
এই লোকটা বলে কি! আমি বাড়ি থেকে বের হয়েছি ১:৪৫ মি.। রাস্তায় এতো সময় পার হলো এখনও বলে ১:৪৫মি.
-আপনার কী মাথা খারাপ হয়েছে। আমি বাসা থেকে বের হয়েছি ১:৪৫ মি.। সে অনেক ক্ষণ আগে আর আপনি বলছেন কেবল…
-আপা আমি ঠিকই বলছি। আপনি একবার ঘড়ি দেখে নেন।
আমি নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে থমকে গেলাম। এ কি! ১:৪৫ মি.। ভালো করে লক্ষ্য করলাম ঘড়ির কাটা থেমে গেছে কি না । কিন্তু না ঘড়ি তো দিব্যি চলছে। কি হচ্ছে এসব! অদ্ভুতুড়ে কাণ্ড। একটু ঘাবড়ে গেলেও কিছু টা স্বস্তি পেলাম এই ভবে যে এখনও সময় আছে। ট্রেনটা মিস হবে না।
-ঠিক আছে আপনি চালান। যেভাবে আপনার সুবিধে হয়।
-জ্বী আপা।
রিক্সা চালক সময়ের বেশ কিছুটা আগেই চলে এলো গন্তব্যে। আমি ভাড়া মিটিয়ে দিয়ে স্টেশনের দিকে এগিয়ে যেতেই রিক্সাচালক বলে উঠলেন
-আপা আপনি ভয় পেয়েছেন তাই না!
চমকে গিয়ে জিজ্ঞেস করলাম…
-ভয় পাবো কেনো?
-আমাকে ভূত ভেবে। হা হা হা হা
আশ্চর্য আমি একে ভূত ভেবেছিলাম সেটা জানলো কি করে? অদ্ভুত তো! আর হাসিটা কেমন যেনো, গা ছমছম করা।
-আপা আপনার কিন্তু হেব্বি সাহস। নয়তো এতো রাতে কবরস্থানের পাশ দিয়ে আসতে পারতেন না।
এবার আরো বেশি আশ্চর্য্য হলাম। আমার সাথে রিক্সাওয়ালার যেখানে দেখা হয়েছে তাতে তার জানার কথা নয় আমি কবরস্থান ডিঙিয়ে এসেছি। এবার খানিকটা ভয় পেয়ে গেলাম। লোকটা কী করে জানলো ভাবতেই সে আবার বলে উঠলো
-আপা সাবধানে যাবেন। ভালো থাকবেন
আমি স্টেশনের দিকে যাবো এমন সময় একটা বিকট আওয়াজ হলো। পিছনে ফিরে দেখি রিক্সা পড়ে রয়েছে। আমি দ্রুত কাছে গিয়ে দেখি রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহটা পড়ে রয়েছে। লোকটার অবস্থা দেখে মনে হলো দ্রুতগামী কোনো লড়ী বা বাস প্রচণ্ড একটা ধাক্কা দিয়েছে। হঠাৎ থমকে গেলাম। কী করে হলো এমন অবস্থা? আশেপাশে দেখে নিলাম। এই রাস্তায় একসাথে দুটো রিক্সা যাওয়া আসা করতে পারে না সেখানে লড়ী বা বাস আসবে কী করে? মাত্র তো মিনিট দুয়েক হলো এরই মধ্যে কেউ নিশ্চয়ই মেরে যায়নি। আমার মাথা ঘুরতে শুরু করলো। কী হচ্ছে এসব!
আমি ভয়ে কুঁকড়ে গেলাম। আমার মনে হলো আমাকে কেউ দেখার আগেই এখান থেকে চলে যেতে হবে। নয়তো কে কখন বলে বসে আমিই খুনী। আমি দ্রুত প্রস্থান করলাম। অনেকটা দৌড়ে এলাম প্লাটফর্মে।
হঠাৎ ঘুম ভেঙ্গে দেখি কোথায় রিক্সা, কোথায় চালক, আর কোথায় সে অদ্ভুতুড়ে মৃত্যুর রহস্য?
অনুভব করলাম এখনও ভয়ে থরথর করে কাঁপছি। বুঝলাম দুঃস্বপ্ন দেখেছি।
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বেশ চমক দিয়েই শেষের শেষটুকুর যতি টেনেছে।
চমৎকার করে লিখে আমাদের রহস্যে রেখেই শেষ টেনেছেন।
শুরু হোক নূতন করে নুতন কোন কিছু।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
এই তাহলে ঘটনা!! স্বপ্নের মধ্যেই এসবকিছু!! যাক পাঠককে চমক দিতে আপনার জুড়ি নেই।
গল্পটি লেখা স্বার্থক। ভালো থাকবেন আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রহস্য সিরিজ চলবে বেশ কিছু দিন
কামাল উদ্দিন
ভালো, সাথেই পাবেন আশা করি
কামাল উদ্দিন
রিক্সা থাকুক বা না থাকুক, গল্প অসাধারণ হয়েছে আপু। এমন গল্প যতো বড়ই হোক পড়তে আমার কোন আপত্তি থাকে না…..এমন আরো চাই।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ বেশ কিছু দিন চলবে রহস্য সিরিজ
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
নিপুণ ভাবনার নান্দনিক উপস্থাপন l শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
দারুন হলো। আমি কিন্তু ভেবেছিলাম স্বপ্নের কথা। আমি ও এমন দুঃস্বপ্ন মাঝে মাঝে দেখি। ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
বাহ 🙂
যেভাবে লিখছিলেন তা একদম বাস্তবের মতই। স্বপ্ন বুঝতে পারিনি শেষ অংশ না পড়া পর্যন্ত।
ভালো হয়েছে রহস্য গল্প।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
অনেক ছোট থেকে ইচ্ছে ছিলো রহস্য উপন্যাস লিখবো🙈🙈
ছোট থেকে ‘মাসুদ রানা সিরিজ’ দস্যু বনহুর পড়তাম কি না
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
স্বপ্নঘোরে,ঘুমঘোরে এমন অদ্ভুত গল্প!
বেশ মানিয়ে তুললেন দিদি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
যাক বাবা আপনে দু:স্বপ্ন দেখছিলেন তা শেষ পর্যন্ত না আসলে বুঝতে পারতাম না।
রহস্যময় গল্পটার জন্য আপনাকে ১০০ নম্বর দিলাম
যদি বিচারক মানেন।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আমি ধন্য দাদা
আপনারাই তো আমার প্রেরণা
অবশ্যই ১০০ বিচারক মানি
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেহানা বীথি
বাহ্, শেষটা বেশ লাগলো। ভীতিকর স্বপ্ন দেখেনি এমন কাউকে বোধহয় খুঁজে পাওয়া যাবে না।
সুরাইয়া পারভীন
একদম ঠিক বলেছেন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
স্বপ্ন নিয়ে এরকম গল্প সাজাতে আমার ভাল লাগে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়