স্বপ্নবিলাস

হালিম নজরুল ৫ এপ্রিল ২০২০, রবিবার, ০৯:৩২:১০অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

বয়সন্ধি পেরুতেই যেন তুমি মায়াবতী যুবতী।
তোমার সর্বাঙ্গে ফুটেছে বাড়ন্ত যৌবন ,
তোমার সুডৌল স্তনে কামসূত্রের নমুনা।

তুমি গর্ভবতী হলে আমাদের মুখগুলোয় ফুটলো ভরাপূর্নিমা,

প্রসব বেদনায় তুমি যখন উন্মত্ত-
চতুর্দিক চমকালো অগণিত বর্ণিল আভা।

প্রসবযন্ত্রণা ভুলতে না ভুলতেই–
তুমি নষ্টদের কবলে !

সময়গুলো চলে গেল অসময়ের দখলে।
তবে কি জন্ম হল কতক জারজ জাতকের!

তবুও আশাবাদী আমরা যুগ-পরম্পরায়;
তোমার পূণ:পূণ রতিক্রিয়ায়।

ভুল ছিল কি আমাদেরও !
সুখ ছিনিয়ে আনবো বলে—
যৌবনের মোড় থেকে কিনে আনলাম দীর্ঘশ্বাস; এক নদী মরিচিকা !

তবুও কেঁদোনা মা ; ঘড়ির কাটায় মেলাও পা,
একটু হাঁটো, জিড়িয়ে নাও, আরেকটু হাঁটো।
এবার বসো অন্ধকারের মুখোমুখি,
ধৈর্যের পর্দায় রাখো চোখ,
দ্যাখো’ স্বপ্নের ক্যানভাসে ভেসে উঠছে–
আমাদের বেঁচে থাকবার মানচিত্র।
———————–0 0———————–

৫৭৩জন ৪৩৩জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