কোন প্রাণে কীভাবে সোপর্দ হয়
তা দেখার অপেক্ষায়।
ইঞ্জা
নিশ্চয় ভাইজান, দ্রুতই জানতে পারবেন।
ধন্যবাদ অবিরত।
শুভ নববর্ষ ভাইজান।
ফয়জুল মহী
অপূর্ব লেখা ,পড়ে বিমোহিত হলাম।
ইঞ্জা
আনন্দিত হলাম ভাই।
ধন্যবাদ ও শুভ নববর্ষ।
ইসিয়াক
পরের পর্বের অপেক্ষায় ……..
নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ ভাই, শুভ নববর্ষ।
রেহানা বীথি
উদ্ধার হল তাহলে অনিক। স্বস্তি পেলাম ভাইয়া। আগামী পর্বের অপেক্ষায় রইলাম।
ইঞ্জা
দ্রুতই পাবেন আপু।
ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
প্রানে বেঁচে গিয়েছে অনিক, এটিই অনেক ভাগ্য।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা দাদা🌹🌹
ইঞ্জা
অনিককে ফিরে পাওয়া গেছে, দেখা যাক আগামীতে কি হয়, ধন্যবাদ।
মাহবুবুল আলম
আগের পর্গুলো পড়া না হলেও এই পর্ব ভাল লেগেছে। শুভেচ্ছা জানবেন ইঞ্জা ভাই!
ইঞ্জা
অবিরাম ধন্যবাদ ভাই, খুব আনন্দিত হলাম।