
আজকের মতো সব কাজ শেষ করে বিছানায় যখন এলো, রাত প্রায় দেড়টা বাজে। মোবাইলটা হাতে নিয়ে ঢুকলো ফেসবুকে। ক্রল করে নিউজফিডটা দেখছে/ পড়ছে। দেখার মতো কিছুই নেই। একই জিনিস নিয়ে সবাই মেতে আছে। কেউ পক্ষে, কেউ বিপক্ষে লিখে পোস্ট দিয়েছে। বিরক্ত লাগছে এসব দেখে। ঘুম আসছেনা, মেসেঞ্জারে সবুজ বাতিটা জ্বলজ্বল করছে! কি করছে সে এতো রাত জেগে!! ভাবতে ভাবতেই নক করে বসলো কোনো কিছু না ভেবেই।
– কি করছো এতো রাত জেগে?
= একটু কাজ করছি। কেন?
– ভাল্লাগছে না, একটু কথা বলি?
= আচ্ছা।
তারপর আর কোনো সাড়াশব্দ নেই। কি হলো, অন্যকারো সাথে চ্যাট করছে নাকি! নাকি আমি তাকে বিরক্ত করলাম। রিপ্লাই দেখেতো মনে হচ্ছেনা বিরক্ত হয়েছে।
– চুপ কেন? কিছু বলো
= কথা বলতে চাইলে তুমি! আমি কি বলবো?
– ওহ! তাইতো! আসলে কি বলবো ভেবে পাচ্ছি না।
= মন খারাপ?
– হ্যা
= বলতে পারো। শুনছি
অনেক কথা বলার আছে। কাউকে বলতে ইচ্ছে করছে। কিন্তু শোনার মতো বিশ্বাসযোগ্য কেউ নেই। আজ কেউ শুনতে চাচ্ছে কিন্তু কেন জানি বলা হচ্ছে না।
– জানো, আমি একজনকে ভালবেসেছি। খুউউব ভালবাসা যাকে বলে, ঠিক তেমনি করে।
= বাহ! খুব ভালো। তারপর?
– সেও বাসে,
= তাহলে সমস্যা কোথায়?
– জানিনা কোথায়। সেও ভালবেসেছে বুঝতে পারি। কিন্তু তারটা আমার মন অতিক্রম করে হৃদয় পর্যন্ত পৌঁছায় না। অসম্পূর্ণ লাগে।
– তাকে জানিয়েছো?
= হুম, জানিয়েছি। যা যা মনেহয় সব বলেছি।
– তারপর?
= সে এটাকে অন্যভাবে নিলো। সবকথা তাকে বলতেই সে জানিয়ে দিলো এগুলো মিথ্যা অভিযোগ। যা ভাবছি তার কোনো ভিত্তি নেই। আমি নাকি এসব বলে তাকে অপমান করছি।
– তুমি কি বলেছো?
= বলেছি, আমি আমার অসহায়ত্ব প্রকাশ করছি। অভিযোগ নয়। আমি তাকে ভালবেসেছি নিজের সমস্ত স্বত্বা দিয়ে। সেও বাসে, সম্পূর্ণ নাহোক কিছুটা অবশ্যই।
আমি সেটুকুই অনুভব করতে চাই।
– সে তোমায় তিরস্কার করেছে?
= আমি ভালবাসতে চাই একজনকে, একটা মানুষকে। অনুভূতি সম্পন্ন মানুষ। যার মন থাকবে, অনুভব-উপলব্ধি থাকবে। সম্পূর্ণ সততায় যে নিজেকে প্রকাশ করবে।
– এমন মানুষ কোথায় পাবে?
= কোথাও পাবো না বলছো? তুমি, তুমিতো আমাকে বুঝতে পারো। তুমি কি আমার আপন হবে? জমানো যত প্রেম সবটাই তুমি নিয়ে নাও। বিনিময়ে কিছু দিতে হবেনা। ভালবাসো আর না বাসো, শুধু সৎ থেকো।
– আমি!
