
নাতনীর বয়স সাত দিন হলো, নাম রাখতে হবে। নেট ঘেটে পছন্দ মতো কোন নামই পেলাম না। ওদিকে আবার ফতুয়া দিয়া রেখেছে ওর মাথার চুলের সম পরিমান ওজনের সোনা রূপা নাকি দান করতে হবে। রূপার কথায় আমি না করতে পারিনা, কিন্তু সোনা! এই দুঃসময়ে এতোটা টাকা পয়সা দান করাটা সত্যিই কঠিন হবে। বললাম আপাতত চুল কাটার দরকার নাই, উত্তরে জানিয়ে দিলো সেক্ষেত্রে চুল বড় হলে খরচও কিন্তু বাড়বে। আমি তো এখন মহা ফাপড়ে!……..
সরকারি ঘোষণায় দোকান বন্ধ হয়ে যাবে ভেবে জামা কাপড় সব লন্ড্রিতে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের এলাকায় ২৫ তারিখেই সমস্ত বন্ধ হয়ে যাওয়ায় আমার জামা কাপড় গুলোর কোয়ারেন্টিন হচ্ছে লন্ড্রির দোকানেই। এদিকে সমস্ত দোকান পাট বন্ধ থাকায় আমার সাত দিন বয়সী নাতনীর জন্যও কোন জামা কাপড় কিনতে পারছি না। এখন দাদা নাতিনের কোয়ারেন্টিন চলছে উদোম গায়েই। আচ্ছা জামা কাপড় পরিধান না করলে কোয়ারেন্টিনের কোন সমস্যা হবে না তো?
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
জন্মদিনের পোশাক খুবই মনোহর,
তবে সতর্কতা জরুরী।
কামাল উদ্দিন
আপনার মতো বড় ভাই থাকতে সতর্কতা নিয়া আমি ভাবি না 🙂
সুপায়ন বড়ুয়া
কোন বুদ্ধি খাটিয়ে লাভ হবে না।
নাতি বলে কথা।
শুভ কামনা।
কামাল উদ্দিন
কিছু একটা বুদ্ধি দেন দাদা
সুপায়ন বড়ুয়া
তাড়াতাড়ি কিনে দেন
শান্তিতে থাকেন। সুস্থ থাকেন।
এটাই আমার কামনা।
তৌহিদ
আচ্ছা এই থিউরি কি ইসলাম সম্মত? চুলের সমপরিমান দান হয় সোনারুপা? তবে দান করতে হয় এটা জানি। সেটা যেকোন কিছুই হতে পারে সামর্থ্যানুযায়ী। আর হ্যা, সেই চুলও নাকি মাটিতে পুঁতে ফেলতে হয়!! হাদিসের বই থেকে কিছু পেলে জানাবেন কিন্তু ভাই।
ভালো থাকুন, সতর্ক থাকুন।
কামাল উদ্দিন
আমার তো মনে হয় না। তবে এসব তো আগে থেকেই চলে আসছে, বলতে পারেন এসব মিথ। হাদিস ঘেটে কোথাও পাওয়া যাবে কিনা কে জানে?
তৌহিদ
ধন্যবাদ ভাই।
রেহানা বীথি
আচ্ছা বিপদে পড়েছেন তো ভাই। ঘরে নতুন অতিথি এল, অথচ তার সমাদর হচ্ছে না করোনার কারণে! করোনার এ বিষয়টা একটু বিবেচনা করা উচিত।
আর সোনা রূপাই যে দিতে হবে এমনটা বোধহয় নয়, যা কিছুই দান হিসেবে দেয়া যায়। নাতনির জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা। ভালো থাকুন নতুন অতিথিকে নিয়ে আপনারা সবাই।
কামাল উদ্দিন
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়…….ভালো থাকবেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
আজকের দিনটা মজাই লাগলো এতো দুঃখের মাঝেও। দাদা নাতনীর উদোম কোয়ারেন্টাইন, লন্ড্রিতে জামা কাপড়ের কোয়ারেন্টাইন। কিছু কিছু কুসংস্কার আছে যেটা মানা কখনো কখনো আনন্দের, সুখের । যার যার সামর্থ্য অনুযায়ী সবকিছু করা উচিত বলেই মনে করি। ভালো থাকুন সবাই। ভালো থাকুক দাদা নাতনীর উদোম কোয়ারেন্টাইন
কামাল উদ্দিন
চলছে চলবে, আমাদের কোয়ারেন্টিন করোনা নির্মুল হওয়া পর্যন্ত চলবে……শুভেচ্ছা জানবেন আপু।
জিসান শা ইকরাম
আহারে, জামা কাপড় সব লন্ড্রিতে!
ভাল লাগছে ছোট ছোট পর্ব গুলো পড়তে।
শুভ কামনা।
কামাল উদ্দিন
ধন্যবাদ ইকরাম ভাই, আসলে কিছু লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা…
এই দুঃসময়ে হাসানোর জন্য ধন্যবাদ। বেশ চলছে উদোম কোয়ারেন্টাইন।
কামাল উদ্দিন
হাসি দিয়ে দুঃখটাকে করতে হবে জয়, কাঁদলে পরে জীবন যুদ্ধে আসবে পরাজয়……ভালো থাকবেন আপু।
ফয়জুল মহী
ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়।
হালিম নজরুল
আপাতত ওকে আমি লকডাউন নামেই ডাকছি।
কামাল উদ্দিন
নামটা কিন্তু কম খারাপ না নজরুল ভাই 🙂