
করোনাকে যারা যারা পাত্তা দেন নাই, তারাই সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
ইউরোপ আমেরিকা পাত্তা দেয়নি প্রথমে, আজ তারা মাশুল গুনছে।
ধর্মান্ধ হুজুরেরা পাত্তা দেননি, দুর্ভোগ পোহাচ্ছেন।
আমাদের দায়িত্বশীলরা ইতালি ফেরতদের প্রতিবাদের মুখে তালগোল পাকিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে না রেখেই ছেড়ে দিয়েছেন। অথচ সোস্যাল মিডিয়াতে এই ভুলটা না করতে দায়িত্বশীলদের প্রতি বহু অনুরোধ ছিল। এখন ছড়িয়ে পড়া ঠেকাতে তারাও হিমসিম খাচ্ছেন।
বাকী রইলো, সাধারণ জনতা। এতো এতোভাবে আপনাদের বুঝানো হচ্ছে বাঁচতে হলে সতর্ক হোন। ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।
শুনুন, মেনে চলুন। শুনলে টিকে যেতেও পারেন।
আর না শুনলে আগামীর সুন্দর পৃথিবী দেখার সৌভাগ্য আপনার নেই।
এবার চিন্তা করে দেখুন।
আর যারা এই দুর্যোগেও নৈতিক বাধ্যবাধকতায় দায়িত্ব পালন করতে ময়দানে থেকে যুদ্ধ করছেন তারা সতর্কতা বজায় রেখেই দায়িত্ব পালন করুন। বাঁচতে হবে, বাঁচাতেও হবে।
প্রার্থনা রইলো আপনাদের জন্য।
২৮টি মন্তব্য
হালিম নজরুল
একদম ঠিক বলেছেন।
মারজানা ফেরদৌস রুবা
ঠিক তো বটেই। মেনে চলা হয় যেনো।
জিসান শা ইকরাম
মানুষকে বাসায় রাখাই যাচ্ছে না,
কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য কে জানে।
বেঁচে থাকতে হলে বাসায় থাকতেই হবে এখন।
মারজানা ফেরদৌস রুবা
সেটাই ভাবছি। আর একমাস পরে কেমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে দেশকে কে জানে!
সুপর্ণা ফাল্গুনী
পুরোপুরি সহমত পোষণ করছি আপনার সাথে। আমরা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলছি।নানান সময়ে নানান কিছু নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেখে সবাইকে আহাম্মক মনে হতো আর এখন এই মুহূর্তে ও আবালগুলো নিজেদের জীবন নিয়ে আহাম্মকি করছে। খুবই মর্মাহত হচ্ছি। ভালো থাকুন সুস্থ থাকুন
মারজানা ফেরদৌস রুবা
এ বেলায় আহাম্মকই কেবল বলবো না আমি, গোয়ার্তমি আর ধর্মান্ধতাও কাজ করছে।
আর যে শ্রেনিটা সত্যিই আহাম্মক, তারা এদের দ্বারা প্রভাবিত।
ভালো থাকুন।
প্রদীপ চক্রবর্তী
আমরা যে কোন পরিস্থিতির সম্মুখীন হচ্ছি একমাত্র সৃষ্টিকর্তা জানে।
এখনো অনেক মানুষ অসচেতন ভাবে ঘুরে বেড়াচ্ছে।
মারজানা ফেরদৌস রুবা
এপ্রিলের শেষভাগে ঠেলা টের পাওয়া যাবে।
সুস্থ থাকুন।
জাকিয়া জেসমিন যূথী
শিরোনামটা খুব সুন্দর। পাত্তা না দিলে সুন্দর পৃথিবীর একজন হওয়া হবেনা, বেঁচে থাকাই হবেনা।
আবার শেষ প্যারাটাও খুব সুন্দর। খুব গুছিয়ে অল্প কথায় খাঁটি কথা বলেছেন। খুব জোর পেলাম। ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
মারজানা ফেরদৌস রুবা
হ্যাঁ, এটাই সত্যি। মনের জোর রাখবেন। করোনা কিন্তু আমাদের সাথে কুস্তি খেলতে আসবে। যার মনের জোর যতো বেশি, জিতে যাওয়ার সম্ভাবনা তার ততোবশি।
আতা স্বপন
কোয়ারেন্টাইন বাঁচার জন্য
না খেয়ে কি বাঁচা যায়?