= বিশ্বাস করো, আমার স্বর্গে যাবার কোনো তাড়া নেই, তুমি পাশে থাকলে আমি ইহজনমেই স্বর্গের সুখ পাবো।
সবুজ বাতিটা নিভে গেছে অনেকক্ষণ হলো। চারিদিকে নিস্তব্ধ নীরবতা। এখনো জেগে আছি , রিপ্লাই পাওয়া অক্ষর গুলো নিয়ে। অনেকদিন ধরে বন্ধ থাকা মনের দরজাটা খুলে গেছে দমকা হাওয়ায়। হুহু করে ভেতরে ঢুকছে শীতল হাওয়া। ব্যাথারা পালাচ্ছে…
– যদি ভালো থাকতে চাও, নিজেকে ভালোবাসো। যতদিন অন্যের মাঝে সুখ খুঁজবে ততোদিন তুমি একা থাকবে। একাকীত্ব তোমায় ধ্বংস করে দিবে। বন্ধু যদি হতেই চাও নিজেকে করে নাও। ভালবাসো নিজেকে। নিজেতে মগ্ন হও সর্বাত্মক রুপে। যেখানেই যাবে নিজের ছাঁয়াটিকেই আপন পাবে।
= এতো দেরিতে কেন এলে? আরও আগে এলে আমি তোমায় দিতে পারতাম হৃদয়ের সমস্ত বিশুদ্ধতা।
দেখতে দেখতে দিনগুলো কেমন পার হয়ে যাচ্ছে। বাড়ছে দূরুত্ব। সরকারের বেধে দেয়া নিয়মে নয়, সময়ের সাথে সাথে সময়ের নিয়মে। সময়ের আবর্তন খুব অদ্ভুত ভাবে সব পরিবর্তনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অপেক্ষারা বুঝে নেবার আগেই পরিবর্তনের ছাঁপ রেখে যায় চলার পথে।
★ছবি-নেট থেকে।
৩১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বিশ্বাস করো, আমার স্বর্গে যাবার কোনো তাড়া নেই, তুমি পাশে থাকলে আমি ইহজনমেই স্বর্গের সুখ পাবো। প্রিয় মানুষটি কাছে থাকলে স্বর্গ নরক মিলে মিশে একাকার হয়ে যায় স্বর্গের আদলে।
সাবিনা ইয়াসমিন
হ্যা। প্রিয়জন যতদিন প্রিয়জন থাকে তাকে ঘিরেই স্বর্গ রচিত হয়। প্রিয়জন যদি প্রয়োজনের অংশ হয়, তবে নরকেরও আভাস মিলে। তাই প্রিয় স্থানে নিজেকে রাখাই উত্তম।
ধন্যবাদ প্রথম মন্তব্যের জন্যে।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই তাই স্বার্থ, প্রয়োজন আসলে নরক ও বাসা বাঁধে। শুভ কামনা রইলো
সঞ্জয় মালাকার
সে তোমায় তিরস্কার করেছে?
= আমি ভালবাসতে চাই একজনকে, একটা মানুষকে। অনুভূতি সম্পন্ন মানুষ। যার মন থাকবে, অনুভব-উপলব্ধি থাকবে। সম্পূর্ণ সততায় যে নিজেকে প্রকাশ করবে।
= বিশ্বাস করো, আমার স্বর্গে যাবার কোনো তাড়া নেই, তুমি পাশে থাকলে আমি ইহজনমেই স্বর্গের সুখ পাবো।
চমৎকার লিখেছে দিদি পড়ে ভালো লাগলো খুব।
আপনার জন্য শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
ভালো লেগেছে জেনে খুশি হলাম দাদা।
ধন্যবাদ, শুভ কামনা রইলো 🌹🌹
ফয়জুল মহী
কমনীয় ভাবনা। মননশীল লেখা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই,
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া নার্গিস
সুন্দর উপস্থপনা, অনেক ভালো লাগছে লেখাটা আপু।
শুভ কামনা রইল
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ,
শুভ কামনা আপনাকেও 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
লেখকের একান্তনুভূতি যখন মননশীল হয়ে উঠে
তখন পাঠকপ্রিয়তা নির্দ্বিধায় চমৎকার আঙ্গিকতা বহন করে।
যথার্থ ভাবনা দিদি।
সাবিনা ইয়াসমিন
বাহ! বেশ সুন্দর করে বলেছো প্রদীপ।
যখন যেমন মনে আসে লিখে ফেলি, খুব একটা গুছিয়ে লিখতে পারিনা। তোমার দেয়া কমেন্ট টা আমার মনে থাকবে।
ভালো থেকো,
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
যদি ভালো থাকতে চাও, নিজেকে ভালোবাসো। যতদিন অন্যের মাঝে সুখ খুঁজবে ততোদিন তুমি একা থাকবে। একাকীত্ব তোমায় ধ্বংস করে দিবে। বন্ধু যদি হতেই চাও নিজেকে করে নাও
সাবিনা ইয়াসমিন
হ্যা ভাই, এটাই বলতে চেয়েছি।
ধন্যবাদ,
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
প্রিয় মানুষের সঙ্গই যে স্বর্গ তুল্য, খুব সুন্দর লেখা যা হৃদয় ছুঁয়ে গেলো আপু।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ ভাইজান,
শুভ কামনা সব সময়ে 🌹🌹
ইঞ্জা
শুভেচ্ছা অফুরান আপু
ফজলে রাব্বী সোয়েব
চমৎকার অনুভূতি। ভালোবাসা এমনই হয়। শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা আপনার জন্য,
ভালো থাকুন 🌹🌹
এস.জেড বাবু
অনেক কথা বলার আছে। কাউকে বলতে ইচ্ছে করছে। কিন্তু শোনার মতো বিশ্বাসযোগ্য কেউ নেই। আজ কেউ শুনতে চাচ্ছে কিন্তু কেন জানি বলা হচ্ছে না।
এমনটা আমার হয়- বিশেষ করে প্রবাসে থাকতে এমনটা হয়। কিছু কথা বলার থাকে-
শোনার মানুষ খুঁজি-
যখন খুঁজে পাই- বলার ইচ্ছে থাকে না। বলা হয় না।
আপনি কেমন করে বুঝলেন আপু !
চমৎকার হয়েছে।
সাবিনা ইয়াসমিন
আমারও যে এমন হয়, তাই হয়তো বুঝে নিয়েছি 🙂
শুভ কামনা নিরন্তর বাবু ভাই 🌹🌹
সুপায়ন বড়ুয়া
“যদি ভালো থাকতে চাও, নিজেকে ভালোবাসো। যতদিন অন্যের মাঝে সুখ খুঁজবে ততোদিন তুমি একা থাকবে। একাকীত্ব তোমায় ধ্বংস করে দিবে।“
এই অপ্রিয় সত্য কথা গুলো কত অবলীলায় বলে য়ায়
মানুষ যদি বলে স্বার্থপর তাতে আর কার কি আসে যায়।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
মানুষের ভীড়ে যখন মানুষ একা হয়ে যায় তখন এই কথাগুলোই তার বেঁচে থাকার পাথেয় হয়ে থাকে। স্বার্থপর মানুষের কোনো বন্ধু থাকেনা, আবার যারা স্বার্থের উদ্যেশ্য নিয়ে বন্ধুত্ব করে তারা কখনো বন্ধু হয়না।
শুভ কামনা দাদা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
বলেছেন যতার্থ।
বোনটি আমার দার্শনিক না হয়ে
ব্লগার হলো ক্যান ?
Excuse me for Typo error .
ভাল থাকবেন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
যদি ভালো থাকতে চাও, নিজেকে ভালোবাসো। যতদিন অন্যের মাঝে সুখ খুঁজবে ততোদিন তুমি একা থাকবে। একাকীত্ব তোমায় ধ্বংস করে দিবে। বন্ধু যদি হতেই চাও নিজেকে করে নাও। ভালবাসো নিজেকে। নিজেতে মগ্ন হও সর্বাত্মক রুপে। যেখানেই যাবে নিজের ছাঁয়াটিকেই আপন পাবে।
নিদারুণ সত্য এই কথা গুলো কেনো যে বুঝতে এতো দেরী হয়ে যায়?
চমৎকার লিখেছেন মিষ্টি আপু😍😍👏👏
সাবিনা ইয়াসমিন
সত্য গুলো এমনই হয়, নির্মম। আর আমরা এর নির্মমতা দেখতে ভয় পাই। চোখ / মন বন্ধ করে রাখি। তাই হয়তো দেরি হয়ে যায়।
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
নার্সিসিস্ট হতে বলছেন!
তাও ভাল প্রেমের(অলীক) কুহক থেকে জাতি বেঁচে যাবে।
মহান ফেসবুক দীর্ঘজিবী হউক!!
সাবিনা ইয়াসমিন
উহু, পরামর্শ দিচ্ছি মহারাজ। আপদমস্তক নসিমন হওয়ার চাইতে নার্সিসিস্ট হওয়া ভালো। জঙ্গলে ঘুরে কাঁদাকাটি করে একটা জীবন কাটানো মোটেই ঠিক না। এর চেয়ে স্বচ্ছ পানিতে নিজের প্রেমে নিজে মুগ্ধ হয়ে আত্মহুতি দেয়া ভালো 🙂 🙂
আহা ফেসবুক! ভক্তদের অশেষ ভালবাসায় অবশ্যই সে বেঁচেবর্তে থাকবে।
নীরা সাদীয়া
পড়লাম, ভালো লাগল। তবে ১ম লাইনে কার কথা বলে লেখাটা শুরু করা হয়েছে তা বুঝতে পারিনি, কারও নাম খুঁজে পেলাম না। এ হয়ত আমারই ব্যর্থতা।
সাবিনা ইয়াসমিন
লেখাটি পুরোটাই আত্মকথন। তাই এখানে কোনো নাম উল্লেখ করা হয়নি। মেসেঞ্জার এখানে প্রতিকীরূপে এসেছে।
পড়ার জন্য অনেক ধন্যবাদ নীরা,
শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
বাহ এমন একজন ভালো পরামর্শক মেসেঞ্জারে পেলে তো ভালোই হয়। আজকেই ম্যাসেঞ্জার ইন্সটল করতে হবে, এরপর বিপদে আপদে তার সবুজ লাইটের অপেক্ষা করবো।
আত্মপ্রেমে মগ্ন হলে আর কস্ট থাকে না,
নার্সিসাস হয়ে গেলে ভালোই হয়, কাউকেই আর লাগবে না তাহলে।
নিঃসঙ্গতা ভালো হলে খারাপ কি?
আমরাও অনুসরন করতে পারি তাহলে।
লেখাটা অন্য রকম ভালো হয়েছে,
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
বেশতো করে ফেলুন। তবে সবুজ বাতির আগন্তুক কিন্তু সবার কাছে সব সময় ধরা দেয় না। তাকে পেতে হলে অলৌকিক মেসেঞ্জার ইন্সটল করা লাগবে।
হুম, কিছু একান্ত অনুভূতি পেতে হলে নিঃসঙ্গতা জরুরী।
ধন্যবাদ,
শুভ কামনা আপনার জন্যে 🌹🌹