ঘরের মধ্যে বন্দি হয়ে
ক্ষুদায় কান্না হায় হায়।
বিদেশ বিভুই কত উদাহরন
কোয়ারেন্টাইন কালে
দেখ চেয়ে খাবর ঘরে
অটো আসে চলে।
করোনায় মরার আগে
মরবে না খেয়ে
একথাটি বুঝতে হবে
লাভ নেই তত্ত্ব কথা দিয়ে।
শ্রমিকের জীবন জিবিকা নিয়ে
তামাশা যে দেশে
কি করে সেখানে মানবে আইন
সবাই ভালবেসে।
কোয়ারেন্টাইন পরিবেশ
আগে দেশে দরকার
কবে বুঝবে এ তত্ত্ব
আমাদের সরকার।
গরিব জানে এমনই মরব
করোনারে কি ভয়
এভাবে হেটে চলে
বেঁচে গেলে হবে জয়।
মারজানা ফেরদৌস রুবা
কথা খুব সত্য। অস্বাভাবিক না।
যখন জানিই আমাদের সমন্বয়হীনতা আছে, খাদ্য মজুত থাকলেও চোর বাটপারের কারণে তা প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছানো কষ্টসাধ্য। সেক্ষেত্রে ব্যক্তিপর্যায়ে আমরাও সাধ্যমতো হাত বাড়িয়ে দিই।
সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে নীতিতে চলি। অনেককিছু করতে পারবো না, একটা-দুইটা করতে পারলেও এই ভালোলাগা আপনাকে প্রশান্তি এনে দেবে।
আতা স্বপন
নিজের প্রশান্তিই শেষ সান্তনা………….গরিব ভুখা নাগাদেরও প্রশান্তি দরকার। আল্লাহ তাদেরও প্রশান্তি দিন।
ইঞ্জা
পাত্তা না দিয়ে শক্তিধর দেশ গুলো এখন মগা বিপদে, তদরূপ আমরাও পাত্তা না দিয়ে নিজেদের পায়ে কুড়ুল মেরেছি এবং এখনো মেরেই চলেছি।
আমার মতে সরকারকে আরও কঠিন হওয়া উচিত, কারফিউ দিলেই ভালো করবে।
মারজানা ফেরদৌস রুবা
আমিও তাই বলি। এ পরিস্থিতিতে টানা একমাস কার্ফিউ দেয়াটা উচিত ছিল।
ইঞ্জা
জ্বি আপু, আমি অবাক হয়ে দেখি সরকার নির্লিপ্ত, কিন্তু কেন?
ইঞ্জা
মহা*
রেহানা বীথি
অল্প কথায় সুন্দর ও বলিষ্ঠ লেখা। কোন ভয়াবহতার দিকে যে অগ্রসর হচ্ছি আমরা কে জানে! ভালো থাকবেন।
মারজানা ফেরদৌস রুবা
ধন্যবাদ, ভালো থাকবেন। শুভকামনা।
তৌহিদ
বাঁচতে হলে সতর্কতার বিকল্প নেই। যারা শুনবেনা তাদের ডান্ডির মাইর ছাড়া আর কোন পন্থা নেই।
এখন লকডাউনই করা উত্তম সবখানে।
মারজানা ফেরদৌস রুবা
লকডাউন তো প্রায় শুরু থেকেই দিয়েছিল দেশব্যাপী কিন্তু মানুষ মানছে না।
এখন জায়গায় জায়গায় নতুন করে লকডাউন না দিয়ে টানা একমাস কার্ফিউ দেয়াটাই উচিত ছিল।
ফয়জুল মহী
আল্লাহ সবাইকে সহী সালামতে রাখো।
মারজানা ফেরদৌস রুবা
আল্লাহর বেলায়-
“রাখে আল্লাহ মারে কে” যেমন সত্য তেমনি
“বান্দা, তোমার নাই হুস, আমার কী দোষ।” এটাও সত্য।
সুরাইয়া পারভীন
একদম সত্য আর চমৎকার লিখেছেন।
শিরোনাম টা দুর্দান্ত।
যে জাতি না মরে প্রমাণ পায় না তারা মরবে সে জাতি কি করে বাঁচবে, বাঁচাবে গো আপু?
এদের এসব বলা এর উলো বনে মুক্তো ছড়ানোর একই ব্যাপার।
মারজানা ফেরদৌস রুবা
তবুও যদি হুস হয়, সে আশাতেই বলা।
কামাল উদ্দিন
এমন মনে হয় আমরা সবাই ওকে ভালোই পাত্তা দিচ্ছি, দেখা যাক আগামী দিন গুলোতে আমাদের জন্য কি অপেক্ষা করছে।
মারজানা ফেরদৌস রুবা
যদি বেঁচে থাকি তবেই তো দেখবো।
কামাল উদ্দিন
হুমম, ঠিক বলেছেন